WordPress ইনস্টল

ওয়ার্ডপ্রেস ব্যবহার করে খুবি সহজে সুন্দর একটি ওয়েবসাইট বানানো যায় । আর ওয়ার্ডপ্রেস হলো একটি ফ্রী এবং ওপেন সোর্স ওয়েব অ্যাপ্লিকেশন। Matt Mullenweg হলো ওয়ার্ডপ্রেস এর জনক। বিশ্বের প্রায় ৩৫% ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ব্যবহার করে থাকে।

আর ওয়ার্ডপ্রেস ইনস্টল করা জন্য সার্ভারের প্রয়োজন হয়ে। আপনি চাইলে ওয়েব সার্ভার ক্রয় করে অথবা আপনার কম্পিউটারকে সার্ভার বানিয়েও ওয়ার্ড্রপ্রেস ইনস্টল দিতে পারেন আপানার নিজস্ব সার্ভারে ।

আপনি যদি আপনার কম্পিউটারকে সার্ভার বানাতে চান তাহলে আপনার কম্পিউটারে প্রথেমে Wampp অথবা Xamp ইনস্টল দিতে হবে।

ওয়ার্ডপ্রেস ইন্সটল করার জন্য আপনার দুটো জিনিষ থাকতে হবে –

আপনার যদি ইতিমধ্যেই ডোমেইন এবং হোস্টিং নেয়া থাকে, তাহলে আপনি এখনই ওয়ার্ডপ্রেস ইন্সটল শুরু করতে পারবেন।

ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য কী কী দরকার?

  • একটি ওয়েব সার্ভার হোষ্টিং, শেয়ার্ড হলেও হবে।পিএইচপি এবং মাইএসকিউএল এনাবল্ড
  • ডোমেইন/সাব-ডোমেইন অথবা রিয়েল আই পি এড্রেস
  • ডাটাবেজ, মাই এসকিউ এল(MySql)
  • ডাটাবেজ এক্সেস বা ইউজার নেম পাসওয়ার্ড, ডাটাবেজ তৈরী করার সময় এ দু’টি তথ্য সেট করতে হয়।
  • ওয়ার্ডপ্রেস সর্বশেষ হালনাগাদকৃত ভার্সন ডাউনলোড করতে পারবেন- https://wordpress.org/ ঠিকানা থেকে।

দুই ভাবে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারেন:

এই দুটো পদ্ধতির যেকোন একটি ব্যবহার করে আপনার ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে পারেন। প্রথমে ওয়ার্ডপ্রেস ফাইলগুলো আপলোড করতে হবে , তারপর ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে হবে।

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ