1)– How To Increase Website Traffic
অনলাইনে আয়ের রয়েছে হাজার উপায়। কিন্তু তার মধ্যে একটি হল ব্লগিং করে আয়। ব্লগিং বলতে আমরা বুঝি কোন ওয়েবসাইট বা ব্লগ তৈরি যা থেকে আয় করা যায়। আসলে ব্লগ বা ওয়েবসাইট থেকে বিভিন্ন পদ্ধতিতে আয় করা সম্ভব। কিন্তু Visitor না থাকলে কি আয় হবে ? হবে না। জন্য ব্লগ তৈরি করার পর SEO করতে হয় । অনেক দিন SEO করার পর হয়তো কিছু Visitor মেলে । অনেক কষ্ট তাই না ? আমি আজ আপনাদের দেখাব কিভাবে কনো কষ্টও না করে বেশি Visitor পাওয়া যায় ।
সাইটে Visitor নেওয়ার একটি পধতি হচ্ছে Traffic Exchange. আপনি একজনের সাইট ভিসিট করলে অন্য একজন আপনার সাইট ভিসিট করবে । এইরকম অনেক সাইট রয়েছে । কিন্তু এই পধতিওতো কষ্টের , তাই না? ..আরে কষ্ট লাঘব করার জন্য আমি আছি তো । কোন কষ্ট হবে না এই রকম পদ্ধতি গুলই আমি আপনাদের জানাব ।
HitLeap–
HitLeap এই রকম একটি সাইট যেখানে আপনি রেজিস্ট্রেশান করার পর একটি ফ্রি সার্ফ করার সফটওয়্যার পাবেন এবং ঐ সফটওয়্যার ইচ্ছা মত চালু রেখে আপনি মিনিট আয় করতে পারবেন এবং ওই মিনিট অনুসারে ভিসিটির আপনার সাইটে নিতে পারবেন ।
কি ভাবে কি করবেন-
প্রথমে এই লিঙ্ক এ যান এবং রেজিস্ট্রেশান করুন।
Sign UP করার পর লগিন করুন। লগিন করে নিচের ছবির মত Traffic Exchange এ ক্লিক করুন এবং ” Download HitLeap Viewer” এ ক্লিক করে ডাউনলোড করুন।
সফটওয়্যারটি ডাউনলোড করার পর ইন্সটল করুন এবং রান করান ও আপনার ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে লগিন করুন। “My website” এ ক্লিক করুন।
তারপর ” Submit website ” এ ক্লিক করুন এবং ওয়েবসাইট এর ঘরে আপনার ব্লগের লিঙ্ক টি পেস্ট করে “Submit” করুন।
আপনার সাইটের লোডিং টাইম অনুসারে সময় বারাতে অথবা কমাতে পারেন । তারপর Traffic Exchange এ ক্লিক করে নিচের ছবির মত ” Start” এ ক্লিক করুন।
কাজ শেষ। এখন সফটওয়্যারটিকে মিনিমাইজ করে রাখুন। আপনার মিনিট আয় শুরু হয়ে যাবে এবং চলতে থাকবে। আপনি যত বেশি মিনিট আয় করতে পারবেন আপনি তত বেশি আপনার সাইটে নিতে পারবেন। আপনি চাইলে আপনার সাইটে CPM অ্যাড লাগিয়ে এই পদ্ধতিতে আয় করতে পারেন ।
কোন সমস্যা হলে কমেন্ট করুন ।
fack traffic not work