অনলাইনে আয় করতে গেলে যেমন এডসেন্স বা এফিলিয়েট মার্কেটিং ইত্যাদি কাজের জন্য একটা ওয়েব সাইট খুবই জরুরী। এছাড়া ই কমার্স সাইট করে অনেক অনলাইনে নানা রকম প্রডাক্ট বিক্রি করে তার জন্যও একটা সাইট খুবই জরুরী। এছাড়াও বড় বড় ব্যক্তিত্ব যারা আছেন যেমন অভিনেতা, বিজ্ঞানী, কবি, ডাক্তার ইত্যাদী তাদের প্রতিভা বিকাশের জন্য নিজের একটা সাইট করে থাকে। এছাড়াও ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠানের তাদের ব্যবসা প্রচার প্রসারে ওয়েব সাইট বর্তমানে খুবই গুরুত্বপূর্ন একটা বিষয়।
আমরা জানি ওয়েব সাইট করতে হলে প্রথমেই একটি ডোমেইন নেম কিনতে হয়। এরপর হোস্টিং কিনতে হয়। এরপর সাইটটি সাজাতে হয় বা ডিজাইন করতে হয়। বেশিরভাগ লোকেরই এ বিষয়ে ধারনা খুবই কম। তাই তাদের দরকার হয় সহযোগিতার। এ সহযোগিতার জন্য ইল্লীন হোস্ট একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। ডোমেইন, হোস্টিং বা যেকোন ধরনের ওয়েব সাইট ডিজাইনের জন্য ইল্লীন হোস্টের ইল্লীন হোস্টের সাইটের ঠিকানা নিচে দেওয়া হলো।
illinhost.com
Comments (No)