ইনস্টাগ্রামও দেখাবে না লাইক সংখ্যা

সম্প্রতি কয়েকটি দেশে ফটো শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম পরীক্ষামূলকভাবে লাইকের সংখ্যা লুকিয়ে রেখেছে।

গত শুক্রবার (৯ নভেম্বর) ইনস্টাগ্রামের প্রধান ‘অ্যাডাম মোসিরি ওয়্যারড-২৫’-এর সম্মেলনে ইন্টারনেট জগতে ফটো শেয়ারিং প্ল্যাটফর্মটিকে সুরক্ষিত রাখার জন্য এমন উদ্যোগ গ্রহণ করেছে। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে পরীক্ষামূলকভাবে এই কার্যক্রমটি পরিচালনা করা হবে। এর আগে কানাডা, আয়ারল্যান্ড, ইতালি, জাপান, ব্রাজিল, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড নিয়ে মোট ৭টি দেশে এই কার্যক্রমটি পরীক্ষামূলকভাবে পরিচালনা করা হয়েছে।

ডেস্ক রিপোর্ট : ব্যবহারকারীদের মানসিক চাপ কমাতে বিনিময় করা পোস্টে কতজন ‘লাইক’ দিয়েছে সে সংখ্যা সবাইকে না দেখানোর পরিকল্পনা এঁটেছে ইনস্টাগ্রাম। নতুন এ পরিকল্পনার আওতায় শুধু পোস্ট করা ব্যক্তি লাইকের সংখ্যা জানতে পারবেন। প্রাথমিকভাবে কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, ইতালি, জাপান ও ব্রাজিলে পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম শুরু করে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ। এবার যুক্তরাষ্ট্রেও ‘লাইক’ প্রদর্শন না করার পরীক্ষা শুরু করতে যাচ্ছে ছবি ও ভিডিও বিনিময়ের সেবাটি। সব কিছু ঠিক থাকলে সপ্তাহখানেকের মধ্যেই এ কার্যক্রম শুরু হতে পারে

পরীক্ষামূলক পর্যায়ে নিউজ ফিড, ওয়েব ও প্রোফাইলে লাইকের সংখ্যাটি লুকিয়ে থাকে। তবে সংখ্যাটি লুকানো থাকলেও পোস্টদাতা ঠিকই নিজের পোস্টের লাইক সংখ্যা দেখতে পারবেন।

রিলেটেড আর্টিকেল………

অনলাইন স্ট্রিমিংয়ে বাড়ছে দর্শক

কম্পিউটারের গ্রাফিক্স কার্ড (graphics card) কি ? এর কাজ

কিভাবে Blogspot ব্লগে Facebook Instant Articles Setup করতে হয়?

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ