উবার (Uber) হলো মোবাইল স্মার্টফোনের অ্যাপ-ভিত্তিক ট্যাক্সি সেবার নেটওয়ার্ক। আমেরিকা ভিত্তিক অনলাইন পরিবহন নেটওয়ার্ক কোম্পানি উবারের কোন নিজস্ব ট্যাক্সি নেই। তারা এই ট্যাক্সি সেবা দিয়ে থাকে অ্যাপের মাধ্যমে যা স্মার্টফোনে কাজ করে। উবারের একটি অ্যাপ থাকে যাত্রীর নিকট এবং অন্য আরেকটি অ্যাপ থাকে ড্রাইভারের নিকট।
এটিএম কার্ড কি (What is ATM Card)
যে কোন বড় শহরেই ট্যাক্সি বেশ জনপ্রিয়। কিন্তু আমাদের বাংলাদেশের ঢাকা বা অন্যান্য শহরে ওরকম ভাবে ট্যাক্সি সার্ভিস চোখে পরে না। তবে ইদানিং এটি বেশ জনপ্রিয়তা পাচ্ছে উবারের কল্যানে। আমাদের আজকের টপিক এই উবার। এই আর্টিকেলে আমরা জানবো উবার কি এবং কিভাবে এটি ব্যাবহার করবেন।
Youtube বলে দেবে ইউটিউব এ কতটা সময় কাটালেন
সচেতন এবং প্রযুক্তি নিয়ে একটু আগ্রহী সবাই জানে উবার কি। তার পরেও কেউ কেউ এখনো এটি সম্পর্কে নাও জানতে পারেন। যাইহোক, উবার হল একটি ডিজিটাল প্লাটফর্ম যার মাধ্যমে একজন ইউজার খুব সহজে ট্যাক্সি কল করতে পারে। আর একটু অন্যভাবে বলতে গেলে বলা যায়, উবার হল এমন একটি প্লাটফর্ম যার মাধ্যমে একজন ড্রাইভার বা গাড়ি চালক খুব সহজেই প্যাসেঞ্জার পেতে পারে। এই প্লাটফর্মটি তৈরি করেছে একটি আমেরিকান প্রযুক্তি কোম্পানি যার নাম উবার টেকনোলজিস ইনকর্পোরেশন (Uber Technologies Inc.)। তারা স্মার্টফনের জন্য একটি অ্যাপ ডিভেলপ করেছে যার মাধ্যমে খুব সহজেই একজন ইউজার তাদের সেবা পেতে পারে।
বেজোসকে আবার টপকে গেলেন বিল গেটস
একজন সাধারণ ব্যবহারকারী যেভাবে উবার ব্যবহার করবেঃ
এটি ব্যবহার করা বেশ সহজ। যেহেতু আমাদের দেশে এধরনের সার্ভিস একেবারেই নতুন, তাই অনেকে এটিকে কঠিন কিছু ভাবতে পারেন। আসলে ওরকম কিছুই না। আপনি ইতিমধ্যেই উবার ব্যবহারকারী হয়ে থাকলে ভাল। আর তা না হলে ঝটপট নিচের নির্দেশনা অনুযায়ী ব্যবহার করা শুরু করে দিতে পারেন।
- প্রথমেই আপনার স্মার্টফোনে উবার অ্যাপটি ইন্সটল করে নিতে হবে। অ্যান্ড্রয়ড ব্যবহারকারিরা এখান থেকে এবং আইফোন ব্যবহারকারিরা এখান থেকে অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করে নিতে পারেন।
- এর পর, উবার অ্যাপটি ওপেন করুন। স্ক্রিনে দেখানো নির্দেশনা অনুযায়ী একটি অ্যাকাউন্ট খুলে ফেলুন।
- অ্যাকাউন্ট করা হয়ে গেলেই আপনি ব্যবহার করা শুরু করে দিতে পারবেন।
কিভাবে ট্যাক্সি বা গাড়ি ভাড়া করবেনঃ
এটি পানির মত সহজ।
- আপনি উবার অ্যাপ এ লগিন করলে “Where to” নামের একটি সার্চ বক্স দেখতে পাবেন। সেখানে আপনার গন্তব্যস্থলের নাম লিখে সার্চ দিন। জেমনঃ আমি ডাচ বাংলা ব্যাঙ্কের বনানি শাখায় যেতে চাই। তাই “Ducthbangla bank banani” লিখে সার্চ করে আমার গন্তব্য ঠিক করে নিলাম। এখন উবার আপনাকে “Moto”, “UberX”, “PREMEIER” নামের ৩ টি অপশন দেখাবে। আপনি বাইকে আপনার ডেসটিনেশনে যেতে চাইলে Moto সিলেক্ট করুন। আর যদি ভালো মানের গাড়িতে করে যেতে চান তাহলে PREMEIER অথবা নরমাল গাড়িতে যেতে চাইলে UberX সিলেক্ট করুন। এবার উবার আপনাকে আনুমানিক খরচ দেখাবে। অর্থাৎ আপনার লোকেশন থেকে গন্তব্যস্থলে যেতে কত খরচ হবে।
- আনুমানিক ভাড়া জানার পর আপনি যদি উবারে আপনার ডেসটিনেশনে যেতে চান, তাহলে “Confirm” নামের বাটনে প্রেস করুন।
- কিছুক্ষন অপেক্ষা করুন। একজন উবার ড্রাইভার আপনার রিকুয়েস্ট গ্রহন করবে এবং আপনাকে কল করে আপনার লোকেশন জানতে চাইবে। তাকে বলে দেন আপনি কথায় আছেন এবং সে কোথায় এসে আপনাকে পিক করে নিয়ে যাবে।
- উবার ড্রাইভার তার গাড়ি বা বাইক নিয়ে আপনার কাছে এলে গাড়িতে উঠে পড়ুন। এরপর সে আপনার রাইড একটিভ করবে।
- আপনার ডেসটিনেশনে পৌঁছানোর পর আপনার প্রকৃত ভাড়া জানতে পারবেন। ড্রাইভারই সেটা আপনাকে জানিয়ে দিবে। ভাড়া পে করে গাড়ি থেকে নেমে পড়ুন।
- এবার আপনার উবার আপে আপনি ড্রাইভারকে রেটিং দেয়ার অপশন পাবেন। আপনার অভিজ্ঞতা অনুযায়ী রেটিং দিবেন।
উবারে ফ্রি রাইড পাবেন যেভাবেঃ
আপনি চাইলে Uber-এ ফ্রি রাইড পেতে পারেন। এক্ষেত্রে আপনাকে একটি প্রমো কোড ব্যবহার করতে হবে। এটি করতে নিচের পদ্ধতিগুলো অনুসরণ করুন।
- প্রথমে অ্যাপটি ওপেন করুন।
- তারপর বাম দিকের উপরের দিকে ৩ টি দাগ দেয়া আইকনে ক্লিক করুন।
- এবার Payment নামের অপশনটি সিলেক্ট করুন।
- এখন, Add Promo/Gift Code এ ক্লিক করুন।
- এখন hasibulk35ue এই কোডটি টাইপ করুন।
- এবং Add এ ক্লিক করুন।
Uber আসলে তেমন কিছু না। যারা প্রজুক্তিকে এখনো ভালোভাবে গ্রহণ করতে পারে নাই, তারা উবারকে বিশেষ কিছু মনে করতে পারে। আসলে এটি একটি আরামদায়ক প্রফেশনাল ট্যাক্সি সার্ভিস।
Comments (No)