SSD Hosting কি ? Website জন্য SSD Hosting কেন থাকা প্রয়োজন?

SSD Hosting কি ? Website জন্য SSD Hosting কেন থাকা প্রয়োজন?

কেমন আছেন বন্ধুরা নিশ্চয়ই ভাল ভাল আছেন। বেশ আজ আমরা আলোচনা করবো ‘SSD হোস্টিং

কি? এবং আপনার নিজস্ব সাইটের জন্য এসএসডি (SSD) হোস্টিং থাকা কেন জরুরী? এ বিষয়ে আজ

বিস্তারিত আলোচনা করবো। আশা করি আপনারা এ পোস্ট টি মনোযোগ দিয়ে পড়বেন। পড়ার পর

আপনিএসএসডি হোস্টিং সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করার

চেষ্টা করবো সেটি হল- কেন আপনার বিজনেস ওয়েবসাইট অথবা আপনার নিজস্ব সাইটের জন্য

এসএসডি (SSD) হোস্টিং থাকা জরুরী?

তবে মূল আলোচনায় যাওয়ার আগে চলুন জেনে নেওয়া যাক এসএসডি (সলিড স্ট্যাট ড্রাইভ) হোস্টিং

আসলে কি?

এসএসডি (সলিড স্ট্যাট ড্রাইভ) হোস্টিং বলতে কি বুঝ:
এসএসডি (SSD) এর পূর্ণরূপ হচ্ছে সলিড স্টেট ড্রাইভ (Solid State Drive)। বর্তমানে এটা

সর্বাধুনিক প্রযুক্তির স্টোরেজ ডিভাইস । বর্তমানে এই ধরনের ডিভাইস উচ্চমানের ডেক্সটপ এবং

ল্যাপটপ এ ব্যবহার করতে দেখা যায়। তাছাড়া এর ব্যবহার হোস্টিং প্রতিষ্ঠানগুলো, এবং বৃহৎ

সংস্থাগুলোতে তথ্য সংরক্ষণের জন্য বেশি দেখা যায়। এটিতে হার্ডড্রাইভের মতো কোন ডিস্ক বা কোন

ম্যাকানিক্যাল যন্ত্রও থাকে না।মূলত অনেক গুলো ইলেক্ট্রিকেল সারকিট (IC) সম্মেলিতভাবে চীপ আকারে

থাকে যার মাধ্যমে তথ্য গুলো পর্যায়ক্রমে সঞ্চয় করা হয়।

সাধারণত, যে সব হোস্টিং বা সার্ভারে হার্ড ডিস্ক ড্রাইভের পরিবর্তে এসএসডি (সলিড স্ট্যাট ড্রাইভ )

ব্যবহার করে যে হোস্টিং প্যাকেজ তৈরি করে সেগুলো কে মূলত এসএসডি হোস্টিং বলে। এক কথায়

সলিড স্টেট ড্রাইভ যুক্ত সার্ভারকে এসএসডি হোস্টিং বলা হয়ে থাকে।

আপনার ওয়েবসাইটের জন্য এসএসডি (SSD) হোস্টিং থাকা কেন প্রয়োজন:
1.এসএসডি (SSD) তুলনামূলক ভাবে সাধারণ হার্ডড্রাইভ থেকে অনেক দ্রুত গতি সম্পন্ন হয়ে থাকে। Online Income Site

  1. এসএসডি হোস্টিং ব্যাবহারকারি ওয়েবসাইট গুলো ভিজিটরদের ভালো ব্রাউজিং এক্সপেরিয়েন্স দেয়।

যা SEO বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর জন্য খুবই কার্যকরী ।

3.এসএসডি (SSD) হোস্টিং এর গ্রহণযোগ্যতা অন্যান্য সাধারণ ড্রাইভ থেকে অবশ্যই বেশি কারন অন্য

গুনাবলির সাথে এতে কোন যন্ত্রাংশ নেই। সাধারণ ড্রাইভ গুলতে আলাদা কিছু যন্ত্রাংশ থাকে যা কিনা

দ্রুত অপসারন ও দৈনন্দিন ব্যবহারের জন্য অসুবিধাজনক।

4.পিওর SSD হোস্টিং এর অন্তর্গত সকল হোস্টিং প্যাকেজে আপনি বিশ গুণ ফাইল ম্যানেজমেন্ট

এক্সপেরিয়েন্স পাবেন।

5.এসএসডি ব্যবহার করলে আপনার কম্পিউটার এর অপারেটিং সিস্টেম যেমন ফাস্ট হয় ঠিক এসএসডি

হোস্টিং ব্যাবহারকারি ওয়েবসাইট গুলো ফাস্ট কাজ করে।

6.ই কমার্স ব্যবসায়ীক সফলতার জন্য ওয়েবসাইটের লোডিং স্পিড খুবই গুরুত্বপূর্ণ। তাই এসএসডি

হোস্টিং এক্ষেত্রে অধিক কার্যকরী ভূমিকা রাখে।

7.মূলত এটি SATA এবং SAS তুলনায় ২০%-৩০% কম বিদ্যুৎ ব্যয় করে। সাধারণ ড্রাইভ থেকে এটি

কম তাপ নির্গমন করে। তাই এটির তাপমাত্রা নিয়ন্ত্রণে কম শক্তি ব্যয় করতে হয়।

সুতরাং আপনি হয়তো বুঝতে পেরেছেন এসএসডি (SSD) হোস্টিং এর গ্রহণযোগ্যতা কেমন ।লেখা গুলো

পড়ে ভালো লাগলে অবশ্যই অন্যান্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না । আপনার সুচিন্তিত মতামত

আমাদের একান্ত কাম্য।

ভাল থাকবেন

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ