আর্টিকেল বা কন্টেন্ট লেখার নিয়ম : প্রিয় পাঠক আপনি যদি লিখতে পছন্দ করেন তাহলে আপনাকে স্বাগতম। বর্তমান সময়ে ব্লগিং একটি অন্যতম জনপ্রিয় পেশা; অনেকে শখের বসে আবার অনেকে প্রফেশনাল ভাবে লিখে থাকেন; তবে কন্টেন্ট লিখে আপনি যদি সফল হতে চান তাহলে আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে।
আজকের লেখায় আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার কন্টেন্ট লেখার কিছু বিশেষ অভিজ্ঞতা ও বিজ্ঞজনদের পরামর্শ; আপনি যদি কন্টেন্ট বা আর্টিকেল লিখে সফলতা লাভ করতে চান বিশেষ করে প্রোডাক্ট রিভিউ । তাহলে আপনাকে এই বিষয়গুলো শুধু জানলেই হবে না আপনাকে অবশ্যই মেনে চলতে হবে।
প্রিয় পাঠক, তো আর কথা না বাড়িয়ে চলুন জেনে নেওয়া যাক কন্টেন্ট বা আর্রটিকেল বিশেষ কিছু কৌশল।
১) সময় দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হোন
আমাদের মধ্যে অনেকেই আশেপাশের কারো সফলতা দেখে হুটহাট কন্টেন্ট বা আর্টিকেল লেখার জন্য ব্যাকুল আগ্রহ দেখায়; একটি দুইটি কিংবা ১০ টি আর্টিকেল লিখে যখন আয়ের খাতা শূন্য দেখে তখনই হতাশ হয়ে পড়ে।
একটি আর্টিকেল নুন্যতম ৫০০-১০০০ শব্দে হওয়ায় জরুরি। অন্যথায় গুগল বা অন্য সার্চ র্যাঙ্কিং এ জায়গা পাওয়া দুস্কর। যারা নতুন তাদের জন্য এটি খুবই চ্যালেঞ্জিং কাজ; তাই এতো শব্দ লিখতে পারবেন বা লিখতে হবেই এমন মনোযোগ নিয়ে লিখতে বসুন। সর্বদা ১০০০++ শব্দের আর্টিকেল লেখার চেষ্টা করুন।
২) নিস বা বিষয় সিলেক্ট করুন
বিগিনার আর্টিকেল বা কন্টেন্ট রাইটারদের অভিজ্ঞতা কম থাকবে এটা খুবই সাধারন ব্যাপার। তাই কি বা কোন বিষয়ে লিখবে নিশ্চিত হতে পারে না; একটি বিষয় নিয়ে কয়েকদিন লেখার পর সফলতা না পেয়ে দ্রুত অন্য বিষয়ে বা নিস নিয়ে দৌড়াদৌড়ি সুরু করে। এমনটা হলে সে অই বিষয়টিতে কাচা থেকে যায়। আপনি যখন একটি বিষয় নিয়ে দীর্ঘদিন কাজ করবেন আপনার মাঝে অভিজ্ঞতা বাড়তে থকবে; যা কিনা আপনার লেখার মান উন্নত করতে সাহায্য করবে; হাজার হাজার টপিক রয়েছে আপনার কাছে যে বিষয়টি ভালো লাগে ও আপনার জানা আছে ওইটা দিয়ে শুরু করুন আর এটাই নিয়মিত করুন ।
৩ ) বেশি বেশি শেখার চেষ্টা করুন
আপনি যে বিষয়ে লেখার আগ্রহি সেই বিষয়টি সম্পর্কে বেশি বেশি জানার বা শেখার চেষ্টা করুন; কন প্রোডাক্ট রিভিউ লিখতে চাইলে আগে প্রোডাক্টি সম্পর্কে গভীর ভাবে জানুন; হাতে নিয়ে ব্যবহার করে অভিজ্ঞতা লাভ করার চেষ্টা করুন। এতে করে আপনি বাস্তব অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ পাবেন।
৪) সত্য ও সঠিক তথ্য দিন
আমাদের মধ্যে অনেক সময় একটা প্রবনতা কাজ করে যে ফুলিয়ে ফাপিয়ে তোলা। এটি সত্যিকার অর্থে একটি আত্মঘাতী কাজ; আপনার কন্টেন্ট হয়তো প্রথম পেজে যাবে ভিজিটরও পাবেন কিন্তু একবার কেউ আপনার অনৈতিক কাজ ধরে ফেললে ২য় বার আপনার সাইটে প্রবেশ করতে চাইবে না। এতে করে আপনার ভিজিটর হারাবেন।
৫) যথেষ্ট উদাহরন দিন
আপনি আপনার আর্টিকেল বা কন্টেন্ট এর মাঝে কাজে বলে এমন টাইপের কিছু লিখলে অবশ্যই উদাহরন দিন; এতে করে পাঠক বা ভিজিটরদের বুজতে সুবিধা হবে এতে করে সে বার বার আপানার সাইটে ফিরে আসবে।
৬) সহজ ও মার্জিত ভাষা বা শব্দ ব্যবহার করুন
আপনার কন্টেন্ট এর মাঝে এমন কোন সব শব্দ ব্যবহার করা থেকে বিরত থাকুন যা কিনা ভিজিটর এর বুজতে ব্যাঘাত ঘটায়; এতে করে অর্থ বা লেখার মানে অন্যদিকে হাটা শুরু করতে পারে। আবার অনেক সময় আঞ্চলিক শব্দের অর্থে পার্থক্য থাকে। তাই আঞ্চলিক শব্দ ব্যবহার থেকেও বিরত থাকুন। ব্যবহার করলেও সাথে ব্রাকেট এর মাঝে মানে লিখে দিন।
৭) মার্কেটিং করুন
নতুন কন্টেন্ট বা আর্টিকেল রাইটারগন শুধু আর্টিকেল লেখা নিয়ে ব্যস্ত থাকেন এতে করে মার্কেটিং করার সুযোগ পায় না। সফল কন্টেন্ট রাইটার সপ্তাহে একটি কিংবা আর্টিকেল লিখে এবং বাকি দিন তারা তাদের ওই কন্টেন্ট এর মার্কেটিং করে। এজন্য এসিও করা ফেসবুক মার্কেটিং কিংবা ইউটিউব মার্কেটিং করা যেতে পারে। লিঙ্কে ক্লিক করে এগুলো সম্পর্কে পরে নিতে পারেন।
৮) ভালো ও খারাপ দিক তুলে ধরেন
আপনি কোন বিষয় সম্পর্কে লিখতে শুরু করলে ভালো দিকের পাশাপাশি এর খারাপ দিকগুলোও তুলে ধরুন; এতে করে আপনি ভিজিটর এর বিশ্বস্ততা অর্জন করতে পারবেন; ফলে একবার কেউ আপানার সাইট ভিজিট করলে দ্বিতীয় বার আবার ফিরে আসবে।
৯) যথাযথ ইমেজ ব্যবহার করুন
একটি ছবি হাজার শব্দ প্রকাশ করে। আপনি যখন কোন বিষয়ে লিখবেন অবশ্যই যথাযথ ইমেজ বা ছবি যোগ করুন; ছবিগুলো অবশ্যই নিজের হওয়া উত্তম। তবে কোথাও থেকে ছবি নিলে তাদের ক্রেডিট দিন; গুগল থেকে ডাউনলোড করে ব্যবহার করা থেকে ১০০০০ মাইল দূরে থাকুন।
১০) সম্মানপূর্বক কথা বলুন
লেখার মাঝে লেখার শব্দগুলো যেন কাউকে আঘাত না করে। এমনটা হলে আপনার সামনের দিনগুলো আরও ভয়াবহ আকার ধারন করে পারে। কোন ধর্ম কিংবা মতামতকে অবজ্ঞা করা থেকে বিরত থাকুন। ভিজিটরদের সর্বদা সম্মানের চোখে দেখুন।
১১) আর্টিকেল লেখা শেষে রিভিশন করুন
অনেকেই লেখা শেষ করেই পাবলিশ করে দেয়। যা কোনভাবেই ভালো লক্ষন না; লেখার মাঝে ভুল হতেই পারে কিংবা কোন বিষয় বাদ পরেই যেতে পারে। তাই প্রতিটি লেখা শেষে রিভিশন করুন। ১০০০ টি বাজে কাজের চেয়ে ১ টি কয়ালিটি পূর্ণ কাজ উত্তম।
১২) মনিটাইজ করার দিকে নজর দিন“মানি ইজ দ্যা মেইন বেস্ট মোটিভেটর”। আপনার উপরের কাজগুলো ঠিক থাকলে মনিটাইজ এর দিকে এগুতে থাকেন; আপনি ভালো লাগাকে কেন্দ্র করে আর্টিকেল বা কন্টেন্ট পাবলিশ করে যাবেন ততোদিনই যত দিন আপনার পকেটে অভাব নামক শব্দ না থাকবে। আয় না থাকলে আপনি কাজ করে মজা পাবেন না।
রিলেটেড আর্টিকেল
Articleলেখার নিয়ম ও সিক্রেট টিপ্স
আর্টিকেল লিখে আয় করতে পারেন প্রতি মাসে কমপক্ষে ৫০ হাজার টাকা
notekhaata
আর্টিকেল লিখার অনেক ভাল কিছু নিয়ম জানলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। https://notekhaata.com/হাই-কোয়ালিটি-আর্টিকেল/ এইখানে আরোকিছু নিয়ম সম্পর্কে আলোচনা করা হয়েছে।