গুগল স্টেডিয়ার টার্গেট এইবার নারী গেমার

নারী দর্শকদের টার্গেট করে গুগল আগামী মঙ্গলবার (১৯ নভেম্বর) এবার বৃহৎ গেমিং শিল্পে প্রবেশ করতে চলেছে। স্টেডিয়া যেহেতু এবার নারীদের মনোযোগ আকর্ষণ করতে চায়, সেজন্য গেমিং গিয়ারের পুরুষালী ডিজাইনে এনেছে কিছুটা পরিবর্তন।

ডিজাইনের পরিচালক ইসাবেল ওলসন বলেন, গুগল তাদের নিজস্ব কন্ট্রোলার এনেছে, যার নাম দিয়েছে ‘স্টেডিয়া কন্ট্রোলার’। পুরনো কন্ট্রোলার ব্যবহার করে গেম খেলতে না চাইলে নতুন সাদা, কালো এবং সরষে সবুজ রঙের কন্ট্রোলার ব্যবহার করা যাবে। এই রঙগুলো পুরুষ ও মহিলা উভয়কেই আকর্ষণ করবে বলে আশা করা হচ্ছে। কন্ট্রোলারটি আকারে অনেকটা ছোট বলে অনায়াসেই হাতের মুঠোয় নিয়ে ব্যবহার করা যাবে।

এই গেম সার্ভিসটি প্রথমে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও ইউরোপেই পাওয়া যাবে। তবে এই প্ল্যাটফর্মে গেম খেলতে প্রতি মাসে কত খরচ পড়বে, তা এখনও জানা যায়নি।

১০টি কার্যকরী মার্কেটিং টিপস

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ