Useful guideline for forex in Bangla Part-1

Useful guideline for forex in Bangla Part-1 1

Useful guideline for forex in Bangla Part-1প্রথমেই কিছু বাস্তব ফ্যাক্টস।

# আপনি কি কাজ না করে বসে বসে খেতে চান? তাহলে আপনার জন্য ফরেক্স নয়।
# আপনি কি ফরেক্স ট্রেডিং করে দ্রুত বড়লোক হয়ে যেতে চান? তাহলে আপনার জন্য ফরেক্স নয়।


# আপনি কি অল্প পরিশ্রমে বেশি ফলাফল পেতে চান? তাহলে আপনার জন্য ফরেক্স নয়।
# আপনি কি টেকনিকাল এনালাইসিস বা ফান্ডামেন্টাল এনালাইসিস সম্পর্কে কিছুই জানেন না? তাহলে আপনি কিভাবে ফরেক্স ট্রেডিং করবেন?
# আপনি কয়েকদিন ডেমো ট্রেড করেই লাইভ ফরেক্স শুরু করতে চাচ্ছেন? জেনে রাখুন আপনার একাউন্ট ব্যালেন্স শুন্য হতে বেশি সময় লাগবে না।
# আপনি কি কোন সিগনাল প্রোভাইডারের সিগন্যাল ব্যবহার করে ফরেক্স ট্রেডিং করবেন ভাবছেন?


# আপনি কি দ্রুত ফরেক্স শিখার জন্য ফরেক্স ট্রেনিং করার চিন্তা করছেন? জেনে রাখুন বাংলাদেশে যারা ট্রেনিং করায় তারা নিজেরাও ফরেক্স ভালমত জানে না

উপরোক্ত কোন ব্যাপার যদি আপনার মাঝে থাকে তবে আপনাকে আমি লাইভ ফরেক্স ট্রেডিংয়ের আগে আরো কয়েকবার ভাবার অনুরোধ করব। যদি না ভেবে আপনি আপনার সিদ্ধান্তে অটল থাকেন তবে লাইভ ট্রেডিংয়ের এক মাস পর আমার এ লেখাটা আবার পড়ার আমন্ত্রণ থাকবে।

ফরেক্সে নতুন ট্রেডারদের ৯৫% তাদের প্রথম একাউন্ট হারায়। ৯৫% সংখ্যৃটা কম নয়। এখন আপনি নিজেই লাইভ ট্রেডিংয়ের আগে চিন্তা করুন আপনার মাঝে এমন কি আছে যা ঐ ৯৫% এর নেই?

প্বথিবীর যত বড় বড় ব্যাংক আছে তাদের একাধিক নিজস্ব ফরেক্স এনালিস্ট থাকে যাদের বাৎসরিক বেতন হয় মিলিয়ন ডলারে। আপনি নতুন ফরেক্স ট্রেডার হলে আপনাকে ঐ এনালিস্টের সাথে তুলনা করুন। আপনি নিজেকেই জিজ্ঞাসা করুন আপনি ঐ মিলিয়ন ডলার বেতনধারীর সাথে প্রতিযোগীতায় নামতে যাচ্ছেন, কিন্তু আপনি কতটূকু যোগ্য?

অধিকাংশ নতুন ফরেক্স আগমনকারী ফরেক্সকে দ্রুত টাকা কামানোর একটা মাধ্যম মনে করে থাকে। প্বথিবীতে টাকা দ্রুত আয় করা যায় না। সব ব্যবসার মত ফরেক্সকেও একটা ব্যবসা হিসেবে দেখুন। যেকোন ব্যবসায় কি লাগে? প্ল্যান লাগে, পুজি লাগে, ধৈর্য্য লাগে, পরিশ্রম লাগে।

ফরেক্স ট্রেডিং যদি যুদ্ধ হয় তবে আপনার যুদ্ধে যাওয়ার কৌশল (strategy) লাগবে। আপনি কোন কৌশল ছাড়া যুদ্ধে গেলে সহজেই হেরে যাবেন। আপনার কৌশল লিখে রাখুন। আপনার কৌশলে লেখা থাকবে কেন আপনি এটা কিনবেন। কেন আপনার মনে হচ্ছে এটার দাম বাড়বে? কেন মনে হচ্ছে দাম কমবে? কতটুকু কমবে? কতটুকু বাড়বে? আপনি কখন পিছু হটবেন যখন আপনার কৌশল কাজ করবে না?

এই কৌশল গুলো এবার ট্রেডিং প্ল্যাটফর্মে গিয়ে পিছনের দিনগুলিতে মিলিয়ে দেখুন (backward test)আপনার কথা মত কাজ করে কিনা। যদি আপনি সন্তুষ্ট হন তাহলে ডেমো একাউন্টে টেস্ট করুন (forward test) কমপক্ষে এক মাস। সন্তোষজনক রেজাল্ট দিলে এরপর লাইভ ট্রেডিংয়ে যান।

এনালাইসিস করা জানতে হবে। এনালাইসিস দু ধরনের, ১। ফান্ডামেন্টাল এবং ২। টেকনিক্যাল।
ফান্ডামেন্টাল এনালাইসিস হল একটা মুদ্রা আরেকটা মুদ্রার বিপরীতে কতটুকু শক্তিশালী সেটা বের করা। একটা মুদ্রা একটা পুরো দেশের অর্থনীতি উপস্থাপিত করে। তাই পুরো দেশের অর্থনীতি’র কোথায় কি হচ্ছে সেগুলো সম্পর্কে ফরেক্স ট্রেডারের জানা থাকতে হবে।

Forex helpline: 01671117787  , Skype: abasaya

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ