What is graphics design? Current market demand and job opportunities! গ্রাফিক্স ডিজাইন কি? বর্তমান বাজারে চাহিদা এবং চাকরির সুযোগ!

What is graphics design? Current market demand and job opportunities! গ্রাফিক্স ডিজাইন কি? বর্তমান বাজারে চাহিদা এবং চাকরির সুযোগ!
What is graphics design? Current market demand and job opportunities! গ্রাফিক্স ডিজাইন কি? বর্তমান বাজারে চাহিদা এবং চাকরির সুযোগ!
What is graphics design? Current market demand and job opportunities! গ্রাফিক্স ডিজাইন কি? বর্তমান বাজারে চাহিদা এবং চাকরির সুযোগ! গ্রাফিক্স ডিজাইন কি?
i. সাধারণ ভাবে বললে সৃষ্টিকতার যা সৃষ্টি আমরা চোখ দিয়ে দেখি সে সব কিছুই হচ্ছে ডিজাইন। আর মানুষ নিজের সৃষ্ট চিত্র কর্ম তৈরি করে তাকে বলে গ্রাফিক্স ডিজাইন। অন্য ভাবে বললে গ্রাফিক্স মানে হচ্ছে ড্রয়িং বা রেখা এবং ডিজাইন মানে পরিকল্পনা বা নকশা।কোন কিছু ছাপানোর জন্য যা আঁকা হয় তাই গ্রাফিক্স ডিজাইন।বর্তমানে শুধু ছাপানোর জন্যই আকা হয় না ইন্টারনেটে চিত্রকর্মকে ফুটিয়ে তোলার জন্যও আঁকা আকি করা হয়।

ii.আপনি কি আঁকা আকি করতে ভালোবাসেন ? যদি উত্তর হ্যা হয় তাহলে গ্রাফিক্স ডিজাইন হবে আপনার জন্য বেস্ট choose। গ্রাফিক্স ডিজাইন বর্তমানে জনপ্রিয় একটি পেশা গুলোর মাঝে অন্নতম । দিন দিন এ পেশার চাহিদা প্রচুর পরিমানে বেড়েই চলেছে। এ ছাড়া ইন্টারনেটে সবচেয়ে বেশি কাজ পাওয়া যায় গ্রাফিক্স ডিজাইনের উপর। Online Income Tunes

গ্রাফিক্স ডিজাইন কে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে
১.স্থির চিত্র
২.চল চিত্র

এখানে আমরা স্থির চিত্র নিয়ে প্রথমে কাজ করবো তাই স্থির চিত্র কি এবং কিভাবে করতে হয় এর প্রয়োজনিয়তা ও উপকারিতা নিয়ে কথা বলবো।

আমাদের দৈনদিন জীবনে আমরা যাই দেখি তাই গ্রাফিক্স ডিজাইন এর অন্তভুক্ত যেমন –
প্রকৃতিক দৃশ্য
১.গাড়ি,
২.বাড়ি,
৩.পোশাক
৪.বিজনেস কার্ড,
৫.লোগো,
৬.ব্যানার,
ইত্যাদি আমরা যা চোখে দেখি তাই গ্রাফিক্স ডিজাইন এর অন্তভুক্ত এর কিছু ডিজাইন স্থির আর কিছু ডিজাইন চলচিত্র । এখন যে কেও প্রশ্ন করতে পারেন যে আমরা যা দেখি তা কী ভাবে স্থির চিত্র বা চল চিত্র হয়। জি হ্যাঁ আমরা আমাদের চোখে যা স্থির অবস্থায় দেখি তাই স্থির চিত্র যেমন প্রাকৃতিক দৃশ্য,টি-শার্ট ডিজাইন,লঘু,বেনার ইত্যাদি। আর যা আমরা চলমান দেখতে পাই যেমন ভিডিও গ্রাফি যথা ভিডিও গান, অ্যানিমেশন, এবং আরও গভিরে গেলে বলতে হয় একটি মানুষ হাটছে এই চিত্র টি ও চলচিত্র,আকাশে মেঘ নরাচরা করছে এটিও চলচিত্র। আশা এবার করি সবাই স্থির চিত্র এবং চলচিত্র কি বুঝতে পেরেছেন।

স্থির চিত্র কে আবার ২ দুই ভাগে ভাগ করা হয়েছে যথাঃ
১. ভেকটর গ্রাফিক্স(Vector graphics)
২.র‌্যাস্টার গ্রাফিক্স (raster graphics).

পরবর্তিতে পর্বে ভেকটর গ্রাফিক্স এবং র‌্যাস্টার গ্রাফিক্স নিয়ে আলোচনা করবো সাথে থাকবেন।
ধন্যবাদ

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ