বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমরা জানবো Blog জন্য Privacy Policy কিভাবে তৈরি করে। এবং Privacy Policy আমাদের ব্লগের জন্য কেন প্রয়োজন। আপনি যদি গুগল এডসেন্স ব্যবহার করে থাকেন বা এডসেন্স এপ্রভেল নিতে চান তবে অবশ্যই আপনার ওয়েবাসাইটে প্রাইভেসি পলিসি থাকতে হবে প্রাভেসি পলিসি ছাড়া গুগল এডসেন্স এপ্রভেল পাওয়া সম্ভব না।
এছাড়া আমরা আমাদের ভিজিটরের থেকে যেসকল তথ্য সংগ্রহ করে থাকি সেগুলো কিভাবে ব্যবহার করি আমাদের ভিজিটর আমাদের প্রাইভেসি পলিসি দেখে বুঝতে পারে আসুন জেনে নিই ব্লগের জন্য বাংলায় প্রাইভেসি পলিসি কিভাবে তৈরি করে।
আপনার Blog জন্য বাংলায় প্রাইভেসি পলিসি | Privacy Policy পেজ কিভাবে তৈরি করবেন Online Income Site List
Blog জন্য Privacy Policy কেন প্রয়োজন
সমস্ত ব্লগেই প্রাইভেসি পলিসি থাকা দরকার। প্রাইভেসি পলিসি গুগল, গুগল এডসেন্স এবং ভিজিটররাও পছন্দ করে। প্রাইভেসি পলিসির সাহায্যে গুগল আমাদের ওয়েবসাইটের বিষয়ে জানতে পারে। যদি আমাদের ওয়েবসাইটে কোন খারাপ কমেন্ট আসে গুগল বুঝতে পারে এটা আমাদের পলিসির বিরুদ্ধে আমরা সেটা ডিলেট করতে পারি। যদি আমরা প্রাইভেসি পলিসি ছাড়া কমেন্ট ডিলেট করি তবে গুগল বুঝতে পারবে না কেন ডিলেট করা হলো গুগলকে কারণ দেখানোর জন্য প্রাইভেসি পলিসি থাকার প্রয়োজন।
এটাও পড়ুন -ব্লগের জন্য কন্টাক্ট ফর্ম পেজ কিভাবে তৈরি করে
এটাও পড়ুন -ফ্রি News Paper ও Seo Boost ব্লগার থিম কিভাবে ডাউনলোড করবো
ব্লগের জন্য বাংলায় প্রাইভেসি পলিসি কিভাবে তৈরি করবো
১) প্রথমে আপনার ব্লগে চলে যান।
২) এবার Page >> New Page ক্লিক করুন।
৩) Page Title Privacy Policy দিন।
৪) রোজের যেমন পোস্ট করেন তেমন পোস্ট করুন এখানে আমি কিছু টপিক বলে দিচ্ছি।
৫) আপনার ওয়েবাসাইটের বিষয়ে লিখুন।
৬) আপনার ভিজিটর কেমন ব্যবহার আপনার থেকে পাবে।
৭) আপনার অনুমতি ছাড়া অন্য কোন ওয়েবসাইটের প্রমোট আপনার সাইটে করতে পারবে না।
৮) আপনার ওয়েবাসাইটে খারাপ কমেন্ট জানো না করে।
৯) ভিজিটরের গোপনীয় তথ্য শেয়ার করা হয় না।
১০) কেউ আপনার সাথে যোগাযোগ করতে চাইলে কিভাবে করবে।
১১) আপনার ব্লগে কেমন ধরনের তথ্য পাওয়া যাবে।
১২) কেউ পলিসি নিয়ম ভাঙলে আপনি কি করতে পারেন।
১৩) আপনি কিভাবে ভিজিটরকে সাহায্য করতে পারেন।
১৪) পলিসির নিচে All right reserved দেবেন
১৫) এবারে একবার ভাল করে দেখে Publish করে দিন।
এটাও পড়ুন -ফ্রি ব্লগে গুগল এডসেন্স পাবার সহজ উপায়
এটাও পড়ুন -Blog নামের ইমেল এড্রেস ফ্রিতে কিভাবে বানাবেন
আপনি যদি প্রাইভেসি পলিসি কমেন্ট বক্স বন্ধ রাখতে চান তার জন্য Page Settings >> Options >> Don’t allow, hide existing Compose mode টিক দিয়ে Done করে দিন।
এই ভাবে কয়েকটা ছোট ছোট টপিক নিয়ে খুব সহজেই আপনি আপনার Blog জন্য বাংলায় সুন্দর একটা প্রাইভেসি পলিসি তৈরি করতে পারেন প্রাইভেসি পলিসি বিষয়ে আর কিছু কারোর জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ।
Comments (No)