Online Mobile Content লিখে অর্থ উপার্জনের পদ্ধতি কি?

একটি স্মার্ট ফোন বা মাল্টিমিডিয়া Mobile ফোন হতে পারে কম্পিউটারের বিকল্প। মানে কম্পিউটারে যা যা করা যায়, একটি মাল্টিমিডিয়া মোবাইল ফোনেও সীমিত আকারে তাই করা যায়। আজ লিখতে বসেছি যে, Mobile কি কন্টেন্ট লিখে অনলাইনে অর্থ উপার্জন করা যায় কিনা? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই আপনি আপনার মাল্টিমিডিয়া মোবাইল ফোন দিয়ে কন্টেন্ট লিখে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। অনেকেই আমাকে এই প্রশ্নটি করেছিল যে, মোবাইলে অনলাইনে কন্টেন্ট লিখে অর্থ উপার্জন করতে হলে কি কি যোগ্যতা থাকা আবশ্যক? আজ আমি তাই সেই বিষয়ে কিছু লিখতে চাই। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মুল আলোচনায় আসি।

Online Mobile Content লিখে অর্থ উপার্জনের পদ্ধতি কি?

অনলাইনে Mobile কন্টেন্ট লিখে অর্থ উপার্জনের পদ্ধতি


আপনি মনস্থির করেছেন যে আপনি কন্টেন্ট লিখে অনলাইনে অর্থ উপার্জন করবেন। কিন্তু আপনার নেই কোন কম্পিউটার কিংবা ল্যাপটপ। তাহলে আপনার ইচ্ছের উপর কি গুড়ে বালি পড়বে? মোটেও নয়। একটি মাল্টিমিডিয়া মোবাইল ফোন, কম্পিউটারের চেয়ে কম কিছু নয়। তাই আপনার ইচ্ছে মোবাইল দিয়েই বাস্তবায়িত হবে। আপনার চিন্তার কোন কারণ নেই। 


মোবাইল ফোন দিয়ে কন্টেন্ট লিখে অনলাইনে অর্থ উপার্জন করতে হলে তার পদ্ধতি কি? 

আপনি যদি আপনার Mobile বাংলা কন্টেন্ট লিখে অর্থ উপার্জন করতে চান, তবে প্রথমেই যদি না থাকে তবে আপনার Mobile অভ্র কীবোর্ড ডাউনলোড করে রাখুন। কারণ Mobile আপনি যদি বাংলা টাইপ করতে চান, তবে অবশ্যই অভ্র কীবোর্ড আবশ্যক হবে। কারণ অভ্র কীবোর্ডের মাধ্যমে আপনি সহজেই বাংলা টাইপ করতে সক্ষম হবেন। 


কিভাবে Mobile অভ্র কীবোর্ড ডাউনলোড করবো? 

আপনি গুগল প্লে স্টোরে গিয়ে Mobile অভ্র কীবোর্ড ডাউনলোড করতে পারবেন। এবার আসি মুল প্রসঙ্গে। আপনি অনলাইনে বাংলা কন্টেন্ট লিখে অর্থ উপার্জন করতে চান, তাও আবার Mobile। তাহলে চলুন কিভাবে তা সম্ভব জেনে নেই।


ধরি আপনি Mobile অনলাইনে কন্টেন্ট লিখা সম্পর্কে কিছুই জানেন না অর্থাৎ আপনি এই বিষয়ে সম্পুর্ন নুতন। তাই আপনার জানা প্রয়োজন অনলাইনে কন্টেন্ট লিখে অর্থ উপার্জন এর এ টু জেড। 


Mobile কন্টেন্ট লিখে অর্থ উপার্জন করতে হলে প্রথমেই কি করনীয়? 

যদি আপনার Mobile গুগল ক্রম বিল্ট ইন না থেকে থাকে, তবে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন। এবার আপনি আপনার একটি জি-মেইল একাউন্ট খুলুন। কেননা আপনি অনলাইনে নুতন, তাই আপনাকে একটি ভালো ব্লগস্পটে ব্লগ খুলতে হবে আগে। নতুনদের জন্য সবচেয়ে ভালো ব্লগসাইট হলো Google এর blogspot. তাই আপনার গুগল ক্রম আর জি-মেইল একাউন্ট থাকতে হবে। 


আপনার জি-মেইল একাউন্ট খোলার পর আপনাকে যা করতে হবে, তা হলো Google এ ঢুকে Address bar লিখুন blogspot.com. blogger.com যেহেতু গুগলেরই একটা সাইট, তাই এই সাইটে আপনার ব্লগ খুলতে একটি জি-মেইল একাউন্ট লাগবে। ক্রমের address bar এ লিখুন blogspot.com. অপেক্ষা করুন আর ব্লগের পেইজ আসার পর blogger এর নির্দেশনা মেনে ধাপগুলি অনুসরণ করুন। আপনার জি-মেইল ঠিকানা দিন। আপনার পাসওয়ার্ড চাইলে, পাসওয়ার্ড দিন। ব্যক্তিগত প্রফাইল ফিলাপ করুন। আপনার ব্লগের একটি ভালো নাম দিন। পরবর্তী ধাপগুলি অনুসরণ করুন। সবশেষে সাবমিট করুন। 


আপনার Mobile ব্লগ খোলার কাজ হয়ে গেছে। এবার আপনি আপনার যে কোন কন্টেন্ট ব্লগে লিখতে পারেন আর চাইলে তা পোস্ট করতে পারেন। 


ব্লগ আর ব্লগার কি? 

ইংরেজি weblog এর সংক্ষিপ্ত রুপ হলো blog. আর blog মানে আপনার অনলাইন ডায়েরি, খাতা, বই, মোবাইল কিংবা কম্পিউটার। অর্থাৎ আপনি যেখানে বা যার মাধ্যমে কোন কিছু লিখতে কিংবা প্রকাশ করতে পারেন, সেটাই blog. শুধু কিছু লিখাই নয়, আপনার কন্টেন্ট ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারবেন। 


blogger কি? 

যিনি বা যে blog ব্যবহার করে অনলাইনে তা পোস্ট করে সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারেন, অর্থাৎ ব্লগে যে লিখেন কিংবা পরিচালনা করেন, তিনিই blogger.


Mobile কন্টেন্ট লিখে ব্লগের মাধ্যমে তা পোস্ট করতে হলে কি কি করনীয়? 

আপনি যদি আপনার Mobile ব্লগ লিখে তা পোস্ট করতে আগ্রহী হয়ে থাকেন, তবে আপনার দরকার হবে একটি মাল্টিমিডিয়া মোবাইল ফোন আর ইন্টারনেট কানেকশন সরবরাহ থাকার। কারণ ইন্টারনেটের মাধ্যমেই আপনার অনলাইন এক্টিভিটি সারা বিশ্বে ছড়িয়ে দেয়া যায়। ব্লগ আপনার নিজস্ব প্রতিভা বিকাশের অন্যতম একটি মাধ্যম। 


মোবাইল ব্লগে কি কি লিখতে হয়? 

আপনি আপনার মোবাইল ব্লগে কি কি লিখতে চান তা একান্তই আপনার নিজস্ব ব্যাপার। তবে আপনি যাই লিখুন না কেন, ঝাঁপসা করে ধারণা নিয়ে কিছু লিখতে যাবেন না। যে বিষয়ের উপর আপনার ভালো জ্ঞান আছে, কেবলমাত্র সেই বিষয়ের উপরই লিখুন।


কখনও অনলাইনে কন্টেন্ট লিখতে গিয়ে অন্যের কোন কন্টেন্ট কপি বা পেস্ট করে ব্যবহার করবেন না। অন্যের কোন লেখা কিংবা ইমেজ হুবহু কিংবা আংশিক কোন ভাবেই আপনার কন্টেন্ট এর সাথে যুক্ত করবেন না। যা কিছু লিখবেন তা যেন অবশ্যই সম্পুর্ন নিজের সৃষ্টি করা কন্টেন্ট হয়ে থাকে। যে বিষয়ে আপনার পুংখানুপুংখ ধারণা রয়েছে, কেবলমাত্র সেই বিষয়ের উপরই লিখুন।


আর কি বিষয়ের উপর কন্টেন্ট লিখলে সেটা যুগোপযোগী হবে, তা ভালো করে বুঝে আপনার কন্টেন্ট নির্বাচন করুন। মোবাইলে কন্টেন্ট লিখতে ১৫০০ কিংবা তার বেশী শব্দ ব্যবহার করুন। কেননা Google AdSense তাদের advertising বড় মাপের কন্টেন্ট এর উপর করে থাকে। ১৫০০ শব্দের কম কন্টেন্ট এ সাধারণত Google AdSense বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে আগ্রহ দেখায় না।


আর আপনার কন্টেন্ট এর উপর বিজ্ঞাপন প্রচারিত না হলে, আপনি অনলাইনে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন না। তবে কেবলমাত্র আপনার কন্টেন্ট বড় হলেই যে কেবল সেখানে বিজ্ঞাপন প্রচার করা হবে, তা কিন্তু নয়। আপনার ব্লগের কন্টেন্টটিকেও হতে হবে অত্যন্ত আকর্ষনীয় আর সময়োপযোগী। 


মোবাইল ব্লগে আপনি অনেক কিছুই লিখতে সক্ষম হবেন। কি ধরনের কন্টেন্ট আজকাল অন্যান্য ব্লগাররা লিখছেন, আপনি চাইলে তা অনলাইনে দেখে নিতে পারেন। আমার বিবেচনায় আপনি  নিম্নোক্ত আইটেমের উপর আপনার কন্টেন্ট লিখতে পারেন। যেমন –

১। হার্ডওয়্যার ও সফটওয়্যার ম্যানেজমেন্ট। 

২৷ গ্রাফিক্স ডিজাইন। 

৩। রান্না-বান্না সংক্রান্ত আকর্ষণীয় কোন কন্টেন্ট। 

৪৷ খেলাধুলা নিয়ে কন্টেন্ট। 

৫। কম্পিউটার নেটওয়ার্ক কমিউনিকেশন। 

৬। আধুনিক প্রযুক্তির অবদান। 

৭। মোবাইল যোগাযোগ ব্যবস্থা। 

৮। কম্পিউটার এন্টিভাইরাস। 

৯। মোবাইলের ট্রাবলশুটিং ও টুকিটাকি মেরামতের কন্টেন্ট। 

১০। আকর্ষণীয় যে কোন গল্প, কবিতা ও গান। 

১১। মোবাইল হটস্পট প্রযুক্তি। 

১২। ইন্টারনেট কানেকশন ও ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম সংক্রান্ত আকর্ষণীয় কোন কন্টেন্ট ইত্যাদি।  


মোবাইল ব্লগ কন্টেন্ট কিভাবে লিখতে হবে? 

সাধারণ কন্টেন্ট যেভাবে লিখেন, মোবাইলেও একইভাবে আপনার ব্লগ লিখার কাজ চালিয়ে যেতে হবে। এরজন্য আলাদা কোন নিয়ম নেই। তবে আপনার কন্টেন্ট এর বিষয়বস্তু যাই হোক না কেন অবশ্যই তার একটা সুন্দর শিরোনাম দিতে হবে। শিরোনাম বা হেডলাইন যদি ভালো হয়, তবে তা সহজেই পাঠকের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবে। 


কন্টেন্ট এর বিবরণ। 

মোবাইলে কন্টেন্ট এর শিরোনাম দেয়ার পরপরই প্যারা আকারে সহজবোধ্য ভাষায় তথ্যনির্ভর বিবরণ দিন। বিবরণ পয়েন্ট আকারেও লিখতে পারেন।

তবে অবশ্যই রচনা আকারে নয়। রচনা আকারে বিবরণ লিখে পাঠক আকৃষ্ট করা যায় না। আর পাঠক যদি আপনার কন্টেন্ট পড়তে আগ্রহী না হয়, তবে আপনি ভিউ পাবেন না। যদি ভিউ না পান তবে আপনার কন্টেন্ট লিখে অর্থ উপার্জনের পথ অনেকটাই রুদ্ধ হয়ে যাবে। কন্টেন্ট লিখতে আপনাকে অবশ্যই ব্যাকরণ ও ভাষার নীতিমালা মেনে চলতে হবে। থাকতে হবে বানান আর ভাষাগত শুদ্ধতা। 


কন্টেন্ট এর উপসংহার। 

মোবাইলে লেখা আপনার কন্টেন্ট এর একটা নাতিদীর্ঘ উপসংহার দিন৷ উপসংহার আর শিরোনাম সুন্দর হলে আপনার লেখা সহজেই পাঠকদের কাছে টানবে। 


কন্টেন্ট থেকে কিভাবে আর করবো? 

মোবাইলে লেখা আপনার কন্টেন্ট হতে হবে সহজ আর সাবলিল ভাষায়। বাক্য রচনায় যথাযথ বিরামচিহ্ন ব্যবহার করুন।


Google AdSense. 

আপনার কন্টেন্ট থেকে অর্থ উপার্জন করতে হলে আপনাকে Google AdSense এর সাথে যুক্ত হতে হবে। Google AdSense হলো একটি Google এর অনলাইনভিত্তিক বিজ্ঞাপন প্রচার সাইট। Google AdSense নিজে আপনাকে কোন অর্থ দেয় না। বরং অনলাইনে আপনার লেখা কন্টেন্ট এর মাঝে তারা বিজ্ঞাপন প্রচার করবে। আর বিজ্ঞাপন দাতার নিকট থেকে অর্থ আহরন করে আপনার ব্যাংক একাউন্টে প্রেরণ করবে। তবে Google AdSense আপনার ব্যাংক একাউন্টে সরাসরি টাকা প্রেরণ করবে না।


PayPal Account. 

মোবাইলে লেখা আপনার কন্টেন্ট থেকে আয়ের অর্থ আহরন করতে হলে, আপনার থাকতে হবে PayPal Account. PayPal Account এর জন্য আপনার থাকতে হবে একটি ব্যাংক একাউন্ট আর e-mail address. আপনি আপনার e-mail address এর সাহায্যে সহজেই একটি PayPal Account খুলে নিতে পারবেন। এই PayPal Account খুবই নিরাপদ একটি একাউন্ট। বিশ্বের অধিকাংশ দেশেই এটা সমর্থন করে। আপনি সহজেই PayPal Account এর মাধ্যমে অর্থ গ্রহণ ও প্রদান করতে সক্ষম হবেন। 


শুধু তাই নয় আপনি আপনার PayPal Account এর মাধ্যমে আপনার কন্টেন্ট এর উপর প্রদর্শিত বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারবেন।


সাধারণত আপনি কন্টেন্ট লিখে যদি ১০০ ডলার এর উপর আয় করতে সক্ষম হন, তবে ১০০ ডলারের উপর আপনি যা আয় করতে সক্ষম হবেন, সেই টাকা বা ডলার PayPal Account এর মাধ্যমে আপনার একাউন্টে প্রেরণ করবে Google AdSense.


তবে আপনি চাইলেই সাথে সাথে কিন্তু Google AdSense এর অনুমোদন পাবেন না। এর জন্য আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হবে। অপেক্ষার এই সময় হতে পারে দুই সপ্তাহ থেকে দুই মাস পর্যন্ত। ততদিন ধৈর্য ধরে আপনাকে অপেক্ষা করতে হবে। আপনি আপনার কন্টেন্ট রাইটিং এর কাজ চালিয়ে যেতে থাকবেন।


আবার অনেক সময় এমনও হতে পারে যে, আপনি Google AdSense এর জন্য আবেদন করে রেখেছেন, কিন্তু কখনও অনুমোদন পেলেন না। তাতেও ঘাবড়ানোর কিছু নেই। আবার আবেদন করুন।একবার না একবার আপনি Google AdSense এর অনুমোদন পেয়ে যাবেন। 


আজ এটুকুই। আগামীতে আরও বিস্তারিত লিখার প্রত্যাশা রইলো। ভালো লাগলে লাইক, কমেন্ট করার অনুরোধ রইলো। 

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ