কিভাবে ব্লগার ব্লগে কাস্টম ৪০৪ এরর পেজ স্টাইল করবেন 1

ফেসবুক, টুইটার, গুগল প্লাস অথবা অন্য কোথাও আমরা কখনও কখনও বিস্তারিত জানার জন্য বিভিন্ন লিংকে ক্লিক করি। অনেক সময় দেখা যায়, যেই পেজটির জন্য লিংকে ক্লিক করা হয়েছে সেই পেজটির বদলে একটা এরর পেজ লোড হয়েছে, যেখানে বলা হচ্ছে যে পেজটি খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন পরিস্থিতিতে আমরা সাধারণত কিছুটা বিভ্রান্ত হয়ে যায় এবং ঐ লিংকটি যেই ব্লগ বা ওয়েবসাইটের সেটার উপর আমাদের আস্থা কমে যায়। এইটা আপনার ব্লগ বা ওয়েবসাইটেও ঘোটতে পারে। একজন ওয়েব ব্যবসায়ী হিসেবে এটা বাস্তবিকই একটা সমস্যা, যা আপনার ব্যবসায়ের সুনামকে খর্ব করতে পারে। যার ফলে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্যবহুল ৪০৪ এরর পেজ তৈরি করা, যাতে করে পাঠকেরা বিভ্রান্ত না হয়।বিজ্ঞাপন

আমরা জানি যে ব্লগার ২০১২ সাল হতে প্রতিনিয়ত অনেক নতুন নতুন ফিচার নিয়ে আসছে। বর্তমানে ব্লগার ব্লগ আগের তুলনায় অনেক বেশি উন্নত। এই সমস্ত নতুন ফিচারের মধ্যে Errors and redirections একটি। আপনি এই ফিচারটি Settings >> Search preferences এর অধীনে পাবেন, যেখানে আপনি ৪০৪ এরর পেজ সেট করতে পারবেন।

আজকের টিপসে আমি দেখাবো কিভাবে একটি তথ্যবহুল ৪০৪ এরর পেজ প্রদর্শন করতে হয় ব্লগার ব্লগে। সুতরাং, যারা ব্লগার ব্লগ দিয়ে তাদের ব্লগ পরিচালনা করে থাকেন তাদের জন্য আশা করি এই টিপসটি অনেক উপকারে আসবে।

৪০৪ এরর পেজ কি?

৪০৪ এরর একটি HTTP স্ট্যান্ডার্ড স্ট্যাটাস কোড, যার অর্থ পাওয়া যায়নি। পাওয়া যায়নি এরর সার্ভার পাওয়া যায়নি এররের মতো না। এটা নির্দেশ করে যে, যখন কোন ক্লায়েন্ট সার্ভারের সাথে যোগাযোগের চেষ্টা করে, হয় সার্ভার অনুরোধটি খুঁজে পায় না অথবা অনুরোধটি সম্পন্ন করার জন্য কনফিগার করা হয়নি। ফলশ্রুতিতে, যদি কেউ কোন একটি পেজের জন্য অনুরোধ করে, যেটা আসলে নেই, ৪০৪ এরর পেজ প্রদর্শিত হয়, যেখানে বলা হয় পেজটি খুঁজে পাওয়া যায়নি। এর কারন হতে পারে, হয়তো পেজটি মুছে ফেলা হয়েছে, যেটা আর বিদ্যমান নেই অথবা URL এ কোন ভুল হয়েছে। যেহেতু কোন পেজ প্রদর্শনের জন্য খুঁজে পাওয়া যায় না, তাই উত্তরে ওয়েব সার্ভার একটা ৪০৪ এরর পেজ পাঠায়।

লগারে ৪০৪ এরর পেজ

ডিফল্টভাবে, ব্লগার নিচের ছবির মতো এরর পেজ ম্যাসেজ দিয়ে থাকে।

আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী ম্যাসেজ দিতে পারেন, আবার এটাকে অনেক সুন্দর ভাবেও প্রদর্শন করতে পারেন যদি আপনি শুধুই ম্যাসেজের থেকে আরও বেশি কিছু চান। ম্যাসেজ পরিবর্তন করার জন্য Settings >> Search preferences >> Custom Page Not Foundএ নেভিগেট করুন এবং তারপরে Edit বাটনে ক্লিক করুন। একটা টেক্সটএরিয়া বক্স ওপেন হবে, যেখানে এরর পেজ ম্যাসেজটি লিখতে হবে। তো দেরি না করে লিখে ফেলুন আপনার মনের মতো করে এরর পেজ ম্যাসেজ এবং লেখা শেষ হলে Save changes বাটনে ক্লিক করুন। ব্যাস! অর্ধেক কাজ হয়ে গেলো।

ব্লগার নিচের ছবির মতো এরর পেজ ম্যাসেজ প্রদর্শন করবে। দেখুন, আপনি যেই ম্যাসেজটি লিখেছিলেন সেটাই প্রদর্শিত হচ্ছে।

এরর পেজটি দেখার জন্য এড্রেস বারে টাইপ করুন আপনার ব্লগের ডোমেইন নাম এবং তারপর /৪০৪ (যেমন https://yourDomainName.com/404)। আপনি চাইলে অন্য যেকোনো সংখ্যা বা টেক্সট লিখতে পারেন, যা আপনার ব্লগ বা ওয়েবসাইটে বিদ্যমান নেই।

স্টাইল করুন ৪০৪ এরর পেজ

যদি আপনি পাঠকদের একটি সঠিক দিকনির্দেশনা দিতে চান যা শুধুই ম্যাসেজের থেকে আরও বেশি কিছু হবে, তাহলে নিচের পদক্ষেপগুলো অনুসরণ করে ৪০৪ এরর পেজটি স্টাইল করুনঃ

দিকনির্দেশনা

১) Template পেজে যান এবং Edit HTML বাটনে ক্লিক করুন।

২) এডিটর বক্সের ভিতরে ক্লিক করে কী-বোর্ডে Ctrl+F চেপে লিখুন </head> এবং তারপর এন্টার চাপুন। ঠিক </head> ট্যাগটির পূর্বে নিচের CSS কোডটি বসিয়ে দিন।

By arjoda

Leave a Reply

You missed

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ