গুগল এডসেন্স থেকে আয়

এখনতো গুগল এডসেন্স থেকে টাকা কামানোর সুদিন। কারন গুগল এখন বাংলা সাপোর্ট করে। তাই ফেসবুকে আপনার হাজার হাজার ভিউয়ার, লাইক, কমেন্ট থাকলেও কোন ইনকাম পাচ্ছেন না। ইনকাম পাচ্ছে ফেসবুক। অথচ এই সময়টা আপনার ভিউয়ার, লাইক, কমেন্টসগুলো যদি আপনার নিজের সাইটে পেতেন তাহলেতো আপনার সাইট টা হতো টাকার মেশিন। চলুন  জেনে নেই গুগল এডসেন্স কি এবং কিভাবে আমরা এখান থেকে টাকা আয় করবো?

গুগল এডসেন্স কি?
আমাদেরকে সবার প্রথমে জানতে হবে যে, গুগল এডসেন্স কি? গুগল এডসেন্স হল সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের একটা সার্ভিস। এটার মাধ্যমে গুগল ব্লগারদের ব্লগে বিজ্ঞাপন প্রদর্শন করে এবং তার বিনিময়ে ব্লগারদেরকে টাকা দেয়। ব্লগ থেকে ইনকামের এটাই সবচেয়ে বড় এবং বহুল ব্যাবহৃত উপায়।

গুগল কেন আমাদেরকে টাকা দেয়?
গুগলের আরেকটা সার্ভিস আছে, যার নাম গুগল এডওয়ার্ড। গুগল এডওয়ার্ড এর মাধ্যমে গুগল বিভিন্ন ওয়েবসাইট বা প্রতিষ্ঠানের কাছ তাদের ওয়েবসাইট বা প্রতিষ্ঠানের প্রচারনার চুক্তিতে টাকা নেয়। তারপর এডসেন্স সার্ভিসের মাধ্যমে গুগল বিভিন্ন ওয়েবসাইট বা ব্লগে টাকা প্রদানকৃত ওয়েবসাইট বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রদর্শন করায়। এখন গুগল যত টাকা আয় করে তার থেকে ওয়েবসাইট বা ব্লগের মালিকদেরকে ৬৮% পরিমান অর্থ প্রদান করে এবং বাকি ৩২% অর্থ সার্ভিস পরিচালনা ব্যয় হিসেবে গুগল রেখে দেয়।

গুগল ওয়েবসাইট বা ব্লগের মালিকদেরকে মাসে কত টাকা দেয়?

গুগল আপনাকে মাসে মাসে কোন টাকা দিবে না, কারন গুগল আপনাকে চাকরি দেয়নি। আপনার ব্লগের মাধ্যমে যদি গুগলের কোন ইনকাম না হয়, গুগল কেন আপনাকে টাকা দিবে?

এডসেন্স এর টাকার পরিমান নির্ভর করে ব্লগের ভিজিটর এর উপর। আপনার যদি প্রচুর ভিজিটর থাকে তাহলে আপনি ভালো আয় করতে পারবেন অন্যথায় পারবেন না। গুগল আপনার সাইটে বিজ্ঞাপন অর্থাৎ অন্য ওয়েবসাইট এর লিঙ্ক প্রদর্শন করাবে, এখন আপনার ব্লগের ভিজিটর যদি সেই লিঙ্কে ক্লিক করে বিজ্ঞাপন দাতার ওয়েবসাইটে যায় তাহলেই আপনি টাকা পাবেন।

কিভাবে টাকা হাতে পাব?

এখন ২ ভাবে টাকা পাওয়া যায়। যে মাসে আপনার ব্যালেন্স ১০০ ডলার হবে ঠিক তার পরের মাসের প্রথম সপ্তাহে আপনি ব্যাংক ট্রান্সফার বা চেকের মাধ্যমে টাকা পাবেন।

কিছু আইডিয়া পেলেন তারপর বিস্তারিত তো সামনে জানবেনই। এখন শুরু করতে আপনার কি লাগবে। শুধু আপনার নিজের একটা সাইট আর পর্যাপ্ত সময়। গুগল এডসেন্স থেকে কাজের মজাটা এরকম যে মনে করেন আপনি অনেক কষ্টে ১০ তলা একটা বাড়ী বানালেন বাকি জীবন বসে বসে ভাড়া তুলবেন আর খাবেন। আপনি মারা গেলে আপনার সন্তানরা খাবে।

খরচ:

আমাদের  প্রত্যেকের শুরু করতে খরচ পরবে ২৩০০ টাকা। ৮৫০ টাকা একটা ডোমেইন ১৪৫০ টাকা ১ জিবি প্রিমিয়াম হোস্টিং। ডিজাইন? ডিজাইন নিজেই করবেন। আপনি যদি মেধাবী হন তাহলে ইউটিউব টিউটোরিয়াল দেখে নিজেই ওয়েব ডিজাইন করতে পারবেন। একান্তই যদি না পারেন তাহলে হাতে কলমে কারো কাছে শিখতে পারেন।  অথবা টাকা দিয়ে কারো কাছ থেকে সাইটটি ডিজাইন করিয়ে নিতে পারেন।

[divide color=”#8224e3″]

কোথা থেকে ডোমেইন হোস্টিং কিনবো?

[divide color=”#8224e3″]

Comments (4)

  1. Roknuzzaman Sajib Jun 01, 2016
    • Muhammad Rakibul Islam Jun 01, 2016
  2. Md Jobayer Mahmud Jun 01, 2016

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ