এফটিপি দিয়ে ওয়ার্ডপ্রেস ইন্সটল।

এফটিটি দিয়ে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন দেখুন।

এফটিপি ব্যবহার করে ওয়ার্ডপ্রেস ইন্সটল

এই পদ্ধতিতে ওয়ার্ডপ্রেস ইন্সটল করার জন্য আপনাকে এফটিপি সফটওয়ার ব্যবহার করতে হবে। আর ফাইলজিলা হলো সবচেয়ে জনপ্রিয় এফটিপি সফটওয়ার। চলুন দেখে নেয়া যাক কিভাবে ফাইলজিলা ব্যবহার করে ওয়ার্ডপ্রেস ইন্সটল করবেন।

প্রথমেই wordpress.org এ গিয়ে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে নিন। লেটেস্ট ভার্শনটাই ডাউনলোড করবেন। ডাউনলোড শেষ হলে জিপ ফাইলটি এক্সট্রাক্ট করে রাখুন।

এফটিপি দিয়ে ওয়ার্ডপ্রেস ইন্সটল। 1

এরপরের কাজ হলো একটি ডাটাবেজ বানানো। এক্ষেত্রে আপনার হোস্টিং কোম্পানির সাহায্য নিতে পারেন। ডাটাবেজ এর নাম, ইউজারনেম, পাসওয়ার্ড এবং হোস্টের নাম কপি করে রাখুন।

টেবিল প্রিফিক্স ডিফল্ট ভাবে wp_ দেয়া আছে। হ্যাকিং বা MySql ইনজেকশন এড়াতে এখানে অন্যকিছু লিখুন, অক্ষর গুলো ডাটাবেইজ এর সব টেবিল এর সামনে বসবে।

এবার ফাইলজিলা ডাউনলোড করে আপনার কম্পিউটারে ইন্সটল করে নিন। ফাইলজিলাকে আপনার ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে আপনার ৩টি জিনিষ দরকার হবে –

হোস্ট
ইউজারনেম
পাসওয়ার্ড
এই তিনটি জিনিষই আপনার হোস্টিং কোম্পানি’র কাছে পাবেন। এই তথ্যগুলো পাওয়ার পর ফাইলজিলা ওপেন করুন। তাহলে নিচের মত উইন্ডো আসবে।
মেনু’র ঠিক নিচেই হোস্ট, ইউজারনেম ও পাসওয়ার্ড দেয়ার আলাদা ফিল্ড পাবেন। সব কিছু ঠিকঠাক লিখে সাবমিট করুন।

সব কিছু ঠিকঠাক লিখে সাবমিট করুন। তাহলে নিচের মত উইন্ডো আসবে।

এফটিপি দিয়ে ওয়ার্ডপ্রেস ইন্সটল। 2

এবার আপনার ব্লগ বা ওয়েবসাইট এর তথ্য অনুযায়ী ইউজার নেম বা সাইট নেইম লিখুন। ইউজারনেইম এডমিন না থাকাই ভালো। তবে অন্য যে কোন নামে আপনি এডমিন ইউজার নেম এবং খুবই শক্তিশালী পাসওয়ার্ড  দিতে পারেন। ইমেইল এড্রেস লিখুন এবং ইনস্টল ওয়ার্ডপ্রেস ক্লিক করুন। ওয়ার্ডপ্রেস ইনস্টল হওয়ার কার্যক্রম শুরু হবে। যদি সফল ভাবে আপনি ইনস্টল করতে পারেন তবে নিচের মত করে লগিন ফর্ম চলে আসবে,

এখান থেকে লগিন করে আপনি চাইলেই ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড এ যেতে পারবেন।

এফটিপি দিয়ে ওয়ার্ডপ্রেস ইন্সটল। 3

ওয়ার্ডপ্রেস ইনস্টল এতটুকুই এবং এতটাই সোজা।
ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকেই সকল পোষ্ট কিংবা কন্টেন্ট লিখে প্রকাশ করা হয়।
এছাড়াও আপনি চাইলেই যে কোন থীম কিংবা প্লাগিন ইনস্টল করতে পারেন।

কিভাবে ওয়ার্ডপ্রেস এ থীম বা ওয়ার্ডপ্রেস প্লাগিন ইনস্টল করতে হয়।

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ