ছোটবেলায় বাংলা বই কিংবা পত্রিকায় প্রকাশিত লেখায় নিজের নাম দেখার ইচ্ছাটা আমাদের প্রায় সকলেরই ছিলো। তবে সময়ের সাথে সাথে বাকি সব ইচ্ছার মতো এই ইচ্ছাটাও অনেকের মনে আর জায়গা ধরে রাখতে পারেনা। তবে এখন সময় বদলেছে, পরিবর্তন হয়েছে লেখার প্লাটফর্মেরও। এখন নিজেই একটি ব্লগ তৈরি করে লিখে জনপ্রিয়তা পাওয়া যায়। তবে সবাই তো আর ব্লগ তৈরি করবেন না, কিন্তু তাই বলে কি লেখালেখি থেকে থাকবে? তাছাড়া, অনেকেই ঘরে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করেন, যার বিনিময়ে শুধুমাত্র লাইক কমেন্টই মিলে। এরচেয়ে কোনো ব্লগে লিখে আয় করাটা কি ভাল নয়?
হ্যা, এমনই সুযোগের কথাই আজ আলোচনা করবো।
প্রতিবর্তন : জীবন ও প্রযুক্তি বিষয়ক বাংলা ব্লগ
আর্টিকেল লিখে আয় করার অনেক সাইট থাকলেও প্রতিবর্তনে লিখে আয় করাটা অনেক বেশি কম্ফোর্টেবল হবে আপনার জন্য। কেননা বেশির ভাগ সাইটে টাকা জমা রেখে একটা নির্দিষ্ট এমাউন্ট হবার পর উঠানো যায়। এই জায়গাতেই প্রতিবর্তন স্পেশাল। এখানে টাকা জমা রাখার কোনো উপায়ই নেই, তারাই রাখবে না।
কোনো আর্টিকেল পাবলিশ হবার সাথে সাথেই পেমেন্ট নিতে হয়। নিয়মিত হয়ে গেলে পাবলিশ করার পর পরই আপনার একাউন্টে টাকা চলে যাবে।
কি পরিমাণ আয় হবে?
আপনার লেখার দক্ষতা এবং বিশ্বস্ততা প্রতিবর্তনের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই যারা প্রতিবর্তনের ফরম্যাট অনুসরণ করে লিখতে পারবেন, তারাই কাজ করার সুযোগ পাবেন।
প্রতিবর্তনে ৭০০ শব্দের কম কোনো আর্টিকেল পাবলিশ করা হয় না। শব্দ এবং আর্টিকেলের মান অনুযায়ী সর্বনিম্ন ৩০ থেকে ২০০ টাকা পর্যন্ত পেতে পারেন।
তাছাড়া, ভালো লেখকদের জন্য কন্ট্রাক্ট আর্টিকেল দেওয়া হয়, যেগুলোর জন্য অনেক বেশি পেমেন্ট পাওয়া যায়।
পেমেন্ট মেথড: বিকাশ/নগদ।
কোন বিষয়ে লিখতে পারবো?
প্রতিবর্তন একটি সাধারণ ব্লগ, অর্থাৎ মাল্টি নিশ। এখানে
- অনলাইন ইনকাম
- ব্লগিং
- ইউটিউব
- ইন্টারনেট
- টিপ্স এন্ড ট্রিক্স
- রিভিউ
- স্বাস্থ্য
- শিক্ষা ও
- লাইফস্টাইল বিষয়ক আর্টিকেল লিখতে পারবেন।
শেষ কথা : আর্টিকেলটিতে আপনার মতো লেখায় উৎসাহী মানুষের সাথে বিশ্বস্ত একটি সাইটের পরিচয় করিয়ে দেওয়াই মূল উদ্দেশ্য ছিলো। আশা করি এবার আপনিও আর্টিকেল লিখে আয় করতে পারবেন।
Comments (No)