Sohoj Affiliates এর সহজ Tutorial

Sohoj affiliates এ একাউন্ট করার পর অনেকেই বুঝতে পারেন না কিভাবে কি করবেন। এই পোস্টটিতে সেই সমস্যার সমাধান দেবো। মনোযোগ দিয়ে এই পোস্ট টি পড়লে আপনি আজ থেকেই Affiliate Marketing শুরু করে দিতে পারবেন এবং পরবর্তী ৪৮ ঘন্টার মধ্য থেকেই আপনার ইনকাম শুরু হবে। এই টিউটোরিয়ালটি মূলত তাদের জন্য যারা এফিলিয়েট মার্কেটিং জানেন না তাদের জন্য।

যদি Sohoj Affiliates কি সেটা না জানেন তাহলে নিচের লিংকে গিয়ে জেনে আসুন।

Sohoj Affiliates কি?

Sohoj Affiliates এর সহজ Tutorial

Sohoj Affiliates এ যদি আগে থেকেই একাউন্ট করা থাকে তো ভাল আর না থাকলে নিচের লিংক থেকে একাউন্ট করে নিন।

Join Sohoj Affiliates

আপনি যদি Affiliate Marketing না জানেন, আপনি যদি একেবারেই নতুন হন তাহলে একাউন্ট করা হয়ে গেলে এখন আপনার কাজ দুইটি।

১. অন্যদের রেফার করা। অর্থাত যারা এফিলিয়েট মার্কেটিং করতে পারবে এমন কাউকে রেফার করা। অন্যদের রেফার করলে দুইটা লাভ। ১. আপনার রেফার করা মেম্বার এফিলিয়েট মার্কেটিং করলে সারা জীবন আপনি তার ইনকামের ১০% পেতে থাকবেন। ২. সে নগদ ১০০ টাকা বোনাস পাবে আর আপনি নগদ ১০ টাকা বোনাস পাবেন। যতজনকে রেফার করবেন ততবার ১০ টাকা পাবেন।

২. আপনার দ্বিতীয় কাজ হচ্ছে একটা ফেসবুক পেজ খোলা। পেজ খুলতে হবে যেকোন শপের নাম দিয়ে। অন্য যেকোন শপ দেখে দেখে পেজটাকে সুন্দর করে সাজাতে হবে। Sohojbuy Online Shop কেও ফলো করতে পারেন। এরপর প্রতিদিন ৫ টা প্রডাক্ট আপলোড করা এবং ৫ টা প্রডাক্টের ফটোসহ ডিটেইলস পোস্ট করা।

আপনার প্রডাক্ট এবং পোস্ট আপলোড করার ফলে কাস্টমাররা আপনার পেজে কমেন্টে এবং ইনবক্সে প্রডাক্ট কেনার ব্যাপারে যোগাযোগ করবে। তখন তাদেরকে প্রডাক্টের এফিলিয়েট লিংক দিয়ে অর্ডার করতে বলতে হবে অথবা আপনি নিজের সেই কাস্টমারের জন্য প্রডাক্ট অর্ডার করে দিবেন। বাকি কাজ অর্থাত সেই প্রডাক্টটি ডেলিভারির কাজ করবে Sohojbuy.com এর অফিস থেকে। প্রডাক্ট কাস্টমারের কাঝে পৌছে গেলে আপনার কমিশন আপনার সহজ এফিলিয়েটস একাউন্টে যোগ হয়ে যাবে। ৫০০ টাকা হলেই টাকা উইথড্র করতে পারবেন।

আরেকটা আশার কথা হচ্ছে, আপনি যখনই একটু কাজ শুরু করবেন, আপনার একটিভিটিজ পরলক্ষিত হলই Sohoj Affiliates অফিস থেকে আপনাকে ফোন করা হবে। আপনাকে সহজভাবে গাইডলাইন করা দেওয়া হবে। প্রয়োজনে ফ্রী ট্রেইনিং এর ব্যবস্থা করা হবে।

সহজ এফিলিয়েটস অফিস থেকে গাইডলাইন এবং সার্বিক সহজযোগীতার জন্য অবশ্যই My Marketing Materials পেজ টা পুরণ করুন।

Comment (1)

  1. rakibislam11 Jan 22, 2021

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ