টিকটকে এবার অনলাইন শপিং

ছোট ভিডিও বানানোর অ্যাপ টিকটক ই-কমার্স ফিচার পরীক্ষা করছে। যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য কোম্পানিটি তাদের অ্যাপে কেনাকাটার পদ্ধতি যোগ করতে যাচ্ছে।

প্রাথমিকভাবে এই সুযোগ পাচ্ছেন অ্যাপটির শীর্ষ র‌্যাংকধারী কয়েকজন ব্যবহারকারী। তারা ইতিমধ্যে আমাজনের পণ্যের লিংক তাদের ভিডিওতে অ্যাড করা শুরু করেছেন।

টিকটক বলছে, ধীরে ধীরে নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ভিডিওতে বিভিন্ন থার্ড-পার্টি সাইটের লিংক যুক্ত করতে পারবেন। দর্শকেরা ওই লিংকের মাধ্যমে কেনাকাটা করলে ভিডিওর মালিক শেয়ার পাবেন।

চীনা কোম্পানি বাইটড্যান্স ২০১৬ সালে টিকটক অ্যাপ আনে। এখন সারা পৃথিবীতে মাসে ৫০০ মিলিয়ন অ্যাকটিভ ব্যবহারকারী রয়েছে তাদের। ফেইসবুক, ইউটিউবকে ছাড়িয়ে এটি এখন পৃথিবীর সবচেয়ে বেশিবার ডাউনলোড হওয়া অ্যাপ।

এই অ্যাপ দিয়ে উদ্যোক্তা ঝাং ইয়েমিং সাত বছরের ব্যবধানে চীনের নবম সেরা ধনী হয়েছেন।

বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বসের তালিকা বলছে, ঝাংয়ের বর্তমান সম্পদ মূল্য ১৬.২ বিলিয়ন ডলার। বাইটড্যান্সে এই ব্যবসায়ীর ২৪ শতাংশ মালিকানা রয়েছে।

বাইটড্যান্স প্রতিষ্ঠার পর থেকে ঝাং ব্যবসায়ী হিসেবে সফলতা পেতে থাকেন। ২০১৩ সালে ফোর্বসের থার্টি আন্ডার থার্টি তালিকায় স্থান পান।

Web Developer এর 10 টি সুবিধা

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ