অপরিচিত কিংবা দুর্গম কোনো এলাকাও এখন আর দুর্ভেদ্য নয়, যদি গুগল ম্যাপস সার্ভিস সঙ্গে থাকে। সম্প্রতি গুগল ম্যাপসে ইউজারদের জন্য সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে বেশকিছু ফিচার যুক্ত করেছে। তারই ধারাবাহিকতায় এবার গুগল ম্যাপসে প্রয়োজনীয় ও উল্লেখযোগ্য জায়গাগুলো আরও সহজেই খুঁজে পেতে সাহায্য করবে এর বড় করে আইকন দেখানো ফিচার।
অ্যান্ড্রয়েড পুলিশের প্রতিবেদন অনুযায়ী, সহজেই প্রয়োজনীয় জায়গার সঠিক দিক নির্দেশনা খুঁজে পেতে নতুন এই ডেভেলপমেন্ট সাহায্য করবে। এই আপডেটের ফলে একটি শহরের হাসপাতাল, মার্কেটসহ বিভিন্ন স্থাপনা বড় আইকনে দেখা যাবে।
ইতিমধ্যে গুগল ম্যাপসের ভার্সনটিতে (১০.২৮.২) এই ফিচারটি লক্ষ্য করা গেছে। যা দিয়ে পরীক্ষামূলকভাবে যুক্তরাজ্য, প্যারিস, রোম, বার্সেলোনা এবং নিউইয়র্কে নতুন সংস্করণের নমুনা দেখা গেছে। তবে বিশ্বব্যাপী সকল ইউজারদের জন্য এই আপডেট পাবে কিনা তা এখনও নিশ্চিত করা হয়নি।
রিলেটেড আর্টিকেল………
ইনস্টাগ্রামে বন্ধ হলো কসমেটিক সার্জারি
কেউ আপনার পাঠানো ই-মেইল পড়েছে কিনা কীভাবে জানবেন?
Comments (No)