আজ আমি আপনাদেরকে বলবো কিভাবে ভাল মানের আর্টিকেল অথবা পোস্ট লিখতে হয়।
বর্তমানে ইন্টারনেটের বাজারে একজন আর্টিকেল লেখক এর মূল্য অনেক। একজন আর্টিকেল লেখক হতে গেলে আর্টিকেল এর বিষয় অনেক কিছু জ্ঞান থাকতে হয় – মনে যা চাইল তাই লিখে পোস্ট করে দিলাম এভাবে কখনোই আর্টিকেল লেখক হওয়া যায় না, সবকিছুর মতোই আর্টিকেল লেখার ও একটা নিয়ম রয়েছে। একটি ওয়েবসাইটের বা ব্লগের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আর্টিকেল। তার জন্য দরকার একজন দক্ষ লেখক।
আর অনলাইনে আর্টিকেল লেখকদের মাঝে সবসময় প্রতিদ্বন্দ্বিতা লেগেই থাকে।কার পোস্ট বেশি ইউনিক এবং ভালো করতে পারে?
তাই নিজেকে একজন দক্ষ আর্টিকেল লেখক হিসেবে গড়ে তুলতে হলে নিচের পয়েন্ট গুলোর দিকে ভালোভাবে নজর দিতে হবে।
ক্যাটাগরি অথবা বিভাগ নির্বাচন:
একজন দক্ষ আর্টিকেল লেখক প্রথমে তার ক্যাটাগরি নির্বাচন করে। আর্টিকেল বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন: নিউজ, ইন্টারনেট, আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং, বিজ্ঞান ও প্রযুক্তি, টিউটোরিয়াল, বায়োগ্রাফী, রিভিউ, অভিজ্ঞতা শেয়ার ইত্যাদি।
বিষয়ের উপর সুস্পষ্ট ধারনা:
আপনি যেই বিষয়ে লিখবেন তার উপর সুস্পষ্ট ধারনা থাকা আবশ্যক, যদি স্পষ্ট ধারনা না থাকে তবে জেনে নিবেন, কেননা আপনার লেখার সাহায্যেই আরেক জন বুঝবে। তাদের বিভিন্ন প্রশ্ন থাকতে পারে সেগুলোর সমাধান আপনাকেই দিতে হবে, তাই বিষয়ের উপর বিস্তারিত ধারনা নিয়েই লিখতে বসবেন।
প্যারা করে লিখা:
আর্টিকেল লিখার সময় একটানা 10-12 লাইন না লিখে প্যারা প্যারা করে লিখবেন, এতে বিষয় বস্তু বুঝতে সুবিধা হয় পাঠকেরা পড়তে স্বস্তি বোধ করে। তাই বলে অতিরিক্ত লাইন স্পেস দিবেন না।
* ছবির ব্যবহার:
আর্টিকেল যে বিষয়ে লিখবেন সেই সম্পর্কিত এক বা ততোধিক ছবি আপলোড করে দিবেন, মনে রাখবেন ছবি যেন অন্য কোন ব্লগ থেকে কপি করা যাবে না। যদি বাধ্যতামূলক কপি করা লাগে তাহলে আপলোড করার আগে অবশ্যই ছবিটি কে নিজের মতো করে এডিট করে নিবেন ।
* ভুল তথ্য এবং অপ্রয়োজনীয় লিখা বর্জন:
পুর্বেই পয়েন্টে বলেছি যেই বিষয়ের উপরে লিখবেন তা সম্পর্কে জেনে নিবেন, তাহলে ভুল হবার সম্ভাবনা থাকে না, যদি কোনো ইনফরমেশন ভুল দিয়েও ফেলেন তাহলে কমেন্টে স্বীকার করে নিন, এতে আপনার লেখার প্রতি পাঠকের বিশ্বাস বাড়বে। আর প্রয়োজন ছাড়া কোন প্রকার তথ্য লিখবেন না যেটি আপনার ক্যাটাগরির সঙ্গে কোনো সম্পর্কই নেই।
ধন্যবাদ সবাইকে।
Comments (No)