সিপ্যানেল দেয়ে ওয়ার্ডপ্রেস ইন্সটল

প্রথমে আপনার সি-প্যানেলে লগিন করুন।
বিভিন্ন হোস্টিং কোম্পানি তাদের সুবিধা অনুযায়ী সিপ্যানেলকে কাস্টোমাইজ করে থাকে। তাই WordPress ফিচারটি কোন সেকশনে থাকবে তা নির্দিষ্ট করে বলা যায় না।

সিপ্যানেল দেয়ে ওয়ার্ডপ্রেস ইন্সটল 1

আপনার সিপ্যানেল থেকে WordPress ফিচারটি খুঁজে বের করে তার ওপর ক্লিক করুন। সাধারণত সি-প্যানেলের নিচের দিকে Application List এ ওয়ার্ডপ্রেস থাকে।

সিপ্যানেল দেয়ে ওয়ার্ডপ্রেস ইন্সটল 2

আপনি এখান থেকে WordPress Manager এ ক্লিক করুন।

এখান থেকে Create an installation অথবা Install এ ক্লিক করুন।

সিপ্যানেল দেয়ে ওয়ার্ডপ্রেস ইন্সটল 3

এখানে আপনার ডোমেইন নেম সিলেক্ট করে ইন্সটল এ ক্লিক করুন। ইন্সটল হওয়ার পর আপনি নিচের ছবির মত একটি পেজ পাবেন।

সিপ্যানেল দেয়ে ওয়ার্ডপ্রেস ইন্সটল 4

কোন কোন হোস্টিং কোম্পানি এই পর্যায়ে আপনাকে ইন্সটলেশন ডিরেক্টরি বাছাই করতে বলতে পারে। এক্ষেত্রে ডিফল্ট অপশনটাই আপনার জন্য উপযুক্ত।

‘Install’ বা ‘Next’ বাটনে ক্লিক করুন। এ পর্যায়ে আপনার সাইটে ওয়ার্ডপ্রেস এর ফাইলগুলো আপলোড হয়ে যাবে।

এবার আপনার ডোমেইন নেম (http://yourwebsite.com/wp-admin) লিখে এন্টার প্রেস করুন।

সিপ্যানেল দেয়ে ওয়ার্ডপ্রেস ইন্সটল 5


এখানে উপরের ছবি থেকে Username এবং Password দিয়ে লগিন করুন। লগিন করার পর আপনি আপনার Dashboard পেয়ে যাবেন। সেখান আপনার ইচ্ছে মত আপনি ওয়েবসাইট Customize করতে পারবেন এবং ইচ্ছে হলে আপনার Username আর Password ও পরিবর্তন করে নিতে পারবেন।

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ