আজকে এই পোস্টের মাধ্যমে আমি প্রমান করে দেবো EARN-TUBE,Makearn,Earnstations এই সাইটগুলা ভুয়া।
প্রথমে আমি আমার কথার লজিক গুলা দেখায়ঃ
১)এই সাইট গুলার কোনটার-ই ভ্যালিড HTTPs/SSL সার্টিফিকেট নেই।
২)এরা যে রুলস দিছে তাতেও ঘাপলা আছে।
৩)প্রতি ভিডিও তে $০.০৫ যা অসম্ভব।
৪)বিকাশ এজেন্ট নাম্বার ঘন ঘন পরিবর্তন হয়।
মূল-আলোচনাঃ
১)ভ্যালিড HTTPs/SSL:
খেয়াল করলে দেখবেন এদের সাইটে বাম পাশে কোন সারটিফাইড SSL দেয়া নেই।আবার সাইট টি https ও নয়।”এসো আয় করি” এই সাইটের বাম পাশে একটি তালা চিন্হ দেয়া আছে।যা Valid SSL প্রমান কররে।কিন্তু Makearn,Earn-Tube,Earnstations এদের কেও ভ্যালিড না।
২)রুলস এ ঘাপলাঃ
৩ জন এক্টিভ মেম্বার নেই?পেমেন্ট ও নেই।আবার তাদের কে নিজের টাকাই এক্টিভ বানাতে হবে।যেখানে নিজের আইডি এক্টিভ করতে সময় ১০ দিন সেখানে আমার আইডি এক্টিভ করবো কষ্ট করে তার উপর পেমেন্ট নেয়ার আগে নিজের পকেটের থেকে যাবে $৬০,অন্যের একাউন্ট এক্টিভ করতে তাও আবার ইনকাম হাতে আসার আজ্ঞেই।
৩)প্রতি ভিডিও $০.০৫?অসম্ভবঃ
আপনি জানেন কী প্রতি ভিডিও তে google কত টাকা দেয়?চলেন একটা অংক করি!
প্রতি ১০০০ভিউ এর জন্য গুগল এডসেন্স দেয় $১-$১.৫
প্রতি ১ ভিউ এর জন্য গুগল এডসেন্স দেয় $০.০০১-০.০০১৫।তাহলে এরা কিভাবে এক ভিউ তে $০.০৫ দিচ্ছে?বিবেচনা আপনাদের উপুর ছেড়ে দিলাম।
এখন দেখেন আপনার সাথে কত বড় প্রতারণা?প্রুতি ভিডিও $০.০৫।
৪)পেমেন্ট মেথড নাম্বার ঘন ঘন পরিবর্তনঃ
বিকাশ এবং রকেট এর নাম্বার এরা খুব দ্রুত পরিবর্তন করে যার মানে হচ্ছে বাটপারি করা শেষ নাম্বার পাল্টাও।
দুনিয়ায় যদি চিটার বাটপার দের কম্পিটিশান হতো তবে এরা প্রথম সারিতে থাকতো!ওপেন চ্্যালেঞ্জ
কী এর পরেও বলবেন এখানে কাজ করবেন?করতে পারেন,অসুবিধা নাই।তবে ধরা খাইলে আমার কথাস স্বরন কইরেন।
[N.B:আধা ঘন্টা সময় ব্যায় করে লিখেছি সুতরাং কপি/পেস্ট হতে বিরত থাকুন।সবার সাফল্য কামনা করি।]
Comments (No)