আসসালামু আলাইকুম। একটি মানুষকে সফল হতে গেলে কি কি বিষয়ের প্রতি খেয়াল রাখতে হয় তা আমি আজকে এইখানে লিখতে যাচ্ছি ।এই পৃথিবীর প্রতিটি মানুষই সফল হতে চায়।কিন্তু কেউ অসফল হতে চায় না।সত্যিকার অর্থে, একটি মানুষকে সফল হতে গেলে যেসব গুনাবলি তার নিজের মধ্যে থাকা দরকার তা হল:
জীবনে সফল হওয়ার মূলমন্ত্র
- সবার আগে নিজেকে গুরুত্ব দিন
- সামনে এগিয়ে যাওয়া থামাবেন না
- অন্যরা কী ভাবছে তা ভাবার দরকার নেই
- দৃষ্টিভঙ্গি বদলান
- ইতিবাচক মানুষের চারপাশে থাকুন
- মাথা খাটান
- নিজেকে মাঝে-মধ্যে ছুটি দিন
- ব্যর্থতা জীবনের শেষ কথা নয়
সাহস ও আত্মপ্রত্যয়
সাহসকিতা একটি উত্তম গুণ। যে কোনো ঝুঁকিপূর্ণ কাজ সম্পাদনের জন্য যথেষ্ঠ সাহসিকতার প্রয়োজন রয়েছে। আপনার মধ্যে অদৃশ্য সাহস ও সুদৃঢ় আত্মপ্রত্যয় থাকতে হবে। আপনাকে প্রায়শই নতুন প্রযুক্তি ও ধ্যানধারণা প্রয়োগের ব্যাপারে উদ্যোগী ভূমিকা পালন করতে হয়। পর্যাপ্ত সাহস, মনোবল ও আত্মপ্রত্যয় থাকলে আপনার পক্ষে যে কোনো পরিবেশ পরিস্থিতির মোকাবিলা করা সম্ভব হবে
লক্ষ্য নির্ধারণ করা
জীবনে সফল হতে হলে প্রথমেই নির্দিষ্ট একটা লক্ষ্য থাকা দরকার। নির্দিষ্ট লক্ষ্য ছাড়া কেউ কোনদিন সফল হতে পারেনি আর পারবে ও না। একমাত্র নির্দিষ্ট লক্ষ্যই পারে মানুষকে সফল করতে। তাই আর দেরি না করে এখনই আপনি আপনার লক্ষ্য গুলো একটি পেপারে লিখে ফেলুন।
নেপোলিয়ন হিল বলেছেন,মানুষের মন যা চিন্তা করে আর তা যদি বিশ্বাস করে তাহলে তা সে অর্জন করতে পারে। শুধু লক্ষ্য থাকলেই হবে না,নিজের লক্ষ্যকে বিশ্বাস করতে হবে। আর সে অনুযায়ী অাপনাকে কাজ করে যেতে হবে।আজ না হয় কাল আপনি সফল হবেনই,শুধু বিশ্বাস রেখে কাজ করে যান।জীবনে কিছু না করলে জয়ধ্বনি শোনা যায় না।তাই আজই শুরু করুন।
Hard work is the key to success
নিজের আত্ম-বিশ্বাস বাড়ানো
জীবনে সফল হওয়ার জন্য যে জিনিসটি থাকা দরকার তার মধ্যে আত্ন- বিশ্বাস হল অন্যতম। Self confidence is one of the most powerful things for human. It helps us so much.তাই নিজের স্বপ্ন যদি পূরন করতে চান তাহলে আত্ন বিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যান।কে কি বললো, সেটা নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই।মনে রাখবেন, এই পৃথিবীতে আপনাকে পাশে দাড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই, সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই কিন্তু পিছনে দাড়িয়ে সমালোচনার করান লোকের অভাব নেই।
তাই আমি বলি,একমাত্র আত্ন-বিশ্বাসই পারে আপনাকে সামনে এগিয়ে যেতে।
চরিত্র ঠিক রাখা
সফল হওয়ার অন্যতম হাতিয়ার হল নিজের চরিত্র ঠিক রাখা। Because, money is lost means something money is lost. Wealth is lost means something wealth is lost. But character lost means everything is lost. So be careful.আপনি যদি নিজেকে একজন সফলবান ব্যক্তি মনে করেন, তাহলে নিজের চরিত্র ঠিক রাখুন। চরিত্রহীন ব্যক্তিরা কোনদিন সফল হতে পারে না।আজ না হয় কাল, তারা সমাজ ও দেশবাসীর কাছে ধরা পড়বেই।
নিজের দক্ষতা বাড়ান
বর্তমান পৃথিবীতে ঠিকে থাকতে হল অন্তত আপনাকে একটি বিষয়ের উপর দক্ষ হতে হবে। কারন,এই পৃথিবীতে যোগ্যতমরাই ঠিকে থাকবে।আপনি যদি এই প্রতিযোগিতার যুগে নিজেকে প্রমাণ করতে চান তাহলে আগে নিজের দক্ষতা বাড়ান। যে যত বেশি তার কাজে দক্ষ,সফলতা তার কাছেই বেশি ধরা দেয়।
নিজের কাজকে শ্রদ্ধা করুন
এই পৃথিবীতে যারা সফল হয়েছে তারা সবাই নিজের কাজকে ভালবেসেছে এবং সম্মান করেছে। এ.পি.জে. আবুল কালাম বলেছেন, আপনি যদি আপনার কাজকে শ্রদ্ধা করেন, লোকে আপনাকে অসম্মান করবে আর আপনি যদি আপনার কাজকে অসম্মান করেন, লোকে আপনাকে সম্মান করবে।
তাই আমি বলি, লোকে আমাকে কতটুকু সম্মান করলো কি করলো না,সেটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হল আমার কাজকে আমি সম্মান করতেছি কি না।
সময়ের সঠিক ব্যবহার
সফলতার অারেক মূল মন্ত্র হল সময়কে যথাযথ ভাবে ব্যবহার করা।আমরা সবাই জানি Time and tide wait for none. It is really a value able asset. Without time management you cannot success in life.তাই আজকে থেকেই সময়কে যথাযথ ভাবে ব্যবহার করতে শিখুন।
যদি উপরোক্ত টপিকসমূহ পড়ে ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন এবং আমাকে আরো লেখার জন্য অনুপ্রাণিত করবেন।
আন্তরিকতা
আপনাকে প্রতিষ্ঠানের প্রতি ও কাজের প্রতি আন্তরিক হতে হবে। আন্তরিকতার সাথে প্রতিষ্ঠানের কার্য পরিচালনা করলে কাজের অগ্রগতি হয়। ফলে প্রতিষ্ঠান লাভবান হয়। তাই আপনাকে আন্তরিক হওয়া প্রয়োজন।
একাগ্রতা
নতুন প্রতিষ্ঠান দাঁড় করানো কোনো সহজ কাজ নয়। যে কোনো উদ্যোক্তাই কঠিন সময়েও কাজ করে যাওয়ার প্রবল মানসিকতা নিয়ে এগিয়ে যায় এবং মাঝে মাঝে সে বড় কিছু করে ফেলে। যারা সিরিয়াস তারা যে কোনো কিছু করতে প্রস্তুত থাকে যাই হোক না কেন। একটি বিষয়ে তারা ধাপে ধাপে এগিয়ে যায়, তারা কখনও একসাথে সবকিছু করতে গিয়ে ঝামেলা তৈরি করে না।
দৃঢ় আস্থাসম্পন্ন ব্যক্তিত্ব
: বড় বড় প্রতিষ্ঠানসমূহকে তীব্র ব্যবসায়িক প্রতিযোগিতার মধ্য দিয়ে যেতে হয়। আর এক্ষেত্রে প্রতিষ্ঠানের নিকট সবচেয়ে বেশি মূল্যায়িত হয়ে থাকে দৃঢ় আস্থাসম্পন্ন ব্যক্তিত্বের অধিকারী ব্যক্তি, যে প্রতিষ্ঠানের স্বার্থে প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ তথ্যসহ ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্বন্ধে অবহিত থাকার পরেও তথ্যের গোপনীয়তা নিশ্চিত করতে সক্ষম হয়। দ্রুতপদোন্নতি এবং ক্যারিয়ারে সফল হতে হলে এ গুণাবলী একজন ব্যক্তিকে প্রতিষ্ঠানের ঊধ্বর্তন ব্যক্তিদের নিকট অন্যদের থেকে একধাপ এগিয়ে রাখে নিঃসন্দেহে।
Comments (No)