পিসি থেকে ফোনকল রিসিভ করবেন যেভাবে 1

যারা ল্যাপটপ এবং ফোন আলাদাভাবে ব্যবহার করতে করতে ‘ক্লান্ত’, তাদের সুখবর দিচ্ছে মাইক্রোসফট। উইন্ডোজ ১০ ইনসাইডার প্রিভিউ’র ‘কলস’ ফিচারের মাধ্যমে এটি করা যাবে।

যাদের উইন্ডোজের এই প্রোগ্রাম এবং অ্যান্ড্রয়েড ফোনের ওএস ভার্সন ৭ (অথবা আরও নতুন) আছে তারা এটি করতে পারবেন। অ্যান্ড্রয়েড ১০ ইতিমধ্যে বেরিয়ে গেছে, তাই অধিকাংশ ফোনে হওয়ার কথা।

১. ফোনের সঙ্গে পিসির সংযোগ দিতে ‘Your Phone’ অ্যাপ দিয়ে উইন্ডোজ ওপেন করুন। এবার ‘Android’ অপশনে ক্লিক করুন।

২. নিজের মোবাইল নম্বর দিয়ে ‘Send’ এ ক্লিক করুন। এবার মাইক্রোসফট আপনাকে একটি লিংক পাঠাবে যেটি দিয়ে পিসির সঙ্গে আপনার অ্যান্ড্রয়েড ফোনের সংযোগ দিতে পারবেন।

৩. ফোনের মেসেজ চেক করে লিংকে ক্লিক করুন। এটি আপনাকে গুগল প্লে’র অ্যাপ পেজে নিয়ে যাবে।

৪. ইনস্টলড হওয়ার পর ‘Install’ এ ক্লিক করে ‘Open’ অপশনে যান অথবা ‘Your Phone Companion’ অ্যাপ খুঁজুন।

৫. অ্যাপে আপনার মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলতে সব তথ্য দিয়ে সাইনইন করুন।

৬. পরবর্তী উইন্ডোতে ‘Continue’তে ক্লিক করে ‘Allow’তে যান।

৭. অ্যাপটি ব্যাকগ্রাউন্ডে রান করতে চাইলে ‘Continue’তে ক্লিক করে ‘Allow’তে যান।

৮. এবার আবার ‘Allow’তে ক্লিক করে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসটিকে পিসির সঙ্গে সংযুক্ত করুন। আবার ‘Continue’তে ক্লিক করে ‘Done’ করুন।

৯. কল আদান-প্রদান করতে উইন্ডোজ ১০এ ফোনকলস সেটিংয়ে ‘Your Phone’ অ্যাপকে অ্যাকসেস দিতে হতে পারে।

যেভাবে কল করবেন: সবকিছু সেট হওয়ার পর ফোনের বাঁদিকে ‘Calls’এ ক্লিক করুন। কল আসলে একটি ডায়ালগ বক্স দেখতে পাবেন, যার মাধ্যমে রিসিভ কিংবা কেটে দিতে পারবেন।

যেভাবে ছবি-মেসেজ দেখবেন: এটি করতে উইন্ডোজ ১০’এর ‘Your Phone’ অ্যাপ ওপেন করতে হবে। বাঁদিকে ‘Photos’, ‘Messages’ অথবা ‘Notifications’ এ ক্লিক করে ফোনের এই আইটেমগুলো ম্যানেজ করতে পারবেন। কিছু দেখতে না পেলে ‘Refresh’ এ প্রেস করতে হবে।

মাইক্রোসফট জানিয়েছে, নতুন ‘Calls’ ফিচার তারা ধীরে ধীরে সব ফোনে পাঠাচ্ছে। তাই আপনার পেতে কিছুটা সময় লাগতে পারে।

By arjoda

Leave a Reply

You missed

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ