Virtual Part Time Job Best Sites Job খোঁজে আয় করুন আনুমানিক ৭০% লোক সপ্তাহে কমপক্ষে একবার রিমোট জবের কাজ করে থাকে। দিন দিন ভার্চুয়াল কাজের জনপ্রিয়তা বেড়েই চলেছে। ভার্চুয়াল কাজের হাজারো সুবিধার মধ্যে পার্টটাইম, ফুলটাইম অথবা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করা অন্যতম। ভার্চুয়াল কাজ করলে অফিস যাবার সময়টুকু বাঁচে এবং ঘরে বসে স্বাচ্ছন্দে কাজ করা যায়। রিমোট জবগুলো করতে, টেলিকমিউটিং জব সাইটগুলিতে ‘ভার্চুয়াল কাজের সুযোগ’ লেখা পোস্টগুলোর খোঁজ করতে হবে। জব খোঁজ করবেন এমন ছয়টি জব সাইট এখানে উল্লেখ করেছি যেখানে আপনি ভার্চুয়াল পার্টটাইম কাজগুলি খুঁজে পেতে পারেন। নিচের সাইটগুলোতেই ভার্চুয়াল জব ফেস্ট…
ভার্চুয়াল পার্ট টাইম জবের সেরা সাইটগুলোতে জব খোঁজে আয় করুন
১) FlexJobs
২০০৭ সালে যাত্রা শুরুর পরে, চাকুরী প্রত্যাশীদের কাছে flexjobs বিকল্প মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। সাইটের পেইড গ্রাহকরা ৪৭০০টি কোম্পানীর প্রায় ৩৪০০০ জব পোস্ট দেখতে পান। ফ্রি ভিজিটরস যারা তারা শুধু নির্দিষ্ট কিছু কাজ দেখতে পারেন।
প্রতিটি কোম্পানীর কাজের কোয়ালিটি বজায় রাখার জন্য প্রত্যেক ইউজারকে আইডি ভেরিফাই করতে হয়। আপনি যেসব কাজ খুঁজছেন, সেই কাজগুলোই কীওয়ার্ড সার্চ করে এই সাইটে ইচ্ছেমতো দেখে নিতে পারেন।
১৪.৯৫ ডলার দিয়ে একমাসের সদস্যপদ নিলে এই সাইট থেকে নিচের সেবাগুলো পাওয়া যায়।
একটি বিজ্ঞাপন-মুক্ত অভিজ্ঞতা;
হাজার হাজার কাজের সুযোগে অ্যাক্সেস;
- খরচ ছাড়া স্কিল টেস্ট;
- ক্যারিয়ার প্রশিক্ষণের সুযোগ এবং;
- চাকরি প্রত্যাশীরা অন্যান্য অনেক সুবিধা পেতে পারেন।
২) We Work Remotely
সারা বিশ্বের রিমোট ওয়ার্ক গোষ্ঠীর ২৩০,০০০ জন লোক প্রতি মাসে We Work Remotely তে কাজ করে থাকে। ২০১১সালে যাত্রা শুরুর পর ডিজাইনিং, প্রোগ্রামিং, কাস্টমার সাপোর্ট, কপিরাইটিং সহ বিভিন্ন ধরনের ১৩,০০০ এর চেয়েও বেশি জবের এক্সেস এই সাইট থেকে ব্যবহারকারীগন পেয়েছে।
বিশ্বজুড়ে প্রতি মাসে 500 টিরও বেশি নতুন চাকরির পোস্ট এই সাইটে প্রদান করা হয়। চাকরির পোস্টগুলি তথ্যমূলক বিবরণ, প্রয়োজনীয় দক্ষতাসহ যাবতীয় সবকিছু তালিকাভুক্ত করে আপনাকে সহজেই লিঙ্কের সাথে অ্যাপ্লিকেশন পৃষ্ঠায় নিয়ে যায়।
৩) Working Nomads
ওয়ার্কিং ন্যামডস এমন একটি জব সাইট যা সম্পূর্ণ রিমোট কাজের জন্য নিবেদিত। আপনি যে ফিল্ডে কাজ করতে চান সেসব কাজের নোটিশ পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে প্রতিদিন বা সাপ্তাহিক হিসেবে ই-মেইলের মাধ্যমে কাজের খোঁজ রাখতে পারেন।
হিউম্যান রিসোর্স, ডেভেলপমেন্ট, রাইটিং, শিক্ষা, স্বাস্থ্যসেবা, এবং বিভিন্ন বিভাগের হাজার হাজার কাজ এই সাইটে রীতিমত পোস্ট করা হয়।
৪) Remotive
রিমোটিভে প্রতিদিন 2500 এরও বেশি কোম্পানী নতুন কাজের পোস্টিং আপডেট করে। ২০১৪ সাল থেকে সাইটটি সক্রিয়ভাবে চাকরি প্রত্যাশীদের সহায়তা করছে। মার্কেটিং, ডিজাইন, সফটওয়্যার বা অন্যান্য প্রযুক্তি শিল্পের বিকাশের ফলে রিমোট কাজ খোঁজ করছেন এমন অভিজ্ঞরাই এখানে চাকরীর অনুসন্ধান করে লাভবান হচ্ছেন।
রিমোটিভের দু ধরণের সদস্যপদ রয়েছে। প্রথমটি ৭৫ ডলার খরচ করে হালনাগাদবিহীন আজীবন সদস্যপদ লাভ। দ্বিতীয়টি হল, ৪৯ ডলার দিয়ে বার্ষিক সাবস্ক্রিপশন যা যেকোন সময় বাতিল হতে পারে। সদস্যপদ থাকলে কর্তৃপক্ষের সাথে সহজেই কন্ট্রাক করা যায়।
চাকরির পোস্টিংয়ের পাশাপাশি, রিমোটিভ শিক্ষামূলক ওয়েবিনার, প্রাইভেট নেটওয়ার্কিংয়ের সুযোগ এবং বিভিন্ন সেক্টরে অভিজ্ঞদের সাক্ষাত্কার দেদেইয়ে থাকে।
৫) Skip The Drive
এই সাইটটিও একটি রিমোট এবং ওয়ার্ক-হোম-জব সাইট। এই সাইট সদস্যদের কাজের অভিজ্ঞতা অনুসারে জব পোস্টগুলো প্রদর্শন করে থাকে। ৫০০টি কোম্পানী টেলিকমিউটিং চাকরির সন্ধান প্রতিদিন Skip The Drive সাইটে দিয়ে থাকে।
এই সাইট থেকে চাকরির খবর পেতে শুধু সাইন আপ করে ইমেইল নোটিফিকেশন অন রাখলেই হয়। নতুন চাকরর পোষ্ট হলে আগ্রহী প্রার্থীর যোগ্যতা অনুযায়ী চাকরির নোটিফিকেশন ই-মেইলে আসে।
৬) Virtual Vocations
ভার্চুয়াল ভোকেশন সাইটে ৬৫টিরও বেশি কাজের বিভাগ রয়েছে এবং টেলিকমিউটিং কাজের ক্ষেত্রে ২২০০০ এক্সপার্ট কোম্পানী হাজার হাজার জব প্রত্যাশীর সাথে পোস্টের মাধ্যমে যোগাযোগ স্থাপন করতে পেরেছে। প্রতিদিনের কাজের জন্য ই-মেইল এলার্ট চালু করা ভালো।
Virtual Vocations সাইটে ফ্রি অ্যাকাউন্ট খোলা যায়। এতে আপনি ডাটাবেসে সীমিত অ্যাক্সেস পাবেন। তবে ১৫.৯৯ ডলারে ১ মাস, ৩৯.৯৯ডলারে তিন মাস ও ৫৯.৯৯ ডলারে ছয় মাসের প্রিমিয়াম ইউজার হওয়া যায়। প্রিমিয়াম ইউজার ফ্রি অনেক ধরণের কোর্স করতে পারেন।
একজন রিমোট চাকুরি প্রত্যাশীর চাকুরী জীবনের স্বাধীন ডানা হতে পারে এই ছয়টি সাইট। ব্রাউজ করে সদস্য হলে নিঃসন্দেহে বিভিন্ন কোর্স করে নিজের ফ্রিলান্সিং দক্ষতাও বাড়াতে পারেন।
Comments (No)