সার্চ ইঞ্জিনের কথা উঠলে সবার আগে যেটার নাম আসে সেটা হলো গুগল। কোন কিছু খুঁজতে হলে আমরা সাধারণত সোজা Google হোম পেজে গিয়ে সার্চ দিয়ে বসি।
কিন্তু Google পক্ষে যেহেতু আমাদের মনের কথা পড়া সম্ভব না, তাই সাধারণভাবে শুধু কী ওয়ার্ডের উপর ভিত্তি করে একেবারে নিঁখুত ফলাফল প্রদর্শন করা Google মতো শক্তিশালী সার্চ ইঞ্জিনের পক্ষেও সম্ভব না। Google কাছ থেকে সর্বোচ্চ সার্চ সুবিধা পেতে হলে আমাদেরকে কিছু কী ওয়ার্ডের পাশাপাশি কিছু সার্চ অপারেটরও ব্যবহার করতে হবে। এসব অপারেটর সঠিকভাবে ব্যবহার করতে পারলে Google কাছ থেকে অনেক অনেকগুণ বেশি নিঁখুত ফলাফল পাওয়া যাবে। নিচে Google সার্চের কিছু টিপসের বর্ণনা দেওয়া হল।
নির্দিষ্ট কোন সাইটের বিষয়বস্তু সার্চ করুন :
সাধারণত Google কোন কী ওয়ার্ড সার্চ করলে যতগুলো ওয়েবসাইটে ঐ কী ওয়ার্ড পাওয়া যায়, গুগল সবগুলোকে ক্রমান্বয়ে তালিকা অনুযায়ী প্রকাশ করে৷ কিন্তু এভাবে সার্চ না করে আপনি ইচ্ছে করলে Google মাধ্যমে নির্দিষ্ট কোন ওয়েবসাইট থেকে নির্দিষ্ট কোন কী ওয়ার্ডও সার্চ করতে পারেন৷
যেমন ধরুন, আপনি এসো আয় করি ডট কম সাইটটিতে “Libya” শব্দটি আছে কি না, বা “Libya” সম্পর্কিত কোন লেখা আছে কি না, সেটা জানতে চাচ্ছেন৷ কিন্তু গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনে “Libya” লিখে সার্চ দিলে শত শত রেজাল্ট আসে ঠিকই, কিন্তু তার প্রথমদিকের একটিও এসো আয় করি ডট কম থেকে আসে না৷ এরকম অবস্থায় Google অ্যাডভান্সড সার্চ অপারেটরই হতে পারে আপনার একমাত্র সহায়ক৷
Google মাধ্যমে শুধুমাত্র এসো আয় করি ডট কম “Libya” শব্দটি খোঁজার জন্য সার্চ বক্সে “Libya site:eshoaykori.com” লিখে সার্চ করুন৷ দেখতেই পাচ্ছেন ফলাফলগুলো শুধুমাত্র এসো আয় করি ডট কম থেকেই এসেছে৷ আর এই পদ্ধতি শুধুমাত্র এসো আয় করি ডট কম বা লিবিয়ার ক্ষেত্রে নয়, যেকোন ওয়েবসাইট থেকে যেকোন বিষয় খুঁজে বের করার জন্য আপনি এই পদ্ধতি ব্যবহার করতে পারেন৷
নির্দিষ্ট কোন সাইটের শুধুমাত্র ছবিগুলোই দেখুন:
ইন্টারনেটে ছবি সার্চ করার জন্য Google images.google.com মোটামুটি ভালো একটা সাইট। যেকোন কী-ওয়ার্ড লিখে এখানে সার্চ করলেই মুহূর্তের মধ্যে সে বিষয়ের উপর শত শত ছবি এসে হাজির হয়। কিন্তু সেই ছবিগুলো আসে বিশ্বের কোটি কোটি ওয়েবসাইট থেকে Google র্যাংকিং অনুযায়ী। এখন আপনার হয়তো কখনও সারা বিশ্বের ওয়েবসাইট থেকে খোঁজার পরিবর্তে শুধুমাত্র নির্দিষ্ট কোন সাইটের ছবি খোঁজার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্র আপনি image.google.com এর site অপারেটরটি ব্যবহার করতে পারেন।
মনে করুন আপনি সিএনএন এর ওয়েব সাইট থেকে ফখরুদ্দীন আহমদের ছবি খুঁজতে চাচ্ছেন। সেক্ষেত্রে আপনি যদি image.google.com এ গিয়ে site:cnn.com Fakhruddin Ahmed লিখে সার্চ দেন, তাহলেই কাঙ্খিত ফলাফল পেয়ে যাবেন। এভাবে কোন নির্দিষ্ট ছবি খোঁজার পাশাপাশি আপনি ইচ্ছে করলে কোন এখান থেকে কোন সাইটের সবগুলো ছবিও দেখতে পারেন। যেমন আপনি যদি এখানে শুধুমাত্র site:cnn.com লিখে সার্চ দেন, তাহলে সিএনএন এর সবগুলো ছবি সার্চ রেজাল্ট হিসেবে প্রদর্শিত হবে।
পদ্ধতিটা আপনার কাজে লাগতে পারে যদি আপনি কোন সাইট “ভিজুয়্যালি” ব্রাউজ করতে চান। এছাড়া কোন নির্দিষ্ট সাইটের শতশত লেখার মধ্য থেকে ইন্টারেস্টিং লেখাগুলো পড়ে পড়ে খুঁজে বের করার চেয়ে ছবি দেখে খুঁজে বের করা অনেক সহজ। সেক্ষেত্রে আপনি গুগল ইমেজে প্রদর্শিত সাইটের সবগুলো ছবি থেকে ইন্টারেস্টিং ছবিগুলোর উপর ক্লিক করে সেই ছবি সম্পর্কিত প্রবন্ধগুলো পড়ে নিতে পারেন।
জেনে নিন কোথায় কোথায় আপনার ওয়েবসাইটের লিংক আছে :
আপনার যদি একটা ওয়েব সাইট থেকে থাকে, তাহলে স্বভাবতই আপনি এটা জানতে আগ্রহী হবেন যে, কোন কোন ওয়েব সাইটে আপনার ওয়েব সাইটটির লিংক দেওয়া আছে৷ গুগল সার্চ থেকে আপনি খুব সহজেই এটা জেনে নিতে পারেন৷কোন ওয়েব সাইটের লিংক কোথায় কোথায় আছে তা জানার জন্য গুগল সার্চে আপনাকে Link অপারেটরটি ব্যবহার হবে৷ যেমন মনে করুন, আপনি জানতে চান EshoAyKori.com লিংক কোথায় কোথায় দেওয়া আছে৷তাহলে গুগল সার্চে গিয়ে link:eshoaykori.com লিখে সার্চ দিন৷ সার্চ রেজাল্টে যেসব পেজ প্রদর্শিত হবে সেগুলোতে প্রবেশ করলে দেখবেন প্রতিটিতেই কোন এক কোণায় eshoaykori লিংক দেওয়া আছে৷
যারা নিয়মিত ইন্টারনেট ব্যবহার করছেন, তাদের মধ্যে খুব কমসংখ্যক লোকই খুঁজে পাওয়া যাবে, যারা সার্চ ইঞ্জিন হিসেবে Google ব্যবহার করেন না। যেকোনো সমস্যার সমাধান খুঁজে পেতে বা যেকোনো তথ্য জানতে আজকাল গুগল সহায়ক সাহায্যকারী বন্ধু। কিন্তু অনেক সময়ই দেখা যায়, সমস্যার সমাধান বা তথ্য খোঁজার জন্য প্রয়োজনীয় কী-ওয়ার্ড বা সার্চ আইটেমের নাম সঠিকভাবে দেয়া যায় না। ফলে বেশিরভাগ সময়ই প্রয়োজনীয় তথ্য খুঁজে পাওয়া যায় না বা এমন কিছু তথ্য চলে আসে, যা একেবারেই অপ্রয়োজনীয়। এ লেখায় সার্চ ইঞ্জিন হিসেবে Google ব্যবহার করার সহজ কিছু কৌশল ও দিকনির্দেশনা নিয়ে আলোচনা করা হয়েছে।
সার্চ বিষয়টি খুবই সাধারণ।
আপনার মনে যা কিছুই আসুক না কেনো তা www.google.com-এর সার্চ বক্সে টাইপ করে Enter দিন অথবা গুগল সার্চ বাটনে ক্লিক করুন। দেখবেন আপনার আইটেমের সাথে সম্পর্কিত কিছু ওয়েব পেজের লিঙ্ক চলে এসেছে। কিন্তু আগেই বলা হয়েছে, যে আইটেমটি বা যে বিষয়টির তথ্য জানতে চান সেই আইটেম বা বিষয়টির নাম সার্চ বক্সে দেয়ার প্রয়োজনীয় কিছু কৌশল আছে। মূলত সে কৌশলগুলো নিয়েই এ লেখা। এ লেখায় ব্যবহার করা সব [ ] বন্ধনীই একটি একক আইটেমের জন্য। যেমন- [black and white] হচ্ছে, আইটেম। আবার [black] এবং [white] দুটি পৃথক আইটেম।
সার্চিংয়ের ক্ষেত্রে প্রতিটি শব্দই বাস্তবিক।
তবে কিছু ব্যতিক্রম রয়েছে। ব্যতিক্রমগুলো নিয়ে পরে আলোচনা করা হবে। সার্চ সব সময়ই ‘Case-Insensitive’, অর্থাৎ সার্চিং আইটেমের বিষয় বড় হাতের বর্ণের কিংবা ছোট হাতের বর্ণের কিংবা উভয়ের সংমিশ্রণে লিখলেও কোনো সমস্যা নেই। যেমন- [new york times] আর [New York Times]-এর সার্চের ফল একই হবে।
কিছু ব্যতিক্রম ছাড়া যতি চিহ্নগুলো সবসময়ই সার্চিংয়ের জন্য অগ্রাহ্য করা হয়। অর্থাৎ এবং আরো কিছু বিশেষ চিহ্ন দিয়ে আপনি সার্চ করতে পারবেন না
সার্চিং আইটেমগুলো সাধারণ রাখার চেষ্টা করুন। ধরুন, আপনি একটি নির্দিষ্ট কোম্পানির তথ্য খুঁজছেন। যদি কোম্পানিটির পুরো নাম আপনার মনে থাকে, তবে পুরো নামটিই সার্চ বক্সে লিখুন। আর যদি পুরো নাম মনে না আসে, তবে যতটা মনে পড়ে ততটাই লিখুন। যদি আপনি কোনো নির্দিষ্ট কনসেপ্ট, স্থান বা পণ্য খুঁজতে চান, তবে এর নামটি দিয়ে লেখা শুরু করুন। যদি পিৎজা রেস্টুরেন্ট খুঁজতে চান, তবে পিৎজার নামটি লিখুন এবং সাথে আপনার শহরের নাম বা জিপ কোডটি লিখুন। বেশিরভাগ ক্ষেত্রেই advanced অপারেটর বা বিরল যতি চিহ্নগুলোর দরকার হয় না।
আপনাকে চিন্তা করতে হবে, সার্চিংয়ের বিষয়টি ওয়েব পেজগুলোতে কিভাবে থাকতে পারে। একটি সার্চ ইঞ্জিন মানুষ নয়। এটি একটি প্রোগ্রাম, যা সার্চ বক্সে দেয়া আপনার শব্দগুলোর সাথে ওয়েবে বিভিন্ন পেজের মিল খোঁজে। সার্চিংয়ের ক্ষেত্রে সেসব শব্দই ব্যবহার করুন, যা সাধারণত ওয়েব পেজগুলোতে থাকতে পারে। যেমন- [my head hurts]-এর পরিবর্তে ব্যবহার করুন [headache]। কারণ, মেডিক্যাল পেজগুলোতে [headache] শব্দটিই ব্যবহার হয়। আবার [in what country are bats considered an omen of good luck?] -এই বাক্যটি একজন মানুষের কাছে খুবই স্পষ্ট।
কিন্তু যে ডকুমেন্টটি এই প্রশ্নের জবাব দেবে, সেই ডকুমেন্টে ওই শব্দগুলো নাও থাকতে পারে। কাজেই উক্ত শব্দগুলোর পরিবর্তে যদি আপনি [bats are considered good luck in] অথবা [bats good luck] ব্যবহার করেন, তাহলে আপনার কাঙ্ক্ষিত পেজগুলো পাওয়ার সম্ভাবনা থাকবে।
আপনার প্রয়োজনীয় আইটেমটি যথাসম্ভব কম শব্দ ব্যবহার করে লিখুন। সার্চ ইঞ্জিন একটি আইটেমের প্রতিটি শব্দকেই ফোকাস করে। যেহেতু সব শব্দই ব্যবহার হয়, সেহেতু প্রতিটি অতিরিক্ত শব্দই আপনার কাঙ্ক্ষিত ফলকে সীমত করে দেবে এবং এই সীমাটি যদি খুব বেশি হয় তাহলে আপনি যথেষ্ট পরিমাণ তথ্য হারাবেন। অল্প পরিমাণ কী-ওয়ার্ড দিয়ে সার্চ করার প্রধান সুবিধা হলো, ওই কী-ওয়ার্ডগুলো দিয়ে সার্চ করার ফলে কাঙ্ক্ষিত ফল না পেলেও প্রাপ্ত ফলগুলো থেকে বুঝতে পারবেন নতুন করে ওই আইটেমের বিষয়বস্ত্ত খোঁজার জন্য আপনাকে আরো কী কী শব্দ যোগ করতে হবে। উদাহরণস্বরূপ- কানকুনের আবহাওয়ার অবস্থা জানতে [weather cancun] হচ্ছে এর চেয়ে ভালো সার্চিং আইটেম।
তুলনামূলক বর্ণনামূলক শব্দ ব্যবহার করুন। সার্চিং আইটেম যতটা একক হবে, আপনার প্রাপ্ত ফলগুলো ততই ফলপ্রসূ হবে। যেসব শব্দ খুব বর্ণনামূলক নয় (যেমন- ‘document’, ‘website’, ‘company’ অথবা ‘info’) তা সাধারণত প্রয়োজন হয় না। মনে রাখবেন আপনার শব্দটির সঠিক অর্থ থাকা সত্ত্বেও যদি তা বেশিরভাগ লোক ব্যবহার না করে থাকে, তবে আপনি প্রয়োজনীয় পেজটি খুঁজে পাবেন না। উদাহরণস্বরূপ- [celebrity ringtones], [celebrity sounds]-এর চেয়ে বেশি বর্ণনামূলক ও সুনির্দিষ্ট।
আপনার আইটেমটি ডবল কোটেশন (‘‘ ’’) দিয়ে আটকে দিতে পারেন। এক্ষেত্রে শুধু কোটেশনের মধ্যকার শব্দগুলোর সাথে মিল পাওয়া পেজগুলোই আপনি পাবেন। তবে এক্ষেত্রে দুর্ঘটনাক্রমে অনেক জরুরি তথ্য হারাতে পারেন। যেমন- [“Alexader Bell”] দিয়ে কোনো তথ্য খুঁজতে গেলে আপনি [Alexader G. Bell]-এর সাথে মিল পাওয়া কোনো পেজ পাবেন না।
গুগল সার্চিংয়ের মাধ্যমে কোনো নির্দিষ্ট ওয়েবসাইটের ভেতরেও তথ্য খুঁজতে পারেন। যেমন- [iraq site : nytimes.com]-এর মাধ্যমে ইরাক সম্বন্ধীয় পেজগুলো খুঁজে পাবেন। কিন্তু শুধু nytimes.com সাইটে ইরাক সম্বন্ধীয় যে তথ্যগুলো আছে তা আপনি কোনো সাইটের সম্পূর্ণ শ্রেণীকেও নির্দিষ্ট করে দিতে পারেন। যেমন- [iraq site : .gov] ইরাকের .gov ডোমেইনের সাইটসমূহের ফলগুলো দেবে। আবার [iraq site : .iq] শুধু ইরাকী সাইটগুলোর ফল দেবে।
সার্চিংয়ের মধ্যে যেসব শব্দ সম্পর্কিত তথ্য না পেতে চাইলে সেসব শব্দ (-) চিহ্ন দিয়ে বাদ দিতে পারেন। অর্থাৎ শব্দটির আগে (-) চিহ্ন বসিয়ে দিন এবং তার আগে একটা স্পেস বসাতে হবে। যেমন- [anti-virus software] আইটেমটিতে (-) একটা হাইফেন হিসেবে কাজ করবে। এক্ষেত্রে (-) দিয়ে ‘virus’ শব্দটিকে বাদ দেয়া বুঝায় না। কিন্তু [anti-virus – software] আইটেমে ‘anti-virus’ শব্দ দিয়ে ফল খুঁজবে কিন্তু তা থেকে software-এর রেফারেন্স বাদ দিয়ে। কারণ, এখানে ‘- software’-এর আগে একটা স্পেস আছে।
গুগল সাধারণত একটি সার্চিং আইটেমের সব শব্দকেই গণনায় ধরে। তবে যদি কয়েকটি শব্দের যে কোনোটি সম্পর্কিত তথ্য পেতে চান, সেক্ষেত্রে ‘OR’ অপারেটর ব্যবহার করতে হবে। উল্লেখ্য, এখানে ‘OR’ বড় হাতের বর্ণ দিয়ে লিখতে হবে। উদাহরণস্বরূপ [San fransisco Giants 2004 or 2005] আইটেমটির মাধ্যমে হয়-২০০৪ সালের অথবা ২০০৫ সালের তথ্যগুলো পাবেন। কিন্তু OR অপারেটর ছাড়া উভয় সালের তথ্যই একই পেজে পাবেন।
ব্যতিক্রম : আগেই বলা হয়েছে, গুগল বেশিরভাগ বিরাম চিহ্ন অগ্রাহ্য করলেও কিছু ব্যতিক্রম রয়েছে। যেমন-
কিছু কিছু জনপ্রিয় শব্দ, যেমন C++, C# ইত্যাদির নির্দিষ্ট অর্থ রয়েছে। এখানে শব্দ দুটির দুটিই প্রোগ্রামিং ভাষার নাম। এসব ক্ষেত্রে চিহ্নগুলো অগ্রাহ্য হবে না।
ডলার চিহ্নের ($) ব্যবহার হয় দাম বুঝাতে। যেমন- [nikon 400] এবং [nikon $400] -এর ভিন্ন ভিন্ন ফল আসবে।
আন্ডারস্কোর (_) চিহ্নটি যখন দুটি শব্দকে যোগ করতে ব্যবহার হয়, তখন এটি অগ্রাহ্য হয় না।
এই কৌশলগুলি ব্যবহার করে
আপনার মূল্যবান সময়
বাঁচাতেপারবেন। তথ্য খুঁজতে আর
পেইজের পর পেইজ দেখা
লাগবে না … জাস্ট নিচের নিয়ম
মেনে সার্চ দিন, দেখবেন সব কিছু
কত সহজে পেয়ে গেছেন … একবার
দেখুন সার্চ করা ছাড়াও আর কি
কি করা যায় …।
✬✬ এই টিউনটি অবশ্যই
শেয়ার করে আপনার ফেইসবুক
টাইমলাইনে সেভ রাখুন
অথবা বুকমার্ক করে রাখুন… অথবা
মোবাইলে পেজ সেভ করে
রাখুন ..
কারন এই টিপস ও কৌশল
গুলো আপনার লাইফে অবশ্যই
কাজে লাগবে …
সম্পূর্ণ টিউন
দেখলেই তা বুঝতে পারবেন
তথ্য খোঁজার জন্য সবচেয়ে বেশি
যে সার্চ ইঞ্জিনটি ব্যবহৃত হয় সেটা
হচ্ছে গুগল।
অনেকে এটিকে শুধুমাত্র তাদের ব্রাউজার এর
ডিফল্ট সার্চ ইঞ্জিন
হিসেবেই ব্যবহার করে না
,তাদের হোমপেজ হিসেবেও
ব্যবহার করে। Google এই
সফলতার পেছনে রয়েছে কিছু
ভাল কারন। গুগল শুধু একটি সার্চ
ইঞ্জিনই নয়, একটি স্মার্ট সার্চ
ইঞ্জিন।এটি সব বর্তমানকেই
তালিকা করে না বরং আর
বেশি কিছু করে।
বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ সার্চইঞ্জিন হিসেবে গুগল সবার নিকট
পরিচিত। Google এই সার্চ
ইঞ্জিনের আরও বহুবিধ
ব্যবহার রয়েছে। যেগুলো
আমাদের অনেকের জানা আবার
অনেকের অজানা। শব্দের অর্থ,
সময়, তারিখ,
কারেন্সি,কনভার্টার,
ক্যালকুলেটরসহ আরো কিছু
প্রয়োজনীয় তথ্য পেতে সহজ ও
মজার কিছু ফিচার যোগ করেছে
এ সার্চ ইঞ্জিন। ফলে কিছু টিপস
জানা থাকলেই গুগল ইঞ্জিনকে
আরো সহজ ও প্রয়োজনীয় টুলসে
পরিণত করতে পারবেন। আসুন এই
বিষয়গুলো জেনে নিই। এই টিউনে Google
মোটামুটি সকল কৌশল তুলে
ধরার চেষ্টা করবো-
✬কোন একটি নির্দিষ্ট
ওয়েবসাইট এ নির্দিষ্ট শব্দ বা ওই
শব্দের কন্টেন্ট খুঁজে পেতে চাইলে প্রথমে
আপনি যেই শব্দটি খুঁজছেন সেইটা
লিখুন তারপর site: লিখে যেই
সাইটটি থেকে খুজে বের করতে
চান সেই সাইটের নাম লিখুন।
যেমন : আপনি Computerpdf শব্দটি বা এর কনটেন্ট techtunes ওয়েবসাইটে খুঁজে পেতে
চাইছেন,তাহলে গুগলে এভাবে লিখুন ” উদাহরণঃ
আপনি যদি একটি অডিও
ফাইল খুঁজে পেতে চান, তবে সহজ
এই কোড ব্যবহার করুন।
intitle:”indexof” mp3 “Your File name”
সাধারনতঃ Your Filename.mp3
উদাহরণ: ধরুন আপনি মাইকেল
জ্যাকসনের “ Billie Jean” গানটি mp3
ফরমেটে ডাউনলোড করতে চান।
তবে সার্চ বক্সেএই কোডটি
লিখুন
intitle:”index of” mp3 “Billie Jean”
আপনি যদি ভিন্ন ফরমেটেগানটি
ডাউনলোড করতে চান, তবে mp3
এর স্থানে ফরম্যাটের নাম লিখুন।
যেমন wma, wav,ACC ইত্যাদি।
যেভাবে কোন সফটওয়্যার খুঁজবেন–
আপনি যদি সফটওয়্যার
ডাউনলোড করতে চান, তবে এই
অনুসন্ধান ট্রিক্সটি ব্যবহার করুন।
intitle:”index of” exe “Your Application
name”
উদাহরণ: ধরুন আপনি Gom player
সফটওয়্যারটি ডাউনলোড করতে
চান।তবে সার্চ বক্সে এই কোডটি
লিখুন-
intitle:”index of” exe “Gom player”
এভাবে আপনি “exe” এর জায়গায় যেকেনো প্লাটফর্মের যেমন অ্যান্ডয়েড, আইফোন,সিম্বিয়ান,জাভা ইত্যাদি সফটওয়ার সহজে খুঁজে পাবেন।
কোনো ডকুমেন্ট যদি সহজে খুঁজে পেতে চান
তাহলে সার্চ বক্সে এইভাবে লিখে দেখুন-
intitle:”index of” doc “bangla”
আশা করি আপনার কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাবেন।
যেভাবে ই-বুক খুঁজবেন
সহজে কোনো ই-বুক খুঁজে পেতে চাইছেন,
তবে সহজ এই সার্চ কৌশলটি
ব্যবহার করুন।
intitle:”index of” +(“/ebooks”| “/book”)
+(chm|pdf|zip) +”Your book name”
উদাহরণ: ধরুন আপনি “Gateway fourline” ই-বুকটি
ডাউনলোড করতে চান। তবে গুগল
অনুসন্ধান বক্সে লিখুন
intitle:”index of”+(“/ebooks”| “/book”)
+(chm|pdf|zip) +”gateway fourline”.
কিছু জানতে চাইলে নিচে Comment করুন।
ধন্যবাদ
good