কোন কোন Bengali niche নিয়ে Article লিখলে বেশি টাকা আয় হয়? যে সকল বাংলা নিশ নিয়ে ব্লগিং করলে বেশি টাকা আয় করা যায়, এখন আমরা সেই সকল জনপ্রিয় নিশ নিয়ে আলোচনা করব। সেই সাথে কিভাবে জনপ্রিয় বাংলা নিশ নিয়ে ব্লগিং করে ট্রাফিক বৃদ্ধি করা যায়,আমাদের দেশের ইন্টারনেট ব্যবহারকারীর বড় একটা অংশ হচ্ছে ছাত্র ছাত্রীরা। কোন না কোন সময়
সেটাও পোস্টের শেষাংশে আলোচনা করব।
তাহলে চলুন এখন জনপ্রিয় বাংলা নিশগুলোর বিষয়ে আলোচনা করা যাক:-
১। নিউজ লিখে আপনি আয় করতে পারেন এই নিশ নিয়ে কাজ করলে আপনি অল্পদিনে ব্লগে প্রচুর
পরিমানে ট্রাফিক গ্রো করতে পারবেন।
আরো পড়ুন: আসুন আর আয় করুন সোস্যাল মিডিয়া ওয়েবসাইট থেকে
২। চাকরির খবর নিয়ে আপনি লেখালেখি করলে আমি আশা করি আপনি খুব সহজে ভালো জায়গায়
যেতে পারবেন। কারন আমাদের দেশের চাকরি বাজার চরমে ও গরমে এক হয়ে আছে।
৩।আমাদের দেশের ইন্টারনেট ব্যবহারকারীর বড় একটা অংশ হচ্ছে ছাত্র ছাত্রীরা। কোন না কোন সময়
আমাদের দেশে বিভিন্ন ধরনের রেজাল্ট পাবলিশ হতেই থাকে। বিভিন্ন ধরনের একাডেমিক রেজাল্ট এর
সাথে চাকরির পরীক্ষার রেজাল্ট একিভুত করে রেজাল্ট নিশ নিয়ে বাংলা ব্লগিং করতে পারেন।
৪। মোবাইল অপারেটরগুলো প্রায় সময় বিভিন্ন ধরনে টকটাম অফার ও ইন্টারনেট অফারসহ আরো
বিভিন্ন ধরনের অফার দিয়ে থাকে। আর অধিকাংশ মানুষ তাদের সিমের অফার পাওয়ার জন্য
ইন্টারনেটে সার্চ করে। কাজেই এই ধরনের সুযোগ সন্ধানি নিশ নিয়ে কাজ করলে বাংলা ব্লগে বেশি ট্রাফিক
পাওয়া সম্ভব হবে।
আরো পড়ুন:- সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি? পর্ব-১
৫। অনলাইনে আয়ের বিষয় সবাই কম বেশি জানতে চায়। বিশেষকরে ছাত্র ও যুবক বয়সের লোকজন
এই বিষয়ে গুগলে বেশি সার্চ করে। আর ছাত্র ও যুবকরা যেহেতু বেশি ইন্টারনেট ব্যবহার করে সেহেতু
অনলাইন আয় নিয়ে বাংলা ব্লগে Article লিখতে পারলে, আপনার ব্লগে প্রচুর পরিমানে ট্রাফিক গ্রো
করতে পারবেন।
তবে অনলাইন আয় নিশ নিয়ে কাজ করার ক্ষেত্রে আপনাকে অনলাইন আয়ের অনেক বিষয়ে জ্ঞান
রাখতে হবে।
বাংলা ব্লগে কিভাবে ভিজিটর বৃদ্ধি করবেন:-
নিউজ – অনলাইন নিউজ পোর্টাল, চাকরির খবর, পরীক্ষার রেজাল্ট ও সিম অফার নিশ নিয়ে কাজ
করার ক্ষেত্রে প্রথমে ব্লগের নামে একটি ফেসবুক পেজ তৈরি করে ফেসবুক পেজে লাইক ও ফলোয়ার বৃদ্ধি
করে নিতে হবে। তারপর নিয়মিত ফেসবুক পেজে নিউজ, চাকরির খবর, পরীক্ষার রেজাল্ট ও সিম
অফার এর পোস্টগুলো শেয়ার করলে অটোমেটিক আপনার ব্লগে ভিজিটর বৃদ্ধি পাবে। এ ধরনের ব্লগে
সফলতা পাওয়ার জন্য ফেসবুকে বেশ একটিভ থাকতে হয়। প্রথম অবস্থায় হয়ত ভিজিটর কিছু কম
পাবেন। কিন্তু ফেসবুকে আপনার ব্লগ পরিচিত হওয়ার পর ভিজিটর অবিশ্বাস্য হারে বৃদ্ধি পেতে থাকবে।
তবে অনলাইন আয় নিশ নিয়ে বাংলা ব্লগে Article লিখলে আপনাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন
(এসইও) এর অনেক কাজ জানতে হবে। কারণ এ ধরনের টপিক এভারগ্রিন হওয়ার কারনে প্রতিনিয়ত
পোস্টের এসইও করতে হয়। তবে এসইও সম্পর্কে ধারনা থাকলে বাংলা ব্লগে অনলাইন আয় টপিক নিয়ে
কাজ করলে প্রচুর পরিমানে ট্রাফিক গ্রো করতে পারবেন।
শেষকথা
লেখা গুলো পড়ে ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না । আপনার
সুচিন্তিত মতামত আমার একান্ত কাম্য। তাই এই বিষয়ে আপনার যদি কোন মতামত থেকে থাকে তাহলে
অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমি আনন্দের সহিত আপনার মতামত গুলো পর্যালোচনা করে
রেপ্লাই দেওয়ার চেষ্টা করবো।
ভাল থাকবেন।
Comments (No)