এসইও (SEO) এর খুবই গুরুত্বপূর্ন একটা বিষয় হচ্ছে কিওয়ার্ড (Keyword) । অনলাইনে আমরা কোন কিছু খুজে বের করতে সাধারনত গুগলে সার্চ করি। এই সার্চ করার সময় আমরা যে শব্দগুলো লিখে সার্চ করি এগুলো কিওয়ার্ড বলে। এগুলোকে অবশ্য সার্চ কুয়্যারী ( search query) ও বলে থাকে।
ইয়াহু Yahoo সার্চ ইঞ্জিনের এ পরিণতি কেন?
যেমন ধরুন, আপনি ‘অনলাইনে আয়’ লিখে সার্চ করেন তাহলে কিছু রেজাল্ট দেখতে পাবেন। এই রেজাল্টগুলো হলো সার্চ রেজাল্ট এবং ‘অনলাইনে আয়’ এটা হচ্ছে এখানে কিওয়ার্ড।
অনালাইনে উপার্জনের ৭ টি উপায় SEO শিখে
যখন আমরা গুগলে কোন কিছু সার্চ করি তখন হাজার হাজার থেকে লাখ লাখ সার্চ রেজাল্ট শো করে। কিন্তু আমরা সাধারনত প্রথম পেজের কোন একটা লিংকে যাই। তাই সবারই লক্ষ্য থাকে তার সাইটটা জেন প্রথম পেজে আসে। তাই এসইও করতে গেলে প্রথমেই কিওয়ার্ড বিষয়ে ভাল ধারনা নেওয়া এবং সঠিক, সময়োপযোগী এবং যোগ্য কিওয়ার্ড বাছাই করা খুবই জরুরী।
গুগল র্যাংকিং ফ্যাক্টর – পর্ব ০১
সঠিক কিওয়ার্ড বাছাই করতে পারলে সার্চ ইঞ্জিনের মাধ্যমে আপনার সাইটে প্রচুর ভিজিটর আনতে পারবেন। এজন্য জানা দরকার কিওয়ার্ড রিসার্চ। পরবর্তী পোস্টে কিওয়ার্ড রিসার্চ বিষয়ে বিস্তারিত আসছে।
সার্চ ইঞ্জিন এভালুয়েটর হয়ে ঘন্টায় আয় করুন কমপক্ষে ১০ ডলার
Comments (No)