গ্রাফিক্স ডিজাইন কি কাকে বলে?
আমি গ্রাফিক্স Design বলতে যেটা সহজে বুঝি গ্রাফিক শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু আঁকা আর ডিজাইন শব্দের অর্থ হচ্ছে- নকশা বা পরিকল্পনা ।
সুতরাং, গ্রাফিক্স ডিজাইনের অর্থ দাড়াচ্ছে মানসম্মত যে কোনো চিত্রকর্ম তৈরি করাকে গ্রাফিক্স ডিজাইন বলে ৷
সহজ কথায়, আপনি হয়ত মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের চিত্র দেখেছেন, প্রাচীন কালের অনেক চিত্র দেখেছেন ৷ মূলত এই চিত্রগুলোকেই বলা হয় গ্রাফিক Design।
আগের যুগে যে চিত্রকর্মগুলো শিল্পীরা হাতে একে তৈরি করত, এখন সেইসব জিনিসই তৈরি হচ্ছে কম্পিউটারের কিছু অসাধারন সফটয়্যার দিয়ে।
এতে করে সেই চিত্রকর্মগুলোকে আরও বাস্তবসম্মত/সময় উপযোগী করা সম্ভব হচ্ছে।
সেই অসাধারন দুই সফটয়্যার হচ্ছে এডোবি ফটোশপ এবং এডোবি ইলাস্ট্রেটর ।
গ্রাফিক্স ডিজাইন সম্বন্ধে গুরুত্বপূর্ণ কিছু কথা ৷
গ্রাফিক ডিজাইন বিষয়ে বর্তমানে আমরা কতজনে কত কিছু জানি, আসলে কতটা জানি? আসুন একটু গভীরে যাই ৷
এই ইন্ডাস্ট্রি অনেক সেক্টরে বিভক্ত ৷ তাই ডিজাইনের বিভিন্ন রকমের কাজ গ্রাফিক্স ডিজাইন এর আওতায় পড়ে ৷
যেমন মনে করুন, ছবি এডিট করে প্রিন্ট করাও এক ধরনের গ্রাফিক্স ডিজাইন ৷ কারন, গ্রাফিক্স ডিজাইন রিলেটেড সফটওয়্যারগুলো ব্যবহার করেই ছবির কাজ করা হয় ৷
অন্যদিকে কোন ধরনের ব্যানার, মনোগ্রাম, বইয়ের কভার, সিনেমার পোস্টার ডিজাইন, ইত্যাদি এইসব কাজও গ্রাফিক্স ডিজাইন এর আওতায় পড়ে ৷
চলুন জেনে নেই, অনলাইনে কাজের জন্য কোন কাজগুলো গ্রাফিক্স ডিজাইন ক্যাটাগরিতে বেশি পাওয়া যায় ৷
- Logo design
- Banner design
- Photo editing
- Abstract design
- Leaflet design
- Mock-up design
- Photo retouching
- Brouchar design
- Brochure design
- Book cover design
- Image manipulation
- Ghost mannequin
- Movie poster design
- Business card design
- Damage photo repairing
- Product packaging design
উপরের দেওয়া ১৬ টি কাজ ছাড়াও আরো অনেক ধরণের কাজ রয়েছে গ্রাফিক ডিজাইন ইন্ডাস্ট্রিতে ৷
আসলে গ্রাফিক ডিজাইনের পুরো ব্যাপারটা হল আপনার আট করার অভিজ্ঞতার উপর নির্ভর ৷
আপনি যদি ভালো আর্ট করতে পারেন তাহলে যেকোনো ধরনের গ্রাফিক ডিজাইন রিলেটেড কাজ আপনি সহজেই করতে পারবেন ।
গ্রাফিক ডিজাইন রিলেটেড কাজ করতে হলে যে সফটওয়্যার গুলোর কাজ আপনাকে খুব ভালোভাবে শিখতেই হবে ৷
আর এ দুইটি সফটওয়্যার হল-
- Adobe Photoshop
- Adobe Illustrator
গ্রাফিক ডিজাইন কাজ করার জন্য মূলত এই সফটওয়্যার গুলোর কাজ জানলেই যথেষ্ট হবে ৷
সুতরাং গ্রাফিক্স ডিজাইন শিখতে হলে আপনাকে এই সফটওয়্যার গুলোর কাজ A to Z ভালোভাবে আয়ত্ত করে নিতে হবে ৷
আচ্ছা কখনো কি এটা চিন্তা করেছেন?
ছবি এডিটিং
ছবি এডিটিং সম্পর্কে যদি বলি তাহলে একজন মানুষের একটি Raw Picture ছবি
অর্থাৎ শুধু Default Camera দিয়ে তোলা একটা ছবিকে এডিটিং করে সুন্দর ও পরিষ্কার করে ফেলাই হলো ফটো এডিটিংয়ের কাজ ৷
তবে সত্যি কথা বলতে অন্য কাজগুলো থেকে গ্রাফিক ডিজাইনের কাজ অনেক মজার এবং সহজও বটে ৷
মজার ব্যাপার হলো- আমাদের দেশে কোন স্টুডিওতে একটি ছবি তুলে 6 ইঞ্চি বাই 3 ইঞ্চি সাইজের ছবি,
প্রিন্ট করে নিলে হয়তো 50 টাকা দেওয়া হয় ।
কিন্তু আপনি জেনে অবাক হবেন যে এরকম একটি ছবি কোন বিদেশি ব্যক্তি আপনাকে পাঠিয়ে, সেটিকে পরিষ্কার (তার কথা অনুযায়ী) এডিট করে দিতে বললে
তিনি আপনাকে 20-30 ডলার পর্যন্ত পেমেন্ট করবে যা বাংলাদেশী টাকায় 1500 থেকে 2000 হাজার টাকা ৷
ব্যাপারটা কত ইন্টারেস্টিং না
এছাড়াও বর্তমানে পৃথিবীর যত কোম্পানি রয়েছে এবং নতুন নতুন কোম্পানি তৈরি হচ্ছে । তারা তাদের সার্ভিসের ব্র্যান্ডিং ও মার্কেটিং করার জন্য,
বিভিন্ন প্রকারের লোগো/মনোগ্রাম, ব্যানার, অ্যাডভার্টাইজমেন্টের ছবি, লিফলেট, ব্রোচার ইত্যাদি অনেক প্রকারের ডিজাইন ফ্রিল্যান্সারদের দ্বারা করিয়ে নেন ৷
যা একজন ফ্রিল্যান্সার গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ করে ভালো অর্থ উপার্জন করে স্মার্ট একটা ক্যারিয়ার বিল্ডাপ করা সম্ভব হচ্ছে ৷
এডোবি সফটওয়্যার নিয়ে কিছু কথা
গ্রাফিক্স ডিজাইনের কাজ করার জন্য প্রথমে আপনাকে দুইটি সফটওয়্যার ইন্সটল করে নিতে হবে ৷ এবং এ দুটি অবশ্যই আপডেট ভার্সনের হলে ভালো হবে ৷
যেমন- Adobe Photoshop cc 2020
Adobe Illustrator cc 2020
এই দুটি সফটওয়্যার যদি কোথাও থেকে ডাউনলোড করতে সমস্যা হয় তাহলে এই লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন ৷
আর ডাউনলোড করার পর যদি ইন্সটল করতে সমস্যা হয় তাহলে এই ভিডিওটি দেখে ইনস্টল করে নিতে পারেন ৷
বাড়িতে গ্রাফিক ডিজাইন কিভাবে শিখবেন?
আপনার যদি কাজ শেখার আগ্রহ থাকে তাহলে ঘরে বসেই আপনি একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হতে পারবেন ৷
এর দুইটা মাধ্যম আছে
যেমন- বিভিন্নওয়েবসাইটেরমাধ্যমে
ইউটিউবের ভিডিও দেখে
ওয়েবসাইটের মাধ্যমে
ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, যেগুলোর মাধ্যমে আপনি একদম ফ্রিতে গ্রাফিক ডিজাইন কোর্স করতে পারবেন ৷
আপনি যে কাজ করবেন সেই কিওয়ার্ড দিয়ে গুগল চার্জ করুন, দেখবেন অসংখ্য টিউটরিয়াল ওয়েবসাইট পেয়ে গেছেন ৷
ইউটিউবের মাধ্যমে ৷
ইউটিউব এমন একটা প্লাটফর্ম, যেটা সকল সমস্যার সমাধান ৷ গ্রাফিক্স ডিজাইন বা যে সেক্টরেই আপনি কাজ করতে চান, ভালো কিছু পেতে হলে ইউটিউবকে আপনার বন্ধু বানাতেই হবে ৷
আপনি যে কাজ করবেন সেই কিওয়ার্ড দিয়ে ইউটিউবে চার্জ করুন, দেখবেন অসংখ্য টিউটরিয়াল ভিডিও পেয়ে গেছেন ৷
তবে এটা বলে দেওয়া অসম্ভব যে, ইউটিউবে এমন একটা চ্যানেলের বলে দেওয়া, যেখান থেকে আপনি এ টু জেড কাজ শিখতে পারবেন ৷
সমাধান একটাই আপনাকে বেশি বেশি চার্জ করে নিজে ভিডিও গুলো বের করে দেখতে হবে ৷ ভিডিও দেখতে দেখতে নিজেই বুঝে যাবেন কার কন্টেন্ট কেমন কোয়ালিটির ৷
যদি আমার নিজের কথাই বলি
আমি একজন ফটোশপ এক্সপার্ট । অথচ ফটোশপের কাজ শেখার জন্য কোনো প্রিমিয়াম কোর্স নেই নি বরং ইউটিউবকে বন্ধু হিসাবে নিয়েছিলাম বলে আজকে ফটোশপ এক্সপার্ট ৷
আমি যদি শুধুমাত্র ইউটিউবের ভিডিও দেখে ফটোশপ এক্সপার্ট হতে পারি তাহলে আপনি কেন পারবেন না? আসলে আপনার ইচ্ছাশক্তি এবং পরিশ্রমের সংমিশ্রণ ঘটাতে হবে
গ্রাফিক্সের কাজ করে মাসে কত টাকা ইনকাম করা যায়?
গ্রাফিক্সের কাজ সম্পন্ন আপনার দক্ষতা, ক্রিয়েটিভিটি এবং স্কিলের উপর ডিপেন্ড করে ৷ যদি আপনি ভালো মানের গ্রাফিক্স ডিজাইনার হতে পারেন তাহলে যেকোনো মার্কেটপ্লেস থেকে প্রতি মাসে ৮০-৯০ হাজার টাকা বা তার চাইতে আরো বেশি ইনকাম করতে পারবেন ৷
বুঝলাম,ত কিভাবে?
ডিজাইন বিক্রি হয় এমন অনেক ধরনের ওয়েবসাইট আছে, সেই সাইটগুলোতে আপনার ডিজাইন করা কন্টেন্ট সাবমিট করতে হবে ৷
ওই ডিজাইন গুলি যদি একবার এপ্রুভ হয়ে যায় তাহলে যতবার বিক্রি হবে ততবার একটা পারসেন্টিস তারা আপনার একাউন্টে পাঠিয়ে দিবে ৷ যা পার্মানেন্টলি ইনকাম হতেই থাকবে ৷
এই জনপ্রিয় সাইট গুলোর মধ্যে রয়েছে freepik.com, graphicriver.net, 99design.com ইত্যাদি ।
যেখানে বিভিন্ন ধরনের ডিজাইন আপলোড দিয়ে ইনকাম করা যায় ৷ যদি আপনার ডিজাইন করতে ভালো লাগে বা আঁকা আকি করতে ভালো লাগে, তাহলে আপনি এই সেক্টরে চলে আসতে পারেন ৷
তাছাড়া freelancer.com, fiverr.com, upwork.com etc. গ্রাফিক্স রিলেটেড ফ্রিল্যান্সিং করে সেখান থেকেও প্রচুর টাকা ইনকাম করতে পারবেন ৷ তাছাড়া গ্রাফিক ডিজাইন করে কনটেস্টের মাধ্যমেও ইনকাম করতে পারেন ৷ যেমন designcrowd.com, designhill.com. freelancer.com ইত্যাদিতে ৷
এতক্ষণ তো বললাম অনলাইনে ইনকামের কথা এখন আসুন জেনে নেই গ্রাফিক ডিজাইন কাজ করে অফলাইনেও কত ধরনের ইনকাম করা যায় ৷
অফলাইনে নানা ধরনের কাজ করা যায়
যেমন সাইনবোর্ড, ব্যানার, বিলবোর্ড, ভিজিটিং কার্ড, বিয়ের কার্ড, হালখাতার কার্ড, ফেষ্টুন, কভার ডিজাইন, ক্যাশ মেমো, বিল ভাউচার, আরো অনেক অনেক কাজ ৷ এই সকল কাজ করে আপনি প্রতি মাসে ৪০থেকে ৫০ হাজার টাকা বা তার চাই আরো বেশি ইনকাম করতে পারেন ৷
শুধু কি তাই?
ডায়নামিক ওয়েব সাইট তৈরির ক্ষেত্রে PSD to WordPress এ কনভার্ট এর কাজ করতে হয়, সে ক্ষেত্রেও একজন গ্রাফিক্স ডিজাইনারের প্রয়োজন হয় ৷
শেষে একটা কথাই বলব আপনি আগে কাজ শিখুন, একজন দক্ষ ডিজাইনার হোন তারপর দেখুন চমক ৷ আমরা অনেকেই বলি কাজ নেই আর আমি বলি কাজ আছে কিন্তু কাজ করার অভিজ্ঞ লোক নেই ৷
আপনি বিশ্বাস করেন বা নাই করেন বাংলাদেশে এমন অনেক লোক আছেন যারা প্রতিমাসে 3 লাখ থেকে ৪ লাখ টাকা ইনকাম করতে পারেন ৷ আর তিনি যদি টিম নিয়ে কাজ করেন তাহলে তো ইনকামের কোনো লিমিটেশন নাই ৷
এছাড়া আরও যদি জানতে চান তাহলে এখানে ক্লিক করুন বিস্তারিত বিষয় জানতে পারবেন ৷
আপনি গ্রাফিক্সের সব সেক্টরে কাজ করতে চান?
দেখুন আমি এই প্রশ্নের উত্তর যদি এক কথায় দেই তাহলে বলব গ্রাফিক্সের সব সেক্টরের কাজ একসাথে করাও সম্ভব না, শেখাও সম্ভব না ৷ কারণ, আপনি অনলাইনের যে কাজই শেখা শুরু করেন না কেন আপনার টার্গেট থাকবে যত কম সময়ের মধ্যে আর্নিং করা যায় ৷
তাহলে আপনি যদি গ্রাফিক্সের সব সেক্টরের কাজ একবারে শিখতে শুরু করেন, তাহলে যেখানে আর্নিং পর্যায়ে যেথে সময় লাগত 6 মাস সেখানের মধ্যে আপনি তা 5 বছরেও কমপ্লিটলি শেষ করতে পারবেন কিনা যথেষ্ট সন্দেহে আছি ৷ আর্নিং ত অনেক দুরে ।
কিন্তু যখন আপনি একটা কাজ দিয়ে ক্যারিয়ার শুরু করবেন । মনে করুন ভিজিটিং কার্ড দিয়ে কাজ শেখা শুরু করলেন । এই কাজ যখন আপনি পারফেক্টলি করতে পারবেন দেন একটা আর্নিংয়ের রাস্তাও খুঁজে পেয়ে যাবেন ৷
তারপর আস্তে আস্তে কাজ করার পাশাপাশি কাজ শিখতেও পারবেন আর্নিংও করতে পারবেন ৷ তাই বলব একটি কাজ দিয়ে আগে ক্যারিয়ার শুরু করুন ৷ তাপর অন্য চিন্তা
কিন্তু যে কথাটা আপনাকে বুঝাতে চাচ্ছি সেটা হলো একজন ভাল মানের গ্রাফিক্স ডিজাইনারও গ্রাফিক্সের সব কাজ করতে পারেন না । তাই বলে এই নয় তিনি সব কাজ পারেন না, তিনি সব কাজই পারেন কিন্তু সময় দিতে পারেন না বলে তিনি সব কাজ করেন না ৷
আগে যে কোন একটা সেক্টরে ভালো স্কিল গেইন করেন, দেখবেন এক সময় টাকার পিছনে ঘুড়তে হবে না বরং ওই টাকাই আপনার পিছনে ঘুরঘুর করবে ৷
গ্রাফিক্স ডিজাইন শিখতে কতদিন সময় লাগতে পারে
এটা এক কথায় উত্তর দেওয়া সম্ভব না ৷ কারণ গ্রাফিক্স ইন্ডাস্ট্রিতে কাজের অনেক ক্যাটাগরি আছে ৷ আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবেন সেটা জানা আসল বিষয ৷
একেক কাজ একেক টা সময়ের উপর নির্ভর করে ৷ আপনি কি কাজ শিখতে চাচ্ছেন, সেটার উপর ডিপেন্ড করবে আপনার সময় । সুতরাং, আগে রিচার্জ করে বের করুন আপনি কোন কাজটা শিখতে চাচ্ছেন কোন কাজটি আপনার পছন্দ বা কোন কাজের উপযোগী ৷
সেটা জানতে হলে অবশ্যই আপনাকে বিভিন্ন ব্লগ পড়তে হবে, এই রিলেটেড ভিডিও দেখতে হবে, কোনো বই থাকলে সেটাও ভালো ৷ তবেই বুঝতে পারবেন আপনি কোন কাজের উপযোগী ।
তবে একটা ধারনা দেওয়া যেতে পারে ৷
যদি আপনি ফটো এডিটিং বা ভিজিটিং কার্ড, ব্রোসিউর কার্ড বা ব্যানার ডিজাইন শিখতে চান, তাহলে দৈনিক 5 থেকে 6 ঘন্টা সময় দিলে আশা করা যায় ছয় মাসের মধ্যে তা কাভার করা সম্ভব ৷
আমাদের কোর্স নিয়ে কিছু কথা
সবসময় নতুনদের জন্য আমাদের ব্লগে সঠিক ইনফর্মেশন দেওয়ার চেষ্টা করি, যাতে তারা কাজ শেখার ক্ষেত্রে একটা সঠিক দিক নির্দেশনা পায় ৷
আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে ফটো এডিটিং (ফটোশপ এক্সপার্ট) উপর একটা পূর্ণাঙ্গ কোর্স করাই। বিস্তরিত জানতে হলে ক্লিক করুন ।
যারা ফটোশপের কিছুই জানে না তাদেরকে হাতে কলমে জিরো থেকে এডভান্স লেভেলের কাজ শিখিয়ে থাকি ৷
পাশাপাশি ফাইবার মার্কেটপ্লেসে প্রপারওয়েতে একাউন্ট খুলা থেকে শুরু করে গিগ পাবলিস্ট সহ A to z গাইডলাইন ।
Behance.net কি এর উপকারিতা কি? কিভাবে একাউন্ট খুলতে হয়?এর বিস্তারিতসম্বন্ধেও টিউটরিয়াল থাকবে ৷
আমি গ্রাফিক্সের যে সেক্টরে কাজ করি
আমি মূলত একজন ফটোশপ এক্সপার্ট ৷ ২০১৬ সাল থেকে অনলাইন মার্কেটপ্লেসে কাজ করছি ।
এখানে শুধু একটা ছবিকে এডিটের মাধ্যমে সুন্দর করে দেওয়াই শেষ না ৷ যেগুলার প্রত্যেকটা কাজের ভ্যালো অনলাইন মার্কেটপ্লেসের আছে ৷
For Example
- Clipping Path
- Image resizing
- Ghost Mannequin
- Fix Damage photo
- Image Liquify
- Background removal
- Image retouching
- Color correction
এ ধরনের আরো অনেক কাজ ইতিমধ্যে ফাইবার মার্কেটপ্লেসে সম্পন্ন করেছি ৷
যদি এই বিষয়ে আরও বিস্তারিত জানতে চান তাহলে চোখ রাখুন
আমাদের FaBondhu ইউটিউব চ্যানেলে
এই ধরনের আরো অনেক আর্টিকেল আমাদের এই ওয়েবসাইটে পাবলিস্ট করা আছে এখানে ক্লিক করুন ৷
যুক্ত থাকতে পারেন আমাদের ফেসবুক পেইজে ইনস্টাগ্রাম
যে কোনো ধরনের জিজ্ঞাসা করতে একদমই ভুলবেন না ৷
Comments (No)