গুগল অ্যাডসেন্স এর বিকল্প কি ? গুগল অ্যাডসেন্স ছাড়াও আমি কিভাবে আমার ওয়েবসাইট বা ব্লগ মনিটাইজ করতে পারি ? হ্যা, প্রিয় পাঠক ব্লগিং থেকে আয়ের অন্যতম একটি মাধ্যম হচ্ছে অ্যাডসেন্স কিন্তু অনেক নিয়ম এর কারনে আমরা গুগল থেকে মনিটাইজ করতে পারি না বা দেরি হয়। কিন্তু ভিজিটর আছে।
আজকের লেখায় আমি আপনাদের সাথে শেয়ার করব গুগল অ্যাডসেন্স এর বিকল্প ৫ টি অ্যাডভারটাইজমেনট সাইট সম্পর্কে; যেখানে থেকে আপনি গুগল অ্যাডসেন্স এর মতোই মনিটাইজ করে ইনকাম করতে পারেন।
প্রোপেলার অ্যাডস
প্রোপেলার ( Propller ) একটি জনপ্রিয় অ্যাডভারটাইজমেনট ওয়েবসাইট। একে আপনি আপনার ব্লগে গুগল অ্যাডসেন্স এর বিকল্প হিসেবে যুক্ত করতে পারেন; এখানে প্রচুর পাবলিশার আছে ফলে আপনি ভালো ভালো অ্যাড পাবেন। আর এটি সাইটে যুক্ত করলে আপনার সাইটের কোন ক্ষতি হবে না।
এখানে পেমেন্ট পদ্ধতিটিও বেশ চমৎকার। মিনিমাম পেমেন্ট ৫ ডলার। ৫ ডলার হলে আপনি পেপাল বা স্ক্রিলে পেমেন্ট নিতে পারবেন। আর ২০ ডলার হলে পেওনিয়ার এবং ৫০ ডলার হলে ব্যাংক ট্রান্সফার করতে পারবেন।
বিড অ্যাডভাইজার
বিড অ্যাডভাইজার একটি ডিরেক্ট অ্যাডভাটাইজিং নেটওয়ার্ক। এর সাহায্যে আপনি সহজেই আপনার সাইট বা কন্টেন্ট মনিটাইজ করে নিতে পারেন; এখানে আপনি ব্যানার অ্যাড, স্লাইডার অ্যাড, পপ-আপ সহ অন্যান্য অ্যাড পাবেন। ব্লগের পাশাপাশি আপনি আপনার মোবাইল অ্যাপ, এক্সটেনশন মনিটাইজ করতে পারবেন।
নুন্যতম ১০ ডলার জমা হলেই আপনি উইথড্র করতে পারবেন। এখানে ব্যাংক ট্রান্সফার ও পেপালের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন।
পপ-অ্যাডস – POPADS
গুগল অ্যাডসেন্স এর ডিরেক্ট বিকল্প হিসেবে বিবেচনা করা হয় এই অ্যাড নেটওয়ার্ককে। এর মনিটাইজ সিস্টেমও বেশ সহজ। খুব দ্রুত অ্যাড লোড নেয়; এবং এখানে হাজারো পাবলিশার রয়েছে ফলে আপনি সহজেই ভালো মানের অ্যাড পেয়ে যাবেন।
এরা ডেইলি বেসিস পেমেন্ট করে থাকে। নির্দিষ্ট কোন সময় নেই আপনার একাউন্টে নুন্যতম ৫ ডলার জমা হলেই আপনি উইথড্র দিতে পারেন।
রেভিনিউ হিটস
RevenueHits একটি জনপ্রিয় অ্যাড নেটওয়ার্ক। আবেদন করার খুব অল্প সময়ের মধ্যেই এপ্রুভ করে দেয় এরা; এদের পেমেন্ট মেথডও বেশ চমৎকার। গুগল অ্যাডসেন্স এর মতোই এখানে ব্যানার অ্যাড, স্লাইড অ্যাড, পপ-আপ সহ অন্যান্য অ্যাড পাবেন।
আপনি পেওনিয়ার, পেপাল সহ অন্যান্য মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। নুন্যতম ৫০ ডলার জমা হলেই আপনি উইথড্র দিতে পারেন।
মিডিয়া ডট নেট
আপনার সাইটে যদি ইংরেজিতে কন্টেন্ট পাবলিশ করে থাকেন তাহলে আপনি এই ওয়েবসাইটটি ব্যবহার করতে পারেন। এটিও একটি অন্যতম জনপ্রিয় সাইট; এখানে আপনাকে আরও একটি শর্ত পালন করতে হবে আর তা হচ্ছে – আপনার সাইটের ভিজিটর আমেরিকা কিংবা কানাডার হতে হবে; যা কিনা অনেকের জন্য কষ্টকর হতে পারে বিশেষ করে আমরা যারা বাংলায় কন্টেন্ট পাবলিশ করি; তবে ইংরেজি হলে অবশ্যই চেষ্টা করে দেখতে পারেন।
১০০ ডলার জমা হলেই আপনি ব্যাংক কিংবা পেপালে উইথড্র দিতে পারবেন।
রিলেটেড আর্টিকেল………….
গুগল এডসেন্স ইনকাম কিভাবে বাড়াবেন ? ( ৬০% বেশি আয় )
Google adsense কি? গুগল এডসেন্স থেকে মাসে হাজার ডলার আয় করুন