কিভাবে বাংলা Blog Adsense এর আয় বৃদ্ধি করবেন?

কিভাবে বাংলা Blog Adsense এর আয় বৃদ্ধি করবেন?

আমরা যারা বাংলা আর্টিকেল লিখে ব্লগিং করি তারা গুগল এডসেন্স এর পিছনে ছুটতে ছুটতে শেষ পর্যন্ত অনেক কষ্টের বিনিময়ে কিছুলোক এডসেন্স অনুমোদন করে নিতে পারি। কিন্তু গুগল এডসেন্স অনুমোদন পাওয়ার পর যখন কিছুদিন Blog এডসেন্স বিজ্ঞাপন ব্যবহার করি তখন এডসেন্স এর আয়ের পরিমান

কম দেখে হতাশ হয়ে যাই। সেই সময় অনেকে বিজ্ঞাপন এর ক্লিক বাড়ানোর জন্য বিভিন্ন অবৈধ উপায়

আরো পড়ুন: Social book marking ওয়েবসাইট এর সর্ম্পকে জানুন ।

অবলম্বন করি। যার ফলশ্রুতিতে এডসেন্স আমাদের একাউন্ট স্থায়িভাবে বন্ধ করে দেয়।

আর যারা নিয়ম মেনে Blog Adsense ব্যবহার করেন, তারা এডসেন্স এর আয়ের পরিমান এত কম দেখে

ব্লগিং থেকে মনোযোগ হারিয়ে ফেলেন। আসলে কেন এডসেন্স হতে আয় কম হচ্ছে সেটা কখনো আমরা

বুঝার চেষ্টা করি না। আমরা মনেকরি গুগল এডসেন্স পেলেই মনেহয় গল্পের সেই সোনার হাঁস পেয়ে যাব,

আর সেই হাঁস অমনি অমনি প্রতিদিন একটি করে সোনার ডিম দিতে থাকবে। সেই ডিম বিক্রি করে

আমরা অল্পদিনে বড় লোক হয়ে যাব। আসলে বাস্তবে এ রকম কিছু নেই।

এডসেন্স কেন আপনাকে টাকা দেবে:-
আরে ভাই, এডসেন্স থেকে টাকা আয় করার জন্য প্রথমে আপনাকে বুঝতে হবে, এডসেন্স কেন আপনাকে

টাকা দেবে? এডসেন্স আপনার আমার Blog বিজ্ঞাপন দেখিয়ে বিভিন্ন কোম্পানির নিকট থেকে টাকা আয়

করে। আর আমাদের Blog গুগল এর মাধ্যমে বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন শো ও ক্লিক হওয়ার কারনে

গুগল তার আয়ের কিছুটা অংশ আমাদেরকে দেয়। এ ক্ষেত্রে Blog প্রচুর পরিমানে ভিজিটর না থাকলে এবং

আপনার ব্লগ হতে এডসেন্স এর বিজ্ঞাপনে অর্গানিক ক্লিক না হলে, আমাদের ব্লগ থেকে এডসেন্স এর কোন

লাভ/মুনাফা হয় না বিধায় গুগল আমাদেরকে টাকা দেয় না।

এডসেন্স থেকে আয় বৃদ্ধি করার উপায় কি:
কিভাবে গুগল এডসেন্স এর আয় বৃদ্ধি করতে হয়, সে বিষয়ে ইতোপূর্বে আমাদের ব্লগে কয়েকটি পোস্ট

রয়েছে। সেই জন্য নতুন করে এই বিষয় নিয়ে বেশি কিছু বলতে চাইছি না। আপনি আমাদের ব্লগের

পোস্টগুলো দেখে নিলে এডসেন্স আয়ের রহস্য নিজে নিজে বুঝতে পারবেন।

মূলত এডসেন্স আয় বৃদ্ধি করার জন্য প্রয়োজন প্রচুর পরিমানে ভিজিটর। যার ব্লগে যত বেশি ভিজিটর

থাকবে, তার ব্লগের এডসেন্স ইনকাম তত বেশি বৃদ্ধি পাবে। এক কথায় এডসেন্স থেকে মাসে ডলার আয়

করার জন্য হিউস পরিমান (আবার বলছি হিউস পরিমান) ট্রাফিক এর প্রয়োজন হবে। আপনার ব্লগে যদি

প্রতিদিন ১/২ হাজার ভিজিটর থাকে, তাহলে সারা মাসেও বাংলা ব্লগের মাধ্যমে এডসেন্স থেকে ১০০

ডলার ইনকাম করতে পারবেন না।

এখন আপনি নিশ্চয় বুঝতে পেরেছেন যে, এডসেন্স থেকে বাংলা ব্লগের মাধ্যমে আয় করার জন্য আপনার

ব্লগে ট্রাফিক বৃদ্ধি করে নিতে হবে। কিভাবে আপনার বাংলা ব্লগে ট্রাফিক বৃদ্ধি করবেন এবং কোন কোন

বিষয় নিয়ে ব্লগে বাংলা আর্টিকেল লিখলে বেশি টাকা আয় করা যায় বা বেশি পরিমানে ট্রাফিক

পাওয়া যায়, এখন সেই বিষয় নিয়ে আলোচনা করব।

কিভাবে বাংলা ব্লগ থেকে বেশি টাকা আয় করবেন:-
আপনি অলরেডি জেনে গেছেন যে, বাংলা ব্লগে আর্টিকেল লিখে গুগল এডসেন্স এর মাধ্যমে বেশি টাকা

আয় করার জন্য ব্লগে বেশি পরিমানে ভিজিটর প্রয়োজন হয়। বাংলা ব্লগে ভিজিটর বৃদ্ধি করার জন্য

আপনাকে প্রথমে একটি সঠিক নিশ (টপিক) বাছাই করে নিতে হবে। কারণ আমরা নরমালি যে সমস্ত নিশ

নিয়ে বাংলা ব্লগে লেখালেখি করি, সেগুলোর প্রতি আমাদের দেশের মানুষের আগ্রহ এখনো অনেক কম

আছে।

আরো জানুন: ইমেইল মার্কেটিং এর সুবিধা ও এর কিছু জরুরী টিপস । পর্ব-2
বিটিরসি এর হিসাব অনুসারে এখনো আমাদের দেশে মাত্র সাড়ে নয় কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার

করে। যাদের মধ্যে প্রায় ৪ কোটি মানুষ শুধুমাত্র ফেসবুক ব্যবহার করে, ৩ কোটি মানুষ শুধুমাত্র

মোবাইলে চ্যাট ও ভিডিও কল করার জন্য ইন্টারনেট ব্যবহার করছে, প্রায় ২ কোটি মানুষ রয়েছে যারা

শুধুমাত্র অনলাইনে মাঝে মধ্যে নিউজ পড়ার জন্য ইন্টারনেট ব্যবহার করে এবং বাকী ৫০ লক্ষ মানুষ

বিভিন্ন প্রয়োজনে গুগলে তথ্য জানার জন্য ইন্টারনেট ব্যবহার করছ।

আরো জানুন: কাজে মনোযোগ ধরে রাখতে জেনে নিন ৬টি উপায়।
এই পরিসংখ্যান থেকে দেখা যায় যে, আমাদের দেশে খুব কম মানুষ রয়েছে যারা টেকনোলজি ও ব্লগ

পড়ার জন্য বা ব্লগিং করার জন্য ইন্টারনেট ব্যবহার করে। কাজেই আপনার ব্লগে ভিজিটর বৃদ্ধি করার

জন্য এমন নিশ (টপিক) নিয়ে ব্লগে লেখালেখি করতে হবে, যে নিশ এর প্রতি আমাদের দেশের মানুষের

আগ্রহ/প্রয়োজন রয়েছে।

লেখা গুলো পড়ে ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না । আপনার

সুচিন্তিত মতামত আমার একান্ত কাম্য। তাই এই বিষয়ে আপনার যদি কোন মতামত থেকে থাকে তাহলে

অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমি আনন্দের সহিত আপনার মতামত গুলো পর্যালোচনা করে

রেপ্লাই দেওয়ার চেষ্টা করবো।

ভাল থাকবেন।

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ