মেসেঞ্জারে গোপনীয়তা রক্ষায় ‘সিক্রেট মুড’ 1

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এই ফেসবুকের কল্যাণে বিশ্বের সকল প্রান্তের মানুষ তাদের ব্যক্তিগত, ব্যবসায়ীক ও কর্মক্ষেত্রের অনেক কাজের জন্য সব ধরনের যোগাযোগ সম্পন্ন করে থাকেন। কিন্তু ব্যবহারকারীদের গোপনীয়তা লঙ্ঘনে প্রায়ই ফেসবুকের নাম চলে আসে। এবার সোশ্যাল জায়ান্ট ফেসবুক মেসেঞ্জারের তথ্যের গোপনীয়তা রক্ষার নিশ্চয়তা দিতে কাজ শুরু করে দিয়েছে।

সম্প্রতি ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ জানিয়েছিলেন এনক্রিপটেড (গোপনীয়) মেসেজিং ফিচার নিয়ে কাজ করার কথা। সেই পথ ধরেই এগিয়ে যাচ্ছে মার্কিন প্রতিষ্ঠানটি।

অ্যাপ গবেষক জেইন মানচুন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক তাদের প্ল্যাটফরম মেসেঞ্জারে এনক্রিপটেড ভিডিও এবং অডিও কল করা যায় এমন একটি সিস্টেম ‘সিক্রেট মুড’ ফিচার নিয়ে কাজ করছে। যেখানে সেন্ডার ও রিসিভার ছাড়া তৃতীয় পক্ষ কেউ প্রবেশ করতে পারবে না।

ফেসবুক কর্তৃপক্ষও সেই তথ্য জানতে পারবে না এমনটাই বলা হচ্ছে। মূলত এই ফিচারে ব্যবহারকারীদের গোপনীয়তার বিষয়ে প্রাধান্য দেওয়া হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। খবর দ্য নেক্সট ওয়েবের

বর্তমানে মেসেঞ্জারে শুধু টেক্সট মেসেজিংয়ের জন্য ‘সিক্রেট কনভারসেশন’ নামে একটি ফিচার আছে। তবে ফেসবুকের আওতাধীন প্ল্যাটফরর্ম হোয়াটসঅ্যাপের এনক্রিপটেড (গোপনীয়) মেসেজিংয়ের জন্য বেশ জনপ্রিয়।

রিলেটেড আর্টিকেল……………

টিমভিউয়ার দিয়ে যেকোন কম্পিউটারে প্রবেশ করবেন

মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ করার উপায়

কম্পিউটারের গ্রাফিক্স কার্ড (graphics card) কি ? এর কাজ

By arjoda

Leave a Reply

You missed

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ