Geo ফোনে গেম ডাউনলোড: ভারতে অনেকের কাছেই জিও ফোন আছে।আর মোবাইল গেম খেলতে কেনা পছন্দ করে,তাই অনেকেই জানতে চাই জিও ফোনে কিভাবে গেম ডাউনলোড করবো ?
চিন্তা নেই আপনি কি জিও ফোনে গেম ডাউনলোড করতে চান ? বা কিভাবে জিও ফোন গেম খেলবেন সেই বিষয় টি নিয়ে নিচে আলোচনা করেছি।
জিও ফোনে গেম ডাউনলোড
Realence কোম্পানির জিও ফোনে যে অ্যাপস গুলো দেখতে পান সেগুলো এন্ড্রোয়েড অ্যাপস থেকে আলাদা।জিও ফোন যে সফটওয়্যার দ্বার run করে সেটি হচ্ছে KaiOS. তাই এখানে KaiOS Apps সাপোর্ট করে।
KaiOS সফটওয়্যার সাধারণত ফীচার ফোন যেমন জিও ,নোকিয়ার কীপ্যাড ফোন গুলিতে ব্যবহার হয়।
কোন টাচস্ক্রিন ফোন এখন পর্যন্ত এই সফটওয়্যার নেই। KaiOS এর নিজস্ব এপপ্স স্টোর আছে সেখানে অসংখ্য অ্যাপ ও গেম মজুদ আছে তবে সেগুলো জিও ফোনে আপনি পাবেন না।সেগুলি আমি পরবর্তী ক্ষেত্রে বিস্তারিত আর্টিকেল লিখে বুঝাবো।
তবে জিও ফোনের মধ্যে যে গেম গুলো আছে সেগুলো আপনি মোবাইলে কিভাবে প্লে করবেন সেটা অবশ্যই আজকে দেখাবো তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক।
জানুন – গান ডাউনলোড করার সেরা ওয়েবসাইট?
Geo ফোনে গেম ডাউনলোড করার সত্যতা ?
জিও ফোন সেরকম ভালো কোনো গেম নেই ।মানে ,অফলাইন এ কোনো গেম ডাউনলোড করে খেলতে পারবেন না।
তবে,মোবাইল ইন্টারনেট চালু থাকলে অনলাইনে বেশ কিছু গেম খেলতে পারবেন।তাই ,আমি অনলাইনে সেই গেম গুলি কিভাবে খেলবেন সেটা বলেদিচ্ছি –
প্রথমত Geo ফোনে লেটেস্ট বা নতুন নতুন গেম পেতে হলে নিজের মোবাইল কে আপডেট করতে হবে।প্রথমে আমি সেটাই দেখাবো।
নিচের প্রসেস ফলো করে নিজের মোবাইল আপডেট করেনিন।
১) নিজের জিও ফোনে সেটিং ওপেন করুন।
জিও ফোনে গেম ডাউনলোড
২) এবার ৫ বার ডান দিকের ন্যাভিগেশন কী তে প্রেস করুন। এবার ডিভাইস সেকশন এ চলে যান। সেখানে প্রথম software update অপসন দেখতে পাবেন,সেটি select করে software update করে নিন।
জিও ফোনে গেম
আপনার ফোনে নুতুন সফটওয়্যার আপডেট থাকলে সেটা হয়েযাবে।আর যদি system অলরেডি আপডেট থাকে তাহলে সেটা বলে দিবে।
যাই হোক, আপডেট হলে back করে হোমপেজে ফিরে আসুন।
যেভাবে জিও ফোনে যেভাবে গেম প্লে করবেন।
জিও ফোন গেম ইনস্টল করা খুব সহজ। এখন জিও গেমস app থেকে অংকে গুলি গেম ডাউনলোড করতে পারবেন। নিচে আমি সেই মধ্যম টি দেখিয়ে দেব –
স্টেপ ১- আপনার জিও ফোন থেকে jioGames অ্যাপ্লিকেশন টি ওপেন করুন।
ডাউনলোড জিও ফোন গেম
স্টেপ ২ -এবার এখানে আপনি অনেক গুলি গেমস দেখতে পাবেন।এই গেম গুলি mobile ইন্টারনেটের সাহায্যে অনলাইনে প্লে করতে পারবেন।
উদাহরণসরূপ আপনার যদি লুডু গেম খেলতে ইচ্ছে করে তাহলে নিচে স্ক্রল করে লুডু গেম খুজে নিন এবং সেটি প্লে করুন।অথবা কোনো গেম খুঁজতে চাইলে উপরে সার্চবাড়ে সার্চ করে বেরকরতে পারেন। Online Income Site
KaiOS গেম
jioGames এর মধ্যে অনেক ভালো ভালো গেম অনলাইনে খেলতে পারবেন। এখানে গেম ইনস্টল করার দরকার নেই, আপনি অনলাইনে car রেসিং,snakes,subway racer,rampage road,shadow ninja. এই ধরণের প্রভিতি গেম খুব সহজে খেলতে পারবেন।
শেষ কথা,
শেষে আপনাদের এটাই বলবো , youtube প্রচুর ভিডিও আছে তারা ফলস ভিডিও আপলোড করছে কিভাবে এন্ড্রয়েড গেম ডাউনলোড করবেন তার ভিউ পবার জন্য।
আপনাকে সত্যি কথা বলি এন্ড্রয়েড গেম জিও ফোন চলবে না দুটি আলাদা সফটওয়্যার।প্লে স্টোর এর গেম জিও ফোনে ডাউনলোড হবে তবে সেটা সেখানে চলবে না। সেগুলি শুধু এন্ড্রয়েড এ run করবে।
এআপনি যদি জিও ফোনে গেম ডাউনলোড করতে চান তাহলে আপনাকে KaiOS এর তৈরী apps বা গেম যা জিও ফোন সাপোর্ট করে সেই গেম ডাউনলোড করতে হবে।
তাই,নিচে একটি ভিডিও দিচ্ছি সেটি দেখে নিন নিজের মোবাইলে KaiOS এর apps কিভাবে চালাবেন।
Comments (No)