মেয়েদের জন্য ফ্রিল্যান্সিং

মেয়েদের জন্য ফ্রিল্যান্সিং! হ্যা আজকে আমি আলচোনা করবো মেয়েদের জন্য ফ্রিল্যান্সিং নিয়ে।অনেক আপু আছেন যারা মনে করেন আমি মেয়ে তাই আমার দারা ফ্রিল্যান্সিং হবে না কিংবা অনেকে সাহস করে ও লেগে থাকতে পারেন না। তাই আমি আমার দেখা কিছু মেয়ের সফলতার গল্প শেয়ার করবো এবং আমি যতদূর দেখেছি মেয়েরা যত কাজ করে সেইগুলো নিয়ে বলবো।

প্রথমেই একটি গল্প দিয়ে শুরু করি, আমার এক ফ্রেন্ড আছে, সে ক্লাস সেভেনে থাকার সময় দেশের বাহিরে চলে যায়। গতবছর সে আমাকে একদিন ফোন দেয়, ফোন দিয়ে জানায় আমার প্রোফাইল দেখে সে ফ্রিল্যান্সিং’র উপর ইন্টারেস্টেড হয়েছে। তাই থাকে কিছু গাইড যদি করতাম। আমি থাকে বললাম যেহেতু তোর ইংলিশ স্কিল ভালো আছে, তুই আইরাইটার সহ সাইট গুলোতে কনটেন্ট রাইটিং শুরু করে দে। তখন সে আর্টিকেল রাইটিং নিয়ে কিছু রিসার্স করে। এরপর সে যখন আর্টিকেল রাইটিং শিখে যায় তখন থাকে বলি SEO টা শিখে নে। আমি তারে SEO এর ব্যাসিক কিছু জিনিষ বলে দিছিলাম এবং কিছুদিন গাইডলাইন দিছিলাম ফলাফল বর্তমানে সে এখন ফাইভারের টপ রেটেড একজন সেলার। আমি নিজে এখন বর্তমানে অনেক আর্টিকেল তাকে দিয়ে লিখাই ।

আরেকটা মেয়ে ফ্রেন্ড আছে সে খুব ভালো মেকাপ করাতে পারে। একদিন আমাকে বলেছিলো ফ্রিল্যান্সিং করবে। তখন আমি থাকে ইউটিউবার হতে সাজেস্ট করি তারপর সে ইউটিউব চ্যানেল খুলে শুরু করে এবং থাকে আমি ক্যামতাসিয়া দিয়ে ভিডিও এডিটিং কীভাবে করে বলে দিছিলাম। ফলাফল তার চ্যানেলে এখন ৫০ হাজার+ সাবস্ক্রাইবার এখন মাসে ১০/২০ হাজার ইনকাম করতে পারে।

মেয়েদের জন্য ফ্রিল্যান্সিং 1

উপরে বললাম দুইটা ফ্রেন্ডের গল্পঃ এখন একজন ভাবীর গল্প বলবো, যে ২০১২ সালে লন্ডন চলে যায়। আমার সাথে থেমন কথা ও হতো না। একদিন হঠাত আমি তার চ্যানেল ইউটিউবে দেখতে পাই তখন আমি থাকে ইনবক্সে নক করে জানতে চাই কবে থেকে ইউটিউবিং করে? তখন সে আমাকে জানায় সে রান্না ভালো জানে তাই রান্নার ভিডিও গুলো নিয়ে ২০১৮ থেকে শুরু করে এবং ২০১৯ সালে এসে তার চ্যানেলের সাবস্ক্রাইবার ১ লাখ হয়ে যায় এবং সে ইউটিউব থেকে ভালোই আর্নিং করতে পারে। চিন্তা করুন ২ টা বাচ্ছার মা হয়ে ও সে মাসে ৪০০/৫০০ ডলার অনায়াসেই আর্নিং করতে পারতাছে নিজে নিজে শিখে।

এইবার আমি চিনি এমন কিছু মেয়ের গল্প বলবোঃ কয়দিন আগে ফ্রিল্যান্সারে আমি একটি কনটেস্ট দিছিলাম যেখানে আমার একটি সাইটের কিছু প্রব্লেম ফিক্স করার দরকার ছিলো। সেখানে অনেকে অংশগ্রহণ করেছিলো.. তখন একটি মেয়ে আমার কাজটি করে দিতে পারবে বলে ইনবক্স করে। আমি তাকে কাজটি দেওয়ার পর তার প্রোফাইলটি চেক করি তারপ আমি দেখে অবাক হয়েছিলাম, কারণ সে বাংলাদেশী। সে খুব সুন্দর ভাবে আমার কাজটি শেষ করে দিছিলো এবং তার সাথে কথা বলে জানলাম সে ফ্রিল্যান্সিং’র টাকায় তার পুরো পরিবার চালায় এমনকি তার একাউন্টে ৫০কে USD+ আর্নিং আছে।

সহজ এফিলিয়েটস: একবার কষ্ট আর আজিবন ইনকাম

গল্প চাইলে অনেক কিছু বলা যাবে, তবে এখন বলবো মেয়েরা কী ফ্রিল্যান্সিং করতে পারে না? যদি আপনি মনে করেন মেয়েরা ফ্রিল্যান্সিং করতে পারে না, তাহলে আপনি ভুল, কারণ বর্তমানে সময়ে সব কিছুতে মেয়েরা সমান ভাবে কাজ করতেছে। ওয়ার্ডপ্রেস ডেভলপার টিমে ও মেয়ে আছে। যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি ফাইভারে যে কোন টপিকের উপর সার্চ করে ১০ টি টপ গিগ দেখুন। সেখানে ৩/৪ টা মেয়ের গিগ অনাহাসেই পেয়ে যাবেন। এবং প্রথম রিজাল্টে ও অনেক মেয়ের গিগ আছে। তার মানে ফ্রিল্যান্সিং চাইলে ছেলে বা মেয়ে যে কেও করতে পারবে কারণ এটা সবার জন্য উন্মুক্ত।

এখন প্রশ্ন হবে ভাইয়া আমি মেয়ে , নতুন ভাবে শুরু করবো, কী শিখবো? আপনি চাইলে যে কোন টপিক শিখতে পারেন, আপনার মন যদি বলে গ্রাফিক্স তাহলে গ্রাফিক্স শিখুন, আপনার মন যদি বলে ডিজিটাল মার্কেটিং শিখতে চায়, তাহলে সেটাই শিখুন অথবা প্রোগ্রামিং। এখন যদি আবার প্রশ্ন হয় কীভাবে শিখবেন?

শিখতে হলে বরাবরের মত আপনাকে ইউটিউব গুগল ব্যাবহার করা জানতে হবে। গুগল ইউটিউব করে বাসায় বসেই শিখতে পারবেন। ভাইয়া আপনি বলেন আমি কী শিখবো? আমার কিছু ফ্রেন্ড আমাকে প্রতিনিয়ত এই প্রশ্ন করে তাদেরকে আমি সবসময় একটি উত্তর দেই যেমনঃ মন যেটা চায় সেটা করুন। তবে আমি যতদূর দেখেছি আর্টিকেল রাইটিং বা ডিজিটাল মার্কেটিং’এ প্রচুর মেয়ে কাজ করে এবং তারা এই লাইনে অনেকটাই সফল। আর আর্টিকেল রাইটিং আপনি চাইলে মোবাইল দিয়ে ও কর‍তে পারবেন। এটা নিয়ে আমাদের ওয়েবসাইটে গাইডলাইন আছে। কারণ অনেক মেয়ের খুব ভালো পিসির কনফিগার থাকে না বা তারা ফ্রিল্যান্সিং প্ল্যান করে পিসি কিনে না। তাই তারা গ্রাফিক্স ডিজাইন বা এডভান্স ভিডিও এডিটিং শিখে কুলাতে পারে না। তাই আর্টিকেল লিখে ভালোই আর্নিং করতে পারে।

শেষ কথা যদি আপনি মেয়ে হয়ে থাকেন, তাহলে আপনাকেই বলবোঃ আপনি মেয়ে বলে আপনার দ্বারা হবে না, কিংবা মেয়ে বলে পারবেন না এমন কিছু নাই। আমার নিজের বস একজন মেয়ে, আমাদের দেশের প্রধানমন্ত্রী একজন মেয়ে। তাই মেয়েরা চাইলে যে কোন কাজ করতে পারে। সুতরাং আপনি পারবেন এবং অনেক ভালো পারবেন। বিয়ে করার পর ও যদি মানুষ শুরু করতে পারে তাহলে আপনি এই সুন্দর বয়সে কেনো পারবেন না?

আমাদের এই সাইটে সব টপিকের উপর লেখা আছে। আপনি খুজে শুরু করে দিন। কারণ যত দেরীতে শুরু করবেন তত জিনিস মিস করবেন। তবে একটি জিনিস মাথায় রাখবেন আজকে শিখলেন আর কালকে ইনকাম এমন কিন্তু নয়। আপনাকে লেগে থাকতেই হবে এবং কাজ শিখে গেলে এম্নিতেই টাকা আসবে।

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ