ফেসবুক(Facebook), টুইটার (Twitter), ইনস্টাগ্রাম (Instagram) বা অন্য যেকোনো সোশ্যাল মিডিয়া (social media) প্লাটফর্মে নিজের ছবি দেয়ার আগে আমরা সেই ছবি সুন্দর করে এডিটিং করে নেই।হে, ফটো এডিটিং করার উদ্দেশ্য এটাই যে, আমাদের ফটো বা ছবি যাতে আরো বেশি ভালো এবং আকর্ষণীয় হয়ে ওঠে এবং ফলে আমাদের ছবিতে যাতে অধিক লাইক বা কমেন্ট হওয়ার সুযোক হয়।
তাই, কারণ যাই থাকুক না কেন, যদি আপনারা নিজের ছবিকে আরো আকর্ষণীয় এবং সুন্দর বানাতে চান, তাহলে করতে হবে এন্ড্রয়েডের কিছু সেরা ফটো এডিটিং apps এর ব্যবহার। মোবাইলে ছবি এডিট করার apps গুলি আপনারা ফ্রীতেই গুগল প্লেস্টোরে (Google playstore) গিয়ে ডাউনলোড করতে পারবেন।
Android mobile এর জন্য ইমেজ এডিট করার এরকম এপস বা সফটওয়্যার অনেক আছে। কিন্তু, কেবল কিছু photo editing apps এমন রয়েছে, যেগুলি আপনার ছবিকে perfect এবং attractive বানিয়ে তুলবে।
এই উদ্দেশ্যে, এই আর্টিকেলে আমি আপনাদের “এন্ড্রয়েড মোবাইলে ফটো এডিটিং করার ৭ টি সেরা সফটওয়্যার” এর ব্যাপারে বলবো। এবং, যেগুলি ব্যবহার করে আপনারা অনেক সহজে যেকোনো picture বা photo আরো বেশি সুন্দর বানিয়ে তুলতে পারবেন।
মোবাইলে ফটো এডিটিং করার সেরা ৭ এপস –
নিচে আমি যেগুলি সেরা apps এর ব্যাপারে বলবো, সেগুলির Playstore download লিংক অবশই দিয়ে দিবো। তাই, যেই app আপনাদের ভালো লাগবে, আপনারা তাকে ফ্রীতেই সহজে ডাউনলোড করতে পারবেন।
১. AirBrush : Easy photo editor
যদি আপনারা নিজের যেকোনো ছবি অধিক সুন্দর ও আকর্ষিত বানিয়ে নিতে চান, তাহলে “airbrush photo editor” সব থেকে ভালো ফটো এডিটর হিসেবে প্রমাণিত হবে। যেকোনো, পিকচার (picture) সোশ্যাল মিডিয়াতে আপলোড করার আগেই, এই app ব্যবহার করে সেই পিকচার আরো বেশি attractive বানিয়ে নেয়া সম্ভব।
ফটোতে বিভিন্ন special effects ব্যবহার করতে পারবেন। তাছাড়া, perfect & smooth skin,Whiten Teeth, Brighten Eyes অপশনের সাথেই blemish এবং pimple remover এর মতো মজার features ও রয়েছে।
অনেক ভালো ভালো এবং advanced editing options থাকার জন্যে, এই application গুগল প্লে স্টোরে ৪.৮ এর রেটিং পেয়েছে। তাছাড়া, এখন অব্দি ১০ লক্ষ থেকেও বেশি লোকেরা নিজের মোবাইলে ছবি এডিট করার জন্য এই app ব্যবহার করছেন।
২. Snapseed editor
Snapseed app দ্বারা বিভিন্ন নতুন নতুন filter এবং features ব্যবহার করে, আমরা যেকোনো পিকচার (picture) এর কোয়ালিটি (quality) বাড়িয়ে নিতে পারি। এই এপ্লিকেশন Google এর দ্বারা নির্মিত। তাই, অনেক ভালো এবং সেরা এডিটিং অপশন (options) আপনারা এখানে পাবেন।
Selective filter brush, Tune image, Crop, White Balance, Lens Blur, Glamour Glow, Frames, Face Enhance, Face Pose, Curves এবং এরকম আরো অনেক ধরণের অপসন এপলাই করে, নিজের ফটো কে পারফেক্ট (perfect) বানিয়ে নিতে পারবেন।
Snapseed গুগল প্লে স্টোরে ৪.৬ এর রেটিং পেয়েছে এবং ১০ লক্ষ থেকেও বেশি লোকেরা একে ডাউনলোড করেছেন।
৩. Adobe photoshop express
যখন কথা আসে photo এডিটিং এর, তখন adobe photoshop সফটওয়্যার কিন্তু সেরা। কম্পিউটারের মতোই এখন আপনারা adobe photoshop express app ব্যবহার করে, নিজের মোবাইলেই ছবি এডিট করতে পারবেন অনেক সহজেই। ২০১৯ এর সব থেকে সেরা এডিটিং app হিসেবে adobe photoshop express কে বলা হয়েছে।
এই এপ্লিকেশন ব্যবহার করে, আপনারা নিজের ফটোতে (photo) contrast এবং exposure ব্যবহার করে ছবি adjust করতে পারবেন।
তাছাড়া, ফটো ক্রপ (crop) করা, rotate এবং flip করা frame, border ও text ব্যবহার করা, সবটাই এই এপ্লিকেশন দ্বারা করাটা সম্ভব। যেকোনো ফটোকে পরিষ্কার এবং স্পষ্ট করে নেয়া যাবে।
Photo collage maker, one touch filters, noise reduction, auto fix, text styles, filters এবং আরো অনেক ফিচারস এবং অপসন এপলাই করে নিজের ছবিকে পারফেক্ট (perfect) করে নিতে পারবেন।
Google play store এ, এই app ১২ লক্ষ থেকেও বেশি বার ডাউনলোড করা হয়েছে এবং ৪.৬ এর রেটিং app টি পেয়েছে।
৪. Bonfire Photo Editor Pro
আপনারা যদি নিজের ফটো গুলিতে বিশেষ ভাবে বিভিন্ন এফেক্টস (effects) এপলাই করতে চান, তাহলে এই app সেরা। ১১০ থেকেও বেশি অনন্য (unique) এফেক্টস (effects) আপনারা এখানে পাবেন। এই এপ্লিকেশন ব্যবহার করে যেকোনো ছবি অধিক আকর্ষিত এবং ইউনিক বানাতে পারবেন।
Face এবং ফটো থেকে দাগ বা ফুস্কুড়ি (pimples) সরিয়ে দেয়ার জন্য, auto features ও দেয়া হয়েছে।
Automatic selfie makeup, Unique Funk filters, Pop art filters, Magic “Fancy” effect, Artistic painting effects, Smart skin-whitening technology এবং আরো অনেক ধরণের প্রফেশনাল এডিটিং টুলস রয়েছে, যেগুলি ব্যবহার করে আপনারা অ্যাডভান্সড রকমের পিকচার এডিট করতে পারবেন।
৫. PhotoDirector
Photodirector একটি সেরা এবং অনেক ভালো ফটো এডিটর app, যে আপনার যেকোনো ছবির কোয়ালিটি এবং লুক্স (looks) অধিক পরিমানে বাড়িয়ে attractive করে তুলবে। বিভিন্ন রকমের এডিটিং টুলস আপনারা ব্যবহার করতে পারবেন।
যেমন, filters, light effects, Brighten pictures, Color editing, Collage maker, Photo fx, HDR & layer editing এবং আরো অনেক ধরণের টুলস যেগুলি আপনার picture ও photo কে আরো বেশি এট্রাক্টিভ (attractive) বানিয়ে দিবে।
গুগল প্লে স্টোরে, এই app টির রেটিং ৪.৬ রয়েছে এবং ৮ লক্ষ থেকেও লোকেরা photodirector app install করেছেন।
৬. Cymera Camera
Cymera camera একটি ফ্রি selfie camera app প্রত্যেক এন্ড্রয়েড ইউসার দেড় জন্য। বিশেষ ভাবে, বিভিন্ন selfie effects নিজের ফটো গুলিতে দেয়ার জন্য, এই Cymera app সেরা।
এই app ব্যবহার করে নিজের ফটো গুলিতে বিভিন্ন স্টাইলিশ (stylish) ফন্ট (font) ব্যবহার করতে পারবেন। Automatic face detection feature ব্যবহার করে, বিভিন্ন রকমের makeup effects ফটোতে ব্যবহার করতে পারবেন।
Real-time Selfie Filters, Selfie Stickers, Selfie filter & beauty makeup tools, Collage Maker, Hairstyle & Color এবং আরো অনেক রকমের এডিটিং অপসন এখানে রয়েছে।
২৪ লক্ষ থেকেও অধিক লোকেরা এই এপ্লিকেশন গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করেছেন। এবং, ৪.৬ রেটিং app টিকে দেয়া হয়েছে।
৭. PicsArt
৮৫ লক্ষ থেকেও বেশি ডাউনলোড হওয়া এই এপ্লিকেশন যেকোনো ছবিকে সঠিক এবং আকর্ষণীয় ভাবে এডিট করার জন্য অনেক নামকরা। এখানে আপনারা অনেক রকমের tools এবং effects পাবেন, যেগুলি ব্যবহার করা অনেক সহজ।
Cutouts, crop, stretch, clone, add text & adjust curves এরকম ধরণের কাজ আপনারা এর টুলস গুলি ব্যবহার করে করতে পারবেন। Double exposures, AI-powered effects, 100s of fonts, fine-tuning এবং আরো অনেক রকমের ফিচারস ব্যবহার করে যেকোনো পিকচার এডিট (picture edit) করা সম্ভব।
তাহলে বন্ধুরা, ওপরে আমি যেগুলি এন্ড্রয়েড এপ্লিকেশন (android application) গুলির ব্যাপারে বললাম, সেগুলি মোবাইলে ফটো এডিটিং করার জন্য সব থেকে ভালো এবং সেরা apps. আপনারা যেকোনো, একটি বা সব গুলি প্লে স্টোর থেকে ফ্রীতেই ডাউনলোড করে নিজের মোবাইলে ব্যবহার করতে পারবেন।
Comments (No)