ভালো ছবি তুলতে রিগের ব্যবহার

গুগলের পিক্সেল ৪ ফোনের পরিচিতি অনুষ্ঠানে ক্যামেরা নিয়ে বেশ আলোচনা হয়েছে। ফোনটির ক্যামেরার প্রশংসা করছেন সবাই। অনুষ্ঠানটি আপনি লাইভ দেখে থাকলে ভিডিওতে এক নারীর ছবি তোলার দৃশ্য খুঁজে পাবেন। সেখানে তাকে একটি ফ্রেমের ভেতর ফোন রেখে ছবি তুলতে দেখা গেছে।

এই ফ্রেমকে বলা হয় ‘রিগ’। এটি দিয়ে ফোন ধরতে সুবিধা হয়। নিখুঁত ছবি এবং ভিডিও ধারণ করা যায়।

এই ফ্রেমের ব্যবহারের কারণে ফটোগ্রাফার ক্যামেরা ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারেন। অবজেক্ট ভালোভাবে আয়ত্তে থাকে।

আঙুল দিয়ে ফোন দিয়ে ধরলে ব্যবহারকারীকে বেশ শ্রম দিতে হয়। এটি আপেক্ষিক বিষয়। রিগ অথবা গ্রিপ ব্যবহার করলে আঙুলের বদলে পুরো হাত দিয়ে ফোন নিয়ন্ত্রণ করা যায়। এ ক্ষেত্রে বাহু এবং কাঁধও বেশ সুবিধাজনক পজিশনে থাকে।

ভিডিও করার সময়ও এটি দারুণ কাজ দেয়। কারণ কাজ করার সময় সহজে এদিক-সেদিক করা যায়। দৃশ্য ডিফোকাস কিংবা কেঁপে যায় না।

কোনটি কেনা উচিত?

পেশাদার ক্যামেরাম্যানদের একটু বেশি দাম দিয়ে কেনা উচিত। সাধারণ ব্যবহারকারীরা আমাজন থেকে ১৬ থেকে ২০ ডলারের ভেতর কিনতে পারেন।

আরেকটু দাম দিয়ে কিনতে চাইলে Beastgrip পছন্দ করতে পারেন। এটির মূল্য পড়বে ১৩৯ ডলারের মতো।

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ