Paypal Account লাভ কি? কিভাবে Account তৈরি করবেন? ফ্রিল্যান্সিং বা অনলাইন কাজ থেকে প্রাপ্ত অর্থ উঠানোর সময় অনেকেই চিন্তিত হয়ে পড়েন যে কিভাবে সেই অর্থ পাওয়া যায়। আপনার এই সমস্যাকে সহজ করতে রয়েছে পেপাল । আজকে আমরা জানবো Paypal ব্যবহারের লাভ গুলো কি এবং কিভাবে খুব সহজে পেপাল অ্যাকাউন্ট তৈরি করা যায়। আজকের আয়োজনে আমরা জানবো পেপাল ব্যবহারের সুবিধাগুলো কি। এবং কিভাবে খুব সহজে তৈরি করে নিতে পারেন আপনার নিজস্ব পেপাল একাউন্ট। তাহলে চলুন দেরী না করে জেনে আসি পেপাল সম্পর্কে। কিভাবে Paypal অ্যাকাউন্ট তৈরি করবেন?
তথ্যপ্রযুক্তির এই সময়ে যেমন আমাদের যোগাযোগ ব্যবস্থা সহজ হয়ে গিয়েছে একইভাবে সহজ হয়ে গেছে আর্থিক লেনদেনও। পুরনো দিনের মতো এখন আর এক দেশ থেকে অন্য দেশে অর্থ লেনদেনে দীর্ঘ সময়ের প্রয়োজন হয় না। ঘরে বসে সামান্য কিছু সময়ের মধ্যেই এই কাজটি অনায়াসে করা যায়। আর এই কাজটির জন্য বর্তমান সময়ে সবথেকে জনপ্রিয় ব্যবস্থাটি রয়েছে তা হচ্ছে PayPal। আজকের আয়োজনে আমরা জানবো Paypal ব্যবহারের সুবিধাগুলো কি। এবং কিভাবে খুব সহজে তৈরি করে নিতে পারেন আপনার নিজস্ব পেপাল একাউন্ট। তাহলে চলুন দেরী না করে জেনে আসি পেপাল সম্পর্কে।
Paypal কি?
যারা বিভিন্ন অনলাইন কাজের সাথে যুক্ত তারা নিশ্চয়ই Paypal কথাটি শুনে থাকবেন। পেপাল মূলত একটি অনলাইন ব্যাংকিং ব্যবস্থা। যার সাহায্যে আপনি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশ থেকে আপনার একাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন। বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং কাজ গুলো বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ফ্রিল্যান্সিং এর জনপ্রিয়তার সাথে জনপ্রিয়তা বেড়েছে পেপালের। কারণ সাধারণত আপনি ফ্রিল্যান্সিং করে যে অর্থ আয় করেন তা পেপালের মাধ্যমে সংগ্রহ করে থাকেন। এছাড়াও অনলাইনের বিভিন্ন বিজনেস সহ অন্যান্য যেকোন চাকরির জন্য পেপাল থেকে টাকা ট্রান্সফার করতে পারবেন সহজেই।
Paypal ব্যবহারের লাভ কি?
Paypal একধরনের অনলাইন ব্যাংকিং ব্যবস্থা যেখান থেকে আপনি ঘরে বসেই টাকা-পয়সার লেনদেন করতে পারবেন। অর্থাৎ একদিকে আপনি যেমন এই অ্যাকাউন্টটি ব্যবহার করে আপনার উপার্জিত টাকা সংরক্ষণ করতে পারবেন অন্যদিকে আপনার অর্থ আপনি ট্রানস্ফার করতে পারবেন। ফ্রিল্যান্সিংয়ের এই সময়ে আমরা বিভিন্ন বৈদেশিক প্রতিষ্ঠানগুলোর সাথে কাজ করে থাকি। এ সকল প্রতিষ্ঠান থেকে অর্জিত অর্থ যখন ট্রান্সফারের কথা আসে তখনই প্রয়োজন হয়ে পড়ে পেপালের।
আপনি আপনার ইমেইল আইডি থেকে পেপাল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন বলে এর অ্যাকাউন্ট তৈরি করা অত্যন্ত সহজ। যদিও Paypal একাউন্ট তৈরি করার জন্য আপনার একটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হয় তবে এক্ষেত্রে লাভ হচ্ছে আপনার যদি নিজস্ব কোন ব্যাংক একাউন্ট না থাকে তবে আপনি আপনার পিতা-মাতা বা প্রিয়জনের ব্যাংক একাউন্ট ব্যবহার করেও পেপাল একাউন্ট তৈরী করে নিতে পারেন। এতে টাকা ট্রান্সফারের বিষয়টি থাকে শতভাগ নিশ্চিত। যেহেতু আপনার ইমেইল এড্রেস থেকে পেপাল একাউন্ট খোলা হয় তাই এতে হ্যাকিংয়ের সম্ভাবনা একদমই থাকেনা। আপনি একদম বিনামূল্যে একটি পেপাল একাউন্ট তৈরি করতে পারবেন।
এছাড়া বিদেশি বিভিন্ন জায়গা থেকে টাকা ট্রান্সফারের যে কষ্ট Paypal ক্ষেত্রে সেটা হয়না। এছাড়া পেপালের অন্যান্য যেসব সুবিধা রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে পেপাল থেকে আপনি সহজেই বিদেশের বিভিন্ন ই কমার্স প্রতিষ্ঠানগুলো থেকে পণ্য ক্রয় করতে পারবেন। এর জন্য আপনি পেপাল একাউন্টে জমাকৃত আপনার অর্থ অথবা পেপাল এর সাথে সংযুক্ত আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ ব্যয় করতে পারবেন।
কোন ধরনের মানিঅর্ডার ব্যতীত আপনি খুব অল্প সময়ে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ ট্রান্সফার করতে পারবেন বিদেশে। তবে এক্ষেত্রে Paypal কিছু নিজস্ব চার্জ থাকে। এই চার্জ নির্ভর করবে ব্যক্তির পেপাল একাউন্ট এর ধরনের ওপর। এছাড়া যদি দুটি পক্ষ দুটি ভিন্ন মুদ্রা ব্যবহার করে থাকেন তবে তার জন্য মুদ্রার মান এর উপর ভিত্তি করে চার্জ কম বা বেশি হতে পারে।
Paypal একাউন্ট তৈরীর জন্য কি কি প্রয়োজন?
একটি পেপাল একাউন্ট তৈরীর জন্য আপনার তেমন কিছু প্রয়োজন নেই। আপনার যদি একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকে এবং একটি ইমেইল এড্রেস থাকে তবে আপনি পেপাল একাউন্ট তৈরী করে নিতে পারেন। আর যদি আপনার ইতিমধ্যে কোন ইমেইল এড্রেস না থাকে তবে গুগল থেকে সেটি তৈরি করে নিন। আর যদি কোন ব্যাংক একাউন্ট না থাকে তবে আপনি নিজস্ব ব্যাংক একাউন্ট খুলতে পারেন অথবা আপনার পিতা-মাতা বা প্রিয়জনের ব্যাংক একাউন্টে Paypal জন্য ব্যবহার করতে পারেন।
কিভাবে তৈরি করবেন Paypal একাউন্ট?
এ পর্যায়ে চলুন তাহলে Paypal একাউন্ট তৈরি করার প্রক্রিয়াটি কতগুলো ধাপ এর মাধ্যমে জেনে নেই।
প্রথম ধাপঃ
পেপাল একাউন্ট তৈরি করার জন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে তা হচ্ছে paypal.com এ গিয়ে সাইন আপ করতে হবে। সাইন আপ করার পরে আপনাকে debit card or credit card লিঙ্ক করতে বলবে। এক্ষেত্রে আপনি যদি debit card or credit card লিঙ্ক করতে না চান সেক্ষেত্রে এই ধাপটি স্কিপ করতে পারেন।
দ্বিতীয় ধাপঃ
এই পর্যায়ে আপনি প্রোফাইলে গিয়ে আপনার ইমেইল আইডি এবং ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নিন।
তৃতীয় ধাপঃ
পেপাল একাউন্ট তৈরি করার এ পর্যায়ে নোটিফিকেশন এ ক্লিক করে KYC করে নিন।
চতুর্থ ধাপঃ
এই পর্যায়ে আপনাকে ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে। ব্যাঙ্ক ডিটেলস দেওয়ার জন্য ADD BANK এ ক্লিক করুন। এবং আপনার ব্যাংক ডিটেলস দিন। তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের দুটি ডিপোজিট হবে।
পঞ্চম ধাপঃ
পেপাল অ্যাকাউন্ট থেকে যখন আপনার ব্যাংক একাউন্টে দুটি ডিপোজিট আসবে তখন সেটি ভেরিফাই করে নিতে হবে। কনফার্ম হয়ে গেলে আপনার পেপাল একাউন্ট তৈরি হয়ে যাবে লেনদেন করার জন্য।
আপনি যদি ফ্রিল্যান্সিং বা অনলাইন মাধ্যমে আয় করার কথা ভাবছেন তবে প্রথমেই আপনার যে জিনিসটি থাকতে হবে তা হচ্ছে পেপাল একাউন্ট। ইতিমধ্যেই আমরা জেনেছি পেপাল একাউন্ট কি এবং এটি ব্যবহারের কি কি সুবিধা রয়েছে। এছাড়া জেনেছি কিভাবে খুব সহজে এবং বিনামূল্যে একটি পেপাল একাউন্ট তৈরী করে নেওয়া যায়। কাজেই উপরের ধাপগুলো অনুসরণ করে আপনি সহজেই আপনার জন্য একটি পেপাল একাউন্ট তৈরী করে নিতে পারেন।
Comments (No)