তৈরি করুন আপনার নিজের একটি Master Card Free।

তৈরি করুন আপনার নিজের একটি Master Card Free।
তৈরি করুন আপনার নিজের একটি Master Card Free।
তৈরি করুন আপনার নিজের একটি Master Card Free। নেটলার Master কার্ড কে Payoneer এর ভালো বিকল্প হিসেবে ধরা যায় । Payoneer এর মত আপনি সব কিছুই এটা দিয়ে করতে পারবেন।এতে আপনি ভারচুয়াল Master এরসুবিধা পাবেন যা আনভেরিফাইড একাউণ্ট হলেও পাবেন ।

যাই হোক এবার আসল কাথায় আসা যাক ,কিভাবে নেটলার এর Master কার্ড পেতে হবে তার নিয়মাবলি নিচে দেওয়া হল :

১ .প্রথমে আপনাকে একটা একাউণ্ট খুলতে হবে ।আরএখানে আমি একাউণ্ট
খুলতে Government আইডি কার্ড ব্যবহার করব ।Online income tunes

২ .সাইন আপ অপশন এ যান এখানে কান্ট্রি ,মেইল আড্রেস ,ডিজেয়ার একাউন্ট কারেন্সি এগুলো পূরন করুন । তারপর কন্টিনিউ তে ক্লিক
করুন ।

৩ .এখানে আপনার firstনেম ,লাস্ট নেম ,স্ট্রিট আড্রেস,সিটি , রিজন,পোস্টকোড , ফোন নাম্বার ,জন্ম তারিখইত্যাদি ডাটা আপনি যে Government আইডি কার্ড দিয়ে খুলতে চান ঠিক তার মতহতে হবে ।
এটা খুবই গুরুত্তপূর্ন । ডাটা সঠিক না হলে আপনার একাউণ্ট এপ্রুভ হবে না ।

৪. তারপর কন্টিনিউ তে ক্লিক করুন ।এই পেজ টি সেভ করে রাখুন ।একাউণ্ট
আইডি এবং সিকিউরডআইডি দুটি আপনার কাজে লাগবে । এবার আপনি আপনার মেইল এ গিয়ে দেখতে পবেন কনফ্রিমেশন মেইল. নিচের মত করে । সাইন ইন করুন ।

৫ .এবার নিচের মত দেখতে পাবেন । এখানে net+card এ ক্লিক করুন।তারপর ,নেটলার অথরিটি আপনার আইডেনটিটি ভেরিফাই করতে বলবে ।
ভেরিফাই ইওর একাউণ্ট এ ক্লিক করুন । তারপর সাবমিট ইওর  আইডেনটিটি ডকুমেন্টস পেজ দেখতে পাবেন । এখানে ডকুমেন্ট টাইপ  সিলেক্ট করুন Government আইডি কার্ড এবং ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড এর স্ক্যান্ড কপি আপলোড করুন।

৬ . আপলোড শেষ হলে সাবমিট আপলোড ডকুমেন্ট এ ক্লিক করুন । সব ঠিক থাকলে তিন দিনের ভিতর আপনার আপ্লিকেশন এপ্রুভ হবে ইনশাল্লাহ । এপ্রুভড মেসেজ আপনার মেইল এ পাবেন । নেটলার Master কার্ড  আসতে যত দিন লাগবে তত দিন আপনি আপনার প্রয়জনীয় কাজ চালাতেপারবেন
নেটলার ভারচুয়াল কার্ড এর মাধ্যমে । এটা কোনো প্লাস্টিক কার্ড না । যে সব ওয়েব সাইট এ Master এর সুবিধা আছে সেসব সাইট এ আপনি এটা দিয়ে কাজ চালিয়ে যেতে পারবেন । ভারচুয়াল কার্ড এর নাম্বারপেতে আপনার
সিকিউরড আইডি লাগবে । আপনি নেট+কার্ড এ ক্লিক করলে ভারচুয়াল কার্ড এর অপশন পাবেন , যেখানে এন্টার ইওর সিকিউরডআইডি এবং আইডি এর  জন্যে টেক্সট ফিল্ড দেখাবে ,সেখানে সিকিউরড আইডি দিয়ে View Card
Number এ ক্লিক করুন । [নোট : নেটলার ভারচুয়াল কার্ডএর নাম্বার আপনি আনভেরিফাইড অবস্থাতেও পাবেন ] তারপর আপনি আপনার Virtual Card এর নাম্বার দেখতে পাবেন । এটা দিয়ে আপনি ইন্টারনেট এর সব কাজ চালাতে পারবেন । তারপর যখন আপনার প্লাস্টিক কার্ড হাতে পাবেন তখন সেটা এক্টিভ করুন আর নেটলার মাস্টার কার্ড এর সুবিধা উপভোগ করুন ।এবার যেভাবে প্লাস্টিক মাস্টার কারড এক্টিভ করবেন তা দেখাব ।

এটা খুবই সহজ কাজ ।
>>
যখন আপনি net+card এ ক্লিক করবেন এক্টিভ দিস কার্ড অপশন পাবেন ।
সেখানে ক্লিক করলে কার্ড নাম্বার ও CVV নাম্বার চেয়ে দুটো টেক্সট ফিল্ড আসবে । CVV নাম্বার আপনি কার্ড এর পেছনে পাবেন তিন ডিজিটের নাম্বার
শেষে থাকে যেটা । আজ এখানেই শেষ করলাম ।

সবাই ভাল থাকবেন এই আশায় আজ শেষ করছি ।

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ