ব্লগে কোয়ালিটি আর্টিকেল লিখুন আর ইনকাম করুন

ব্লগে কোয়ালিটি আর্টিকেল লিখুন আর ইনকাম করুন

প্রত্যেক জিনিসের পরিপক্কতা আসতে কিংবা এর সুফল পেতে একটা নির্দিষ্ট সময় প্রয়োজন। যেমন শীত কালে শীতের জন্য কিংবা বৃষ্টিভেজা বর্ষাকালের জন্য পুরো একটি বছর অপেক্ষা করতে হয়। অনুরূপ গাছের একটি চারা থেকে ফল ধরা পর্যন্ত অনেকটা সময় ব্যায় হয়ে যায়। শীত কালে আমের মুকুল আসে না আর বর্ষা না এলে কদম ফুল ফোটে না। অমাবস্যার চাঁদ দ্যুতি ছড়ায় না। রাতের আঁধারে মৌমাছিরা ফুলে ফুলে মধু নিতে উড়ে বেড়ায় না। সবকিছুই সময় মেনে চলে। কিন্তু অনেক মানুষ আছে যারা কোন কিছুতেই সময় দিতে নারাজ। চাইলে সাথে সাথেই পাবার বাসনা অনেকের মাঝেই বিরাজমান। যা মোটেও ঠিক নয়।ব্লগে কোয়ালিটি আর্টিকেল লিখুন আর ইনকাম করুন

বলছিলাম আপনার ব্লগে অনলাইনে কিভাবে একটি কোয়ালিটি আর্টিকেল লিখে যাবেন আর কিভাবেই আপনি তা থেকে ইনকাম করবেন?

আজকাল তো অনেকেই তাদের ব্লগে আর্টিকেল লিখে অর্থ উপার্জন করছেন। অনেকে আবার ব্যার্থ হয়ে ব্লগিং ছেড়েও দিচ্ছেন। আপনি তা হলে কোন দলে থাকতে চান? আমার আজকের লেখাটি কেবলই যারা অনলাইন ব্লগে নুতন শুধু তাদের জন্য।

তাহলে আসুন জেনে নেই ব্লগ, আর্টিকেল কি আর কিভাবেই একটি কোয়ালিটি আর্টিকেল লিখতে হয়? আরও জানুন কি করে আর্টিকেল লিখে অর্থ উপার্জন করা যায়?

আমি মোবাইলের মাধ্যমে কিভাবে আর্টিকেল লিখে আয় করা যায়, সেই বিষয়েই আলোকপাত করছি। আপনার প্রয়োজন হবে একটি স্মার্ট ফোন আর ইন্টারনেট কানেকশন।

আপনার যদি জি-মেইল একাউন্ট থেকে থাকে তাহলে ভালো আর না থাকলে একটি জি-মেইল একাউন্ট খুলে নিন। ব্লগে আপনি নুতন হলে আপনাকে পেইড ভার্শন এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছি। কারণ পেইড ভার্শন প্রফেশনালদের জন্য। আপনি কোন পেইড ভার্শনে না গিয়ে বিনামূল্যের ভার্শনে আপনার ব্লগ খুলতে পারেন।

নতুনদের জন্য আমি সাপোর্ট করি নিম্নোক্ত দুটো সাইটের যে কোন একটি।

১। wordpress.com অথবা

২। bloggers.com or blogspot. com.

তবে ২ নং ক্রমিকে উল্লেখিত bloggers.com ই নতুনদের জন্য বেশী আকর্ষণীয় বলে আমি মনে করি। কারণ এটা Google এরই একটি সাইট আর এর রয়েছে স্বার্বজনীন বিশ্বাসযোগ্যতা, গ্রহনযোগ্যতা।

address bar এ গিয়ে লিখুন bloggers.com or blogspot.com.

পরবর্তী ধাপগুলি অনুসরণ করুন। আপনার ব্লগে নিজের প্রফাইল সুন্দরভাবে গুছিয়ে লিখুন। আপনার জি-মেইল একাউন্ট দিন। আপনার পাসওয়ার্ড লিখুন। যে ব্লগ আপনি তৈরি করতে যাচ্ছেন, তার একটা ভালো নাম দিন। যে নাম আপনি দিয়ে দেবেন, পরবর্তীতে আপনার ব্লগটি সেই নামেই পরিচিত হবে। আপনার ব্লগের ব্যাকগ্রাউন্ড তৈরি করুন। সবকিছু ইনপুট দেয়া হয়ে গেলে সাবমিট করুন।

আরও পড়ুনঃ ইউটিউব ভিডিও থেকে কিভাবে অর্থ উপার্জন করা যায়?

কিভাবে একটি ব্লগে কোয়ালিটি আর্টিকেল লিখতে হয়?
আপনি প্রথমে ব্লগে নিয়মিত লিখে যান। অর্থ উপার্জনের ইচ্ছে ভুলে যান আগে। কারণ ব্লগে আর্টিকেল লিখতে হলে আপনার থাকতে হবে যথেষ্ট ধৈর্য আর একাগ্রতা। তা না থাকলে আপনি সফলতার মুখ কখনও দেখতে পারবেন না। Online Income Site

করনীয় কি?
আপনি গুগলের সাইট থেকে অন্যের লেখা ব্লগগুলো দেখে আসুন, অভিজ্ঞতা নিয়ে নিন। কিন্তু কখনও অন্যের লেখা থেকে কোন কিছু কপি-পেস্ট করে নিজের লেখার সাথে যুক্ত করতে যাবেন না। আপনার ব্লগের আর্টিকেলের নামটি যেন বিশেষ আকর্ষণীয় হয়, সেদিকে খেয়াল রাখুন। লেখার হেডলাইনই বলে দেবে এর ভেতরের বিষয়বস্তু কি?

তারপর আপনার আর্টিকেলের বিবরণ দিন। বিবরণ লিখুন প্যারা আকারে অত্যন্ত নিখুঁত ভাবে।

কি বিষয়ে লিখবো?
এটা অনলাইন ব্লগে আর্টিকেল লিখার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, আপনি আগে ঠিক করুন যে, ব্লগে আপনি কোন বিষয়ের উপর লিখবেন। আপনি এমন একটা বিষয় নিয়ে অনেক কষ্ট করে বিশাল একটা আর্টিকেল লিখে ফেললেন, যার কোন চাহিদাই নেই, তাহলে কি হবে? কাজের কাজ কিছুই হবে না। কেও আপনার আর্টিকেল পড়তে আগ্রহী হবেন না। কারণ আপনি যুগের চাহিদা অনুযায়ী কিছু লিখেন নি। এতে আপনি ব্লগের পাঠক আকৃষ্ট করতে সক্ষম হবেন না। আর পরবর্তীতে আপনি ভালো আর্টিকেল লিখেও বেশী পাঠক ধরে রাখতে সমর্থ হবেন না। তাই যে আর্টিকেল শুরুতেই মুখ থুবড়ে পড়বে, সেই আর্টিকেল ব্লগে পোস্ট না করাই ভালো।

আরও পড়ুনঃ ইউটিউবে যে ধরনের ভিডিওগুলো বানিয়ে অল্প সময়ে ধনী হতে পারেন

কোন ভাষায় আর্টিকেল লিখতে হবে?
আর্টিকেল লিখতে ভাষা নির্বাচনের বিশেষ কোন বাধ্যবাধকতা না থাকলেও ইংরেজিতে আর্টিকেল লিখে অর্থ উপার্জন করা যায় খুব তাড়াতাড়ি। ইংরেজি আন্তর্জাতিক ভাষা। অবশ্য এখন বাংলাও কোন অংশে কম নয়। তবে আপনি যদি ব্লগে ইংরেজিতে আর্টিকেল লিখে যান, তা হবে সোনায় সোহাগা।

কেননা পৃথিবীর অনেক দেশই তাদের আঞ্চলিক ভাষার পাশাপাশি ইংরেজি ভাষা বুঝে থাকে। ইংরেজিতে আর্টিকেল লিখা হলে, তা সারা বিশ্বের সবার কাছে বোধগম্য হয়ে থাকে। তবে আপনি ইংরেজিতে পারদর্শী না হলে, বাংলায় আর্টিকেল লেখার চর্চা করতে পারেন।

একটি কোয়ালিটি আর্টিকেলের বৈশিস্ট কি?
একটি ভালো আর্টিকেলের বৈশিস্ট গুলো নিম্নরুপ।

১। এর একটি অর্থবহ সুন্দর হেডলাইন থাকবে।

২। বিবরণ থাকবে মার্জিত সুন্দর ও সাবলীল ভাষায়।

৩। বাংলায় লিখলে বাংলা ব্যাকরণ আর বানান রীতি মেনে চলতে হবে। ভাষাগত শুদ্ধতা আর ব্যাকরণ বিধি মেনে চললে আপনার আর্টিকেল হবে অত্যন্ত আকর্ষনীয়। যথাযথ বিরাম চিহ্নের ব্যবহার আপনার আর্টিকেলকে করবে প্রানবন্ত।

৪। ব্যাপক তথ্যসমৃদ্ধ আর প্রাঞ্জল ভাষায় লিখিত।

৫। আর্টিকেলটি পড়ে অনেক কিছু শেখা যায়।

৬। আর্টিকেলটির কোন অংশই অন্যের থেকে উদৃত নয়।

৭। আর্টিকেলটি যথাযথ সময়োপযোগি।

৮। আর্টিকেলের হেডলাইন, বিবরণ আর উপসংহার যেন একই সুতার গাঁথা।

এবার আসি আপনার লেখা আর্টিকেল থেকে কিভাবে অর্থ উপার্জন করতে পারবেন?
আপনি ব্লগ খোলার সময় bloggers.com এ আপনার homepage এর ৪নং আইটেমে earning নামে একটি টপিক দেখেছেন। এখন সেই blogging homepage open করুন। earning এর উপর ক্লিক করুন। চলে আসবে Google adsense. সেখানে গিয়ে Google adsense approval এর জন্য আবেদন করুন আর ধাপগুলো অনুসরণ করুন।

আরও পড়ুনঃ ব্লগের আর্টিকেলে কিভাবে Google AdSense এ যুক্ত করবেন?

Google adsense কেন?
Google adsense এজন্য যে আপনার ব্লগে লেখা আর্টিকেল থেকে অনলাইনে অর্থ উপার্জন করতে হলে এর প্রয়োজন। তবে Google adsense approval পেতে আপনার বেশ সময়ের দরকার হবে। সাথে সাথে আপনি Google adsense approval পাবেন না।

অর্থ উপার্জন করতে হলে আরও কিছু প্রয়োজন হবে কি?
হ্যাঁ অবশ্যই। আপনি Google adsense approval পেয়ে গেলে আপনার আরও একটি একাউন্ট খুলতে হবে। আর সেটা খোলা একদমই সহজ। এই একাউন্ট খুলতেও আপনার প্রয়োজন হবে একটি জি-মেইল ঠিকানা। সেই ঠিকানা দিয়ে আপনি খুলে ফেলুন একটি paypal account.

paypal account এর মাধ্যমে আপনার আহরিত অর্থ সরাসরি আপনার ব্যাংক হিসাবে স্থানান্তর করা যায়।

উপসংহার
অনলাইনে আর্টিকেল লিখে অর্থ উপার্জন করতে হলে আপনাকে আগে অনেকটাই দক্ষ হতে হবে। অর্থ উপার্জনের জন্য মরিয়া না হয়ে বরং আপনার আর্টিকেলের কোয়ালিটি উন্নত করুন। আপনার লেখা উন্নত মানের হলে আপনি অবশ্যই অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। ব্লগে কমপক্ষে ৩৫/৪০ টি আর্টিকেল রাখুন। প্রতিটি আর্টিকেল যেন ১২০০-১৫০০ শব্দের মধ্যে থাকে তা বিশেষ ভাবে খেয়াল রাখুন। আপনার লেখার মান উন্নত হলে, অর্থকে আপনার খুঁজতে হবে না বরং অর্থই আপনাকে খুঁজে নেবে। ধন্যবাদ। আজ এটুকুই।

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ