ক্রিপ্টোকারেন্সি কি? 1

ক্রিপ্টোকারেন্সি হল এক রকমের ডিজিটাল কারেন্সি যা এনক্রিপটেড ডিসেন্ট্রালাইজড ডিজিটাল কারেন্সি। এটা এতোটাই সিকিউর যে কে কার সাথে লেনদেন করছে সেটা ট্রাকিং করা যায় না। অথচ পুরো সিস্টেমটাই উম্মুক্ত। আপনি দেখতে পাবেন প্রতি মুহুর্তে লেনদেন হচ্ছে। কিন্তু বোঝা যাচ্ছেনা কে কার সাথে লেনদেন করছে। দ্বিতীয় সুবিধা হচ্ছে ফি খুবই কম।

পৃথিবীতে মোট ২৩০০ কৃ্প্টোকারেন্সি রয়েছে। সর্বপ্রথম এবং সবচেয়ে জনপ্রীয় হচ্ছে বিটকয়েন। প্রথম দিকে বিটকয়েনের মূল্যায়ন ঠিকমতো করা না হলেও বর্তমানে বিটকয়েন পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল মুদ্রা। এবং দিন দিন এর জনপ্রিয়তা বেড়েই চলেছে।

চলুন বিটকয়েন বিষয়ে বিস্তারিত জেনে নিই: বিটকয়েন কি?

ক্রপ্টো ট্রেড কিভাবে করবেন জানতে এই লিংকে যান: ক্রিপ্টো ট্রেডিং

ফ্রী বিটকয়েন নিতে এই লিংকে যান: প্রতি ঘন্টায় ফ্রী বিটকয়েন

By Muhammad Rakibul Islam

Founder and CEO of EshoAyKori.com Founder and CEO of Jibonpata.com https://www.jibonpata.com/rakib

Leave a Reply

You missed

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ