নিম্নলিখিত শর্তাবলী ভালভাবে পড়ে এবং সকল শর্তাবলী মেনে নিয়ে এসো আয় করি ডট কমে মেম্বার হওয়া এবং কার্যাবলী শুরু করার অনুরোধ করছি।
- পোস্টের টাইটেল ছোট এবং অর্থবহ যেন হয়
- পোস্ট কমপক্ষে ১০০ শব্দের হতে হবে
- যেকোন একটি ক্যাটাগরি সিলেক্ট করতে হবে।
- নিয়মগুলো যারা মানবেন না তাদের পোস্ট ডিলিট করে দেয়া বা যার পোস্ট বার বার ডিলেট হবে সাইট এইমিন তার একাউন্ট সাসপেন্ড করার অধিকার রাখে।
- সরকার বিরোধী কোন লেখা বা বাংলাদেশে প্রচলিত কোন আইন বিরোধী লেখা লেখা যাবেনা।
- কারো ধর্মীয় অনুভুতিতে আঘাত করে কিছু লেখা যাবেনা।
- অশ্লীল, পর্ন বা যৌনতাবিষয়ক কোন পোস্ট লেখা যাবেনা।
- সাইটের কোন মেম্বারের সাথে যেকোন ধরনের লেনদেের জন্য সাইট কর্তৃপক্ষ কোন প্রকার দায়ভার বহন করবে না। সম্পুর্ন নিজ দ্বায়িত্বে লেনদেন করবেন। প্রযোজনে লেনদেনের আগেই সাইট এডমিনের সহযোগিতা নিন।
- vTaka উত্তলোনযোগ্য নয়। বিজ্ঞাপন প্রদান ও shop থেকে কেনাকাটায় vTaka ব্যবহার করা যাবে।
- vTaka সাইট কর্তৃপক্ষের পক্ষ থেকে স্বেচ্ছায় প্রদত্ত বোনাস। যেকোন সময় যেকোন মেম্বারের vTaka সাইট কর্তৃপক্ষ বিনা নোটিসে কোন কারন দর্শানো ছাড়াই কেটে নেয়ার অধিকার রাখেন।
- সাইট কর্তৃপক্ষ কোন কারন ছাড়াই vTaka সিস্টেম বাতিল করার অধিকার রাখেন।
- যেকোন সময় যেকোন নিয়মের পরিবর্তন, পরিবর্ধন বা বাতিল করার অধিকার সাইট কর্তৃপক্ষ রাখেন।