Genesis Framework Theme বিস্তারিত ধারণা ও Reviews

Genesis Framework Theme বিস্তারিত ধারণা ও Reviews আজকের পোস্টে আমরা জনপ্রিয় থিম Genesis Framework এর রিভিউ ও বিস্তারিত ধারণা অন্তর্ভুক্ত করেছি। আশা করি আপনাদের আজকের পোস্ট ভালো লাগবে।আমি যখন প্রথম ব্লগ চালু করি তখন অনেক ধরনের থিম ব্যবহার করেছি। কোনটা আমার কাঙ্ক্ষিত সুবিধার আংশিক দিয়েছে, কোনটা কিছুই দিতে পারেনি। এরপর আমি জেনেসিস ফ্রেমওয়ার্ক ব্যবহার করলাম। আর জেনেসিস ব্যবহার করে আমি আমার আশানুরূপ সুবিধা ও বিশেষত্ব এখান থেকে পেয়েছি 
Genesis Framework Theme বিস্তারিত ধারণা ও Reviews
Genesis Framework Theme বিস্তারিত ধারণা ও Reviews


জেনেসিস আসলে সকল প্রয়োজনীয় উপাদানের একটি নিখুত সংমিশ্রণ, যেগুলো আপনার ব্লগকে খুব সহজেই সাফল্যের পথে ধাবিত করতে পারে। 


তবে জেনে রাখুন, থ্রাইভ থিম এখন বাজারে জেনেসিস এর চেয়ে বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। আপনি এই দুই থিম এর পার্থক্য দেখতে চাইলে, থ্রাইভ বনাম জেনেসিস থিম আর্টিকেল গুগলে অনুসন্ধান করে দেখতে পারেন। 


এখন চলুন আমরা Genesis Frameworkএর সম্বন্ধে বিস্তারিত জানি এবং দেখা যাক যে কিভাবে এটি আপনার ব্লগের পারফরম্যান্স বাড়িয়ে তোলে।


Genesis Framework আসলে কি?

Genesis Framework অথবা থিমস অফ স্টুডিওপ্রেস (কপিব্লগার মিডিয়ার একটি পণ্য) হচ্ছে প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস থিম এর একছত্র রাজত্বকারী মিডিয়া। 

এখানে প্রচুর পরিমাণ প্রিমিয়াম থিম রয়েছে যেগুলো খুব সুন্দর দেখতে, পরিষ্কারভাবে কোডিং করা এবং এসইও অপ্টিমাইজেশন এর দিক থেকেও সেরা। 

তাদের জনপ্রিয়তার কারণ হচ্ছে প্রচুর পরিমাণ ব্লগার যারা তাদের মানসম্মত সেবার কারণে জেনেসিস কে বিশ্বাস করে।

QuickSprout, ProBlogger.net এর মতো সাইটগুলো জেনেসিস এর অধীনে কাজ করে। 


Genesis Framework এর রিভিউ আসলে কাদের জন্য উপযোগী?

Genesis Framework শুধুমাত্র সেসব মানুষেএ জন্য উপযোগী যারা তাদের ব্লগকে সামনের স্তরে নিয়ে যেতে চান অর্থাৎ উন্নয়ন করতে চান। 

যদি আপনি শখের বসে ব্লগিং করেন এবং আপনার জনপ্রিয়তা বাড়ল কি না বাড়ল তাতে কিছু না যায় আসে, তাহলে জেনেসিস আপনার জন্য নয়।


Genesis Framework কিভাবে আপনাকে সাহায্য করতে পারে?

Genesis Framework এবং এর তৈরিকৃত সুন্দর থিমগুলো ব্যবহার করার জন্য আগে থেকেই উপযোগী এবং আপনাকে শুধু এগুলো আনবক্স করতে হবে। 

Genesis Framework এ আপনাকে নিজের মাথা খাটাতে হবেনা কারণ এখানে সবকিছু রেডিই পাওয়া যায়। Online Income Tunes

এখন আপনাদের জানাই, কেন আপনারাGenesis Framework বাছাই করবেন অর্থাৎ এর সুবিধা কি কি?


#১ পূর্বপ্রস্তুতকৃত এসইও সামঞ্জস্যতা

সারচ ইঞ্জিনের সাথে যথোপযোগী থিম ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর জেনেসিস এই বিষয়টির পুরো নজর রাখবে খেয়াল করবেন।

আপনি সবসময়ই ইস্ট অথবা অল ইন ওয়ান এসইও এর মতো প্লাগইন এর সহায়তা নিতে পারেন যেগুলো আপনাকে সহায়তা করতে পারে। তবে বিভিন্ন ক্ষেত্রে এগুলো কোন কাজের না।

  • স্কিমা মার্ক আপ

এখানে আপনার অবশ্যই একটি যথোপযোগী থিম এবং Genesis Framework এর প্রয়োজন হবে। এবং মজার ব্যাপার হলো জেনেসিস এর সকল থিমগুলো স্কিমা মার্ক আপ সাপোর্টেড।


আপনি যদি না জানেন যে স্কিমা মার্ক আপ আসলে কি, তাহলে উপরের লিংক থেকে পড়ে নিতে পারেন।


এটা পাঠকদের আকর্ষণ করে এবং সিটি আর বৃদ্ধি করে কারণ এখানে প্রয়োজনীয় সকল তথ্য আগে থেকেই বিদ্যমান। 


এই স্কিমা মার্ক আপ সাপোর্ট করা থিম ব্যবহার করলে আপনার ফলাফল অবশ্যই এসই আরপি এর তালিকায় ভালো অবস্থানে যাবে। 


এটা সিটিআর বাড়িয়ে তুলবে এবং ভিজিট বাড়াবে। 


স্কিমা মার্ক আপ আপনার ভিজিটরকে লিংকে ক্লিক করার আগেই তথ্য দিয়ে দেয় যে আসলে কন্টেন্ট কোন বিষয়ের উপর লিখিত।


এতে আপনার ট্র‍্যাফিক এর বাউন্স অফও কমে যায়।

অন্যান্য সুবিধাগুলো হলো:

  • ডকুমেন্ট টাইটেল সেটিংস

জেনেসিস আপনার ডকুমেন্ট এর টাইটেল এবং বিবরণ পেশ করতে সহায়তা করে।

আপনি এটাও নির্ধারণ করতে পারবেন যে আপনি বিবরণ ডান পাশে দেবেন নাকি বামপাশে। এটা বেশ মজাদার তাইনা?

  • রোবটস মেটা ট্যাগ

আপনি যদি চান আপনার সাইট নো ফলো, নো ইনডেক্স অথবা নো আরচিভ করবেন, তাহলে এসইও সেটিংস থেকে সাধারণভাবেই তা করতে পারবেন। এটাও আপনাকে অবাক করে দিলো।তাইনা?

  • ক্যানোনিকাল ইউ আর এল

এটা ব্যবহার করা আপনার ব্লগের অন্যতম জরুরী একটি বিষয়।

যদি আপনি কখনও ব্লগের ইউ আর এল বদল করেন, তাহলে আপনার পুরনো লিংক থেকেই নতুন লিংকে রিডিরেক্ট করা হবে।

এটা ক্যানোনিকাল এর সুবিধা।

এটা আপনাকে কিভাবে সাহায্য করবে তা জানতে চান?

যখন আপনার থিম এসইও সেটিংস গুলো অবাধে সাপোর্ট করে, তখন আপনি স্বাধীনভাবে যেকোনো প্লাগইন ব্যবহার করতে পারবেন। 


#২ দ্রুত লোডিং সময়

জেনেসিস ফ্রেমওয়ার্ক সম্পূর্ণ পরিষ্কারভাবে কোডিং করা। এখানে সবকিছু সুন্দরভাবে সাজানো যাতে পেজ খুব দ্রুত লোড হবে এবং অপ্রয়োজনীয় কিছু থাকবে না যাতে গ্রাহকরা দ্বিধায় পড়ে।

এটা আপনাকে কিভাবে সাহায্য করবে?

একটি গবেষনায় জানা গেছে যে, ৪৭% পাঠক ২ সেকেন্ডের ভিতর সাইট লোড হওয়া অবস্থায় দেখতে চায় এবং ৩ সেকেন্ডের উপরে গেলে ৪০% পাঠক সাইট ত্যাগ করে। 

তাই বলাই বাহুল্য যে ট্র‍্যাফিক মিস হওয়া মানে টাকাও লস হওয়া।

তাই জেনেসিস এর মতো থিম আপনাকে এইদিক থেকে ভালো সুবিধা দিতে পারে।


#৩ নূন্যতম কোডিং এর প্রয়োজনীয়তা

আগেই আপনাদের বলেছি, সবাই কোডিং সম্বন্ধে জানেনা বা বোঝেনা, সেজন্য জেনেসিস এ রয়েছে সকল ধরনের পূর্বপ্রস্তুতকৃত সেটিংস, যাতে আপনার কোডিং সেকশনে হাতও না দিতে হয়। এটা মজাদার, তাইনা বলুন?

জেনেসিস এর থিমগুলো সবদিক থেকে নিখুত এবং সকল ধরনের ওয়েবসাইট এর জন্য এখানে অনেক ধরনের থিম রয়েছে। তাই আপনার চিন্তার কোন কারণ নেই।

যেই থিমগুলোতে এমন লিংক কালার বদল, অন্য পেজের জন্য আলাদা সাইডবার, সকল সেটিংস কাস্টমাইজেশন এর সুবিধা রয়েছে, সেখানে আপনার কোডিংয়ে হাত দেয়ার কোন দরকারই নেই।

জেনেসিস এ, অনেক ধরনের চাইল্ড থিম রয়েছে, যেগুলো থেকে আপনি আপনার প্রয়োজনমত থিম বেছে নিতে পারেন।


#৪ জেনেসিস কেনার পরও নিয়মিত আপডেট সুবিধা পান

জেনেসিস উন্নয়নকারীরা স্টুডিওপ্রেস এ তাদের গবেষনার কাজ চালান এবং কেউ জেনেসিস প্যাকেজ কেনার পরও তার সাইটের উন্নয়ন চলতে থাকে কোন প্রকার আপডেট দেয়া ছাড়াই।

তাই সামঞ্জস্যতা নিয়ে আপনার ভাবার প্রয়োজন নেই কেননা জেনেসিস স্বয়ংক্রিয়ভাবেই আপডেট হয় এবং নতুন ভার্সন বেছে নেয়।

জেনেসিস এর সাপোর্ট পাওয়া খুব সহজ এবং অনেক ধরনের বিকল্পের মাধ্যমে সহায়তা পাওয়া যায়। 

আপনি স্টুডিওপ্রেস থেকে ফ্রি সাপোর্ট টিকেট পেতে পারেন, এরপর আপনি থ্রেড ওপেন করলেই সেখানে অনেক ওয়েব ডিজাইনাররা থাকেন যেখানে আপনি যেকোনো সমস্যার সমাধান পেতে পারেন।

এখানে কিছু জেনেসিস গাইড রয়েছে যেগুলো জেনেসিস উন্নয়নকারীরা বানিয়েছেন জেনেসিস ফ্রেমওয়ার্ক এর ব্যবহারের জন্য।

এছাড়াও গুগল অনুসন্ধান করেও আপনি অনেক ব্যবহারিক প্রোগ্রাম ফ্রিতেই পেতে পারেন।

আমাদের জেনেসিস ব্যবহারকারীদের বিশাল কমিউনিটি রয়েছে যেটা সবচেয়ে বড় কমিউনিটি।

এর মানে হলো, আপনি যদি জেনেসিস ব্যবহার করেন তার মানে হলো আপনি সবেচেয়ে সেরা থিম ও ফ্রেমওয়ার্ক ব্যবহার করছেন।


#৫ আপডেট এর পর আপনার কোন কাস্টমাইজড সেটিংস হারাবে না

Genesis Framework নিয়মিত বাজারে তাদের আপডেট নিয়ে আসতে থাকে।

এটা আসলে কোন সমস্যা বা জটিলতা নয় কারণ আপডেটের মাধ্যমে জেনেসিস তাদের নতুন নিরাপত্তা, এসইও ট্রেন্ড এবং উপকরণসমূহ উন্নয়ন করতে পারে। 

এই আপডেটগুলো আপনার আগের কাস্টমাইজকৃত সেটিংস এর কোন ক্ষতি করবে না বরং আগের মতই থাকবে। 

ধরুন আপনার খুব পছন্দের একটি থিম আপনি সাইটে প্রমোট করলেন এবং এর একদিন পর জেনেসিস এর আপডেট আসলো। এখন আপনি কোন সমস্যা ছাড়াই ওই একই থিম বজায় রেখে আপডেট দিতে পারবেন যা জেনেসিস এর বিশেষত্ব।


#৬ উইডগেট প্রস্তুতকৃত থিম

জেনেসিস এ পূর্বপ্রস্তুতকৃত উইডগেট যুক্ত থিম রয়েছে। ফলে আপনাকে জেনেসিস প্যাকেজ কেনার পর কোন ডিজাইনারকে নিযুক্ত করতে হয়না আপনার সাইটে থিম যুক্ত করার জন্য।

এখানে আপনার দরকারমতো ইমেইল- উইডগেট, জনপ্রিয় পোস্ট উইডগেট এবং বিজ্ঞতি দেয়ার জন্য সুন্দর জায়গাসম্পন্ন উইডগেট রয়েছে। 

আরও কোন কোন উপায়ে আপনি জেনেসিস থেকে সুবিধা পেতে পারেন?

জেনেসিস এ উপরিউক্ত সুবিধা ছাড়াও আপনি আরও অনেক অজানা সুবিধা পাবেন যার কয়েকটি আমরা আপনার জন্য উল্লেখ করছি:


i) ট্র‍্যাফিক বাড়ানোর সুবিধা

যখনি গ্রাহকরা জেনেসিস থিম ব্যবহার করে, তারপরই বেশিরভাগ গ্রাহক রিপোর্ট করে যে তাদের সাইটে ট্র‍্যাফিক বেড়েছে এবং জনপ্রিয়তা লাভ করেছে। 

আমি আমার সাইটের জনপ্রিয়তা বাড়ানো এবং সেল বুস্ট করার জন্য জেনেসিস ব্যবহার করি।

গ্রাহকরা তাদের অবশ্যই বিশ্বাস করবে যারা তাদের ডিজাইন এবং থিম লুক প্রফেসনাল করার জন্য বিনিয়োগ করবে এবং অন্যদের থেকে নিজেদেরকে আলাদা ও আকর্ষণীয় করে তুলবে।

শুধু আমার কথায় বিশ্বাস করবেন না, চাইলে বড় বড় ব্লগ এর মালিকদের থেকেই শুনুন বা তাদের রিভিউ দেখুন যারা জেনেসিস ব্যবহার করেছেন।


ii) নিরাপদ থিম ব্যবহার করুন এবং সাইট এর গতি বাড়ান

জেনেসিস এর থিমগুলো প্রত্যেকটিই পেশাদার ডিজাইনারদের বানানো। সুতরাং এগুলো যে সেরা নিরাপদ থিম হবে তাতে কোন সন্দেহ নেই। 

আপনি হয়তো জানেন না যে, পুরনো এবং ফ্রি থিম ব্যবহারের কারণে ২৯% ওয়েবসাইট হ্যাকিং এর স্বীকার হয়। তাই নিরাপদ থিম ব্যবহার করে নিজের সাইট সুরক্ষিত রাখার জন্য অবশ্যই জেনেসিস ব্যবহার করুন।

ড্যারেন রোজ, ProBlogger.net এর মালিক, নিরাপত্তার জন্য Genesis Framework কে বিশ্বাস করেন।

জনপ্রিয়তা এবং বিক্রয় আয় বৃদ্ধি করে

যখন আপনার একটি পরিচ্ছন্ন থিম থাকবে তখন আপনি সেখানে ইচ্ছামতো কাস্টমাইজড উইডগেট ব্যবহার করতে পারবেন। আর এতে নিশ্চিতভাবেই আপনার সাইট শীর্ষস্থানে পৌছাবে এবং বিক্রয় আয় বৃদ্ধি পাবে।  


জেনেসিস ফ্রেমওয়ার্ক এর বিকল্প থিম :

১. থ্রাইভ থিমস : খুব সুন্দর লাভজনক থিম, তবে ডিজাইন এর দিক থেকে একটু অনুন্নত। তাদের বেশির ভাগ থিম দেখতে সাধারণ লাগে।

২. মাই থিম শপ : এগুলো বেশ সুন্দর থিম এবং ভালো ফিচার সম্পন্ন।


উপসংহার

আমি মনে করি আপনারা হয়তো বুঝতে পেরেছেন কেন জেনেসিস ফ্রেমওয়ার্ক বাজার এর অন্য সকল থিম থেকে জনপ্রিয়।

আমি নিজে এর কোড এর মান এবং নমনীয়তাকে পছন্দ করি।

ওয়ার্ডপ্রেস এর জেনেসিস ডিজাইন ফ্রেমওয়ার্ক প্রমাণ করে দিয়েছে যে, ব্লগ চালানো কতটা সহজ হতে পারে এবং এটি কি কি করতে পারে বা করানো যায়।

সবদিক থেকেই, জেনেসিস ফ্রেমওয়ার্ক আপনার ওয়ার্ডপ্রেস সাইটকে অনেক ভালো অবস্থানে নিয়ে যেতে সক্ষম।

চলুন জেনেসিস ফ্রেমওয়ার্ক পরীক্ষা করে দেখা যাক এবং নিজের ব্লগ বুস্ট করা যাক। আপনারা ব্যবহার করবেন এবং আপনাদের অভিজ্ঞতা সম্বন্ধে আমাদের জানাতে পারেন কমেন্ট বক্সে।

সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ