মোবাইল ফোন ব্যবহারকারীদের একটি সাধারণ অভিযোগ হচ্ছে দ্রুত ফোনের চার্জ ফুরিয়ে যায়। মোবাইলের অন্যান্য অংশের চেয়ে ব্যাটারিই আগে নষ্ট হয়ে যায়। মোবাইল ফোনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হচ্চে ব্যাটারি। যদি ব্যাটারি সঠিক ভাবে চার্জ করা না হয় তাহলে খুব দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। প্রতিটি ব্যাটারির একটি নির্দিষ্ট আয়ুষ্কাল থাকে। মোবাইল ফোন ব্যবহারের উপর ব্যাটারির আয়ুষ্কাল অনেকাংশে নির্ভর করে। তাই মোবাইল ফোন ব্যবহারকারীদের মোবাইলের ব্যাটারি ভালো রাখার উপায় গুলো জেনে রাখা উচিত।
মোবাইল ফোনের ব্যাক গ্রাউন্ড হিসেবে এনিমেটেড ছবি বা ভিডিও ব্যবহার করবেন না । এনিমেটেড ব্যাক গ্রাউন্ড খুব দ্রুত চার্জ ক্ষয় করে।
যখনই সম্ভব ব্যাক গ্রাউন্ড কালো রাখুন। এমোলেড স্ক্রিন কম শক্তি ক্ষয় করে এই কালো ব্যাক গ্রাউন্ডের জন্য সাদা ব্যাক গ্রাউন্ড এর তুলনায়।
স্ক্রিনের টাইম আউট এর সময় সল্প রাখুন ।আপনার ফোনের ডিসপ্লে সেটিংস এ স্ক্রিন টাইম আউট নামে একটি অপ্সান আছে। আবার জেনারেল মেন্যুতেও থাকতে পারে । এই অপ্সান আসলে ঠিক করে যে আপনার ফোনের ডিসপ্লে তে কতক্ষন আপনার লাইট অন থাকবে কোন ইনপুট পাওয়ার পর । এই অপ্সান প্রতিটি সেকেন্ড হিসাব করে। তাই এই টাইম আউট সময় কম রাখুন । এন্ড্রয়েড ফোনে কমপক্ষে ১৫ সেকেন্ড করা যায় অন্যদিকে আইফোনে কমপক্ষে ১ মিনিট ।
মোবাইলের ব্যাটারি ভালো রাখার উপায় :
১) ফোনে সবসময় চার্জ রাখুন
২) চার্জার ব্যবহারে সতর্ক থাকুন
৩) ফোন কখনো চার্জ শূন্য করবেন না
৪) সস্তা চার্জার কিনবেন না
৫) সঠিক তাপমাত্রাই ফোন রাখুন
৬) ওয়াইফাই, ব্লুটুথ বন্ধ রাখুন
৭) ভাইব্রেশন ও অপ্রয়োজনীয় সাউন্ড বন্ধ রাখুন
৮) ফোনের কেস খুলে রাখুন
৯) সারারাত চার্জ দিবেন না
১০) অ্যানিমেশন বন্ধ রাখুন
১১) ব্রাইটনেস কমিয়ে রাখুন
১২) কাজ শেষে অ্যাপ বন্ধ রাখুন
ফোনে সবসময় চার্জ রাখুন :
মোবাইল ফোনে বেশি পরিমানে চার্জ রাখতে হবে। লিথিয়াম আয়ন ব্যাটারির ক্ষেত্রে অধিকাংশ সময় ৫০ শতাংশ বা তার বেশি চার্জ রাখতে হবে। অর্থাৎ চার্জ ৫০ শতাংশ শেষ হয়ে গেলে পুনরায় চার্জে দিতে হবে। এতে করে আপনার মোবাইল ফোনের ব্যাটারি ভালো থাকবে বেশিদিন।
চার্জার ব্যবহারে সতর্ক থাকুন :
যে মোবাইল ফোনের জন্য যে চার্জার নির্ধারিত, সেটিই ব্যবহার করা সবচেয়ে ভালো। চার্জার সাথে না থাকলে অন্য চার্জার ঐ ফোনের জন্য প্রযোজ্য কি না সেটি দেখে নিন। আর নকল চার্জার ব্যবহার করা থেকে অবশ্যই বিরত থাকুন।
ফোন কখনো চার্জ শূন্য করবেন না :
কখনোই ব্যাটারির চার্জ একেবারে নিঃশেষ করে আবার চার্জ দেওয়া উচিত নয়। কারণ আর ফলে ব্যাটারির আয়ু কমে যায়। শূন্য থেকে ১০০ পর্যন্ত ব্যাটারি রিচার্জ করাকে চার্জ সাইকেল বলে। প্রতি মাসে একবার চার্জ সাইকেল পূর্ণ করতে পারেন। এতে করে ব্যাটারির কার্যকারিতা অনেকাংশে বেড়ে যাবে।
সস্তা চার্জার কিনবেন না :
মোবাইল ফোনের জন্য নির্ধারিত চার্জারটি নষ্ট বা হারিয়ে গেলে অনেকেই বাজার থেকে কম মুল্যের ও অখ্যাত ব্র্যান্ডের চার্জার কিনেন। এসব চার্জারে ফোন অতিরিক্ত গরম হয়ে যায়। চার্জ হতেও সময় বেশি লাগে। আর অ্যাডাপ্টারে সমস্যা দেখা দিলে ফোন ও ব্যাটারি দুটোই নষ্ট হয়ে যেতে পারে।
সঠিক তাপমাত্রাই ফোন রাখুন :
মোবাইল ফোন যতটা সম্ভব ঠান্ডা রাখুন। লি-আয়ন ব্যাটারি বেশি চার্জ হলেও কোন সমস্যা হয় না। তবে ফোনটি যেখানে চার্জ দিচ্ছেন বা রাখছেন, সে জায়গা যেন অতিরিক্ত গরম না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এতে ফোন অতিরিক্ত গরম হয়ে যেতে পারে। ফোন আবার অতিরিক্ত ঠান্ডা জায়গায় রাখাও ঠিক নয়। খুব বেশি ঠান্ডা বা অতিরিক্ত গরম ব্যাটারির কার্যক্ষমতার উপর প্রভাব ফেলে।
ওয়াইফাই, ব্লুটুথ বন্ধ রাখুন :
প্রয়োজনের বাইরে কখনো ওয়াইফাই, ব্লুটুথ চালু করে রাখবেন না। কারণ এতে করে ব্যাকগ্রাউন্ডে বা প্রসেসরে বেশি করে শক্তি খরচ হয়। ফলে চার্জ শেষ হয় বেশি।
ভাইব্রেশন ও অপ্রয়োজনীয় সাউন্ড বন্ধ রাখুন :
প্রয়োজন ছাড়া ফোনের ভাইব্রেশন চালু রাখার কোন মানে হয়না। এজন্য বিভিন্ন অ্যাপ বা সেটিং থেকে অপ্রয়োজনীয় সাউন্ড অফ করে রাখুন। এতে করে চার্জ কম খরচ হবে।
ফোনের কেস খুলে রাখুন :
মোবাইল ফোন চার্জে দেওয়ার সময় ব্যাটারি কিছুটা গরম হয়ে যায়। ব্যাটারি গরমের প্রভাব ফোনে ছড়িয়ে পড়ে। তাই ফোন অতিরিক্ত গরমের হাত থেকে রক্ষা করতে চার্জে থাকা অবস্থায় ফোনের কেসিং বা কভার খুলে রাখা উচিত।
সারারাত চার্জ দিবেন না :
আমরা অনেকেই রাতের বেলা ফোন চার্জে দিয়ে ঘুমিয়ে যাই। ফোনটি সারারাত ধরে চার্জ হলে সেটা ওভার চার্জিং হয়ে যায়। আপনার ফোনের জন্য এটা খুবই ক্ষতিকর। তাছাড়া সারারাত ফোনে চার্জে দেওয়ার ফলে ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরণও ঘটতে পারে।
অ্যানিমেশন বন্ধ রাখুন :
আপনি কি জানেন আপনার মোবাইল ফোনের কিছু ফ্ল্যাশ এনিমেশন আপনার ফোনের ব্যাটারি লাইফ কমিয়ে দিতে পারে। আগে এগুলো অফ করা না গেলেও এখন আপনি এগুলো অফ করতে পারবেন।
ব্রাইটনেস কমিয়ে রাখুন :
ফোনে সবসময়ই বেশি ব্রাইটনেসের প্রয়োজন হয়না। তাই প্রয়োজন ছাড়া ব্রাইটনেস কমিয়ে রাখলেই চলে। ফোন ব্যবহারের সময় ব্রাইটনেস ৫০ শতাংশের এর নিচে রাখা ভালো। ফলে চার্জ থাকবে বেশিক্ষণ।
কাজ শেষে অ্যাপ বন্ধ রাখুন :
বেশির ভাগ সময় আমরা কাজের শেষে অ্যাপ বন্ধ না করে মিনিমাইজ করে রাখি। এতে ফোনের চার্জ দ্রুত শেষ হয়। তাছাড়া এমন কিছু অ্যাপ আছে, যে গুলোতে বেশি চার্জ লাগে। তাই এগুলো বন্ধ করে রাখাই ভালো।
কিছু প্রশ্ন ও উত্তর: মোবাইলের ব্যাটারি ভালো রাখার উপায়
আমি কি ব্যাটারি সেভার ডাউনলোড করেতে পারব ব্যাটারির চার্জ দীর্ঘক্ষণ রাখার জন্য?
সব ব্যাটারি সেভার অ্যাপস ভাল নয়। কিছু আছে শুধুই বিজ্ঞাপন। আবার অনেক অ্যাপস আছে যা আপনার ব্যাটারির চার্জ দ্রুত নষ্টই করবে ।
ব্যাটারি চার্জ করার সময় ফোন কি চালু রাখব?
না, কারণ চারজিং এর সময় ফোন বা ম্যাসেজ আসলে বা অন্য কোন নোটিফিকেসান আসলে তা আপনার ফোনের চারজিং বন্ধ করে রাখে সেই সময়ের জন্য।
আমার ব্যাটারি যখন ৮০% তখন ব্যাটারি ডাউন হয়। এটাকে টার্ন ব্যাক করলে দেখায় ০-৫%। এই সমস্যা কিভাবে সমাধান করব?
উপায়-১ – যদি মোবাইল ব্যাটারির দাম কম হয় তাহলে এটিকে ঝাকিয়ে নিন। যাতে নরমাল হয় । মোবাইল ব্যাটারির যত্ন নিবেন।
উপায় -২- মোবাইল ফোনের কেস সরিয়ে ফেলুন। ব্যাটারিটি যে পিন দিয়ে যুক্ত থাকে সেদিকে পুশ করুন । টার্ন অন করার জন্য পুশ করতে থাকুন। যখন দেখবেন ঠিক হয়ে গেছে তখন পুশ করা বন্ধ করুন। আর কেইসে রাখুন। মোবাইল সার্ভিসিং বেশী করবেন না। মোবাইল ব্যাটারির দাম কম দিয়ে কিনবেন না। ভাল মানের মোবাইল ব্যাটারি কিনুন।
মোবাইল ব্যাটারি চার্জ ,মোবাইল ফোন চার্জ করার সময় ব্যবহার করা যাবে কিনা?
হ্যাঁ, মোবাইল ব্যাটারি চার্জ অবস্থায়ে সম্ভব, কিন্তু এতে ব্যাটারি গরম হয়ে যাবে। এতে ব্যাটারি প্রসারিত হয় আর চার্জ হতেও দেরি হয়। নিম্নমানের ব্যাটারি চার্জার কিনবেন না কারণ এটি বিস্ফোরিত হতে পারে বা আপনার ব্যাটারি নষ্ট করতে পারে। মোবাইল ব্যাটারির যত্ন নিবেন।
চার্জ কি?
চার্জ কি ? পদার্থ মূলত অসংখ্যা ক্ষূদ্র ক্ষুদ্র পরমানু দিয়ে গঠিত । এই পরমানুর অভ্যন্তরে রয়েছে নিউক্লিয়াস এবং এই নিউক্লিয়াস কে কেন্দ্র করে সৌরজগতের ন্যায় ইলেকট্রন সমূহ চারিদিকে ঘুরছে । এই নিউক্লিয়াসের মধ্যে রয়েছে প্রোটন এবং নিউট্রন । ইলেকট্রন সমূহ নেগেটিভ চার্জযু্ক্ত হয়ে থাকে ।
রিলেটেড আর্টিকেল…….
মোবাইলে ফটো এডিটং করার সেরা ইমেজ এডিটর এপস
যেসব সুবিধা থাকছে ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং `নগদ` সার্ভিসে