বাংলাদেশের ফ্রিল্যান্সাররা প্রতিদিন এক কোটি টাকা আয় করেছে

২০১২ সালে ৪৫ কোটি ৯২ লাখ মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় ৩৬৫ কোটি টাকারও বেশি আয় করেছেন বাংলাদেশের ফ্রিল্যান্সাররা। আবার ২০১৫ সালে ৩১ কোটি ৭৮ লাখ মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় ২৪৬ কোটি ৯৬ লাখ ৬৩ হাজার ২১০ টাকা!

বাংলাদেশের ফ্রিল্যান্সাররা প্রতিদিন এক কোটি টাকা আয় করেছে 2

ফ্রিল্যান্সার ডটকম, ওডেস্ক ও ইল্যান্সের মতো অনলাইন মার্কেটপ্লেসগুলোতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ফ্রিল্যান্সাররা কাজ করছেন। দেশের প্রায় লক্ষাধিক ফ্রিল্যান্সার কাজ করছেন বিভিন্ন মার্কেটপ্লেসে।

কোনো ধরনের পৃষ্ঠপোষকতা ছাড়াই প্রতিদিন এক কোটি টাকা আয় করছেন তাঁরা।

২০১৩ সালে সর্বমোট ২২,০৯৭ টি কাজে বাংলাদেশি ফ্রিল্যান্সাররা চুক্তিবদ্ধ হয়েছেন, যেখানে ২০১২ সালে এই সংখ্যাটি ছিল মাত্র ১০,৯৬১টি।

২০১৩ সালে ফ্রিল্যান্সিং এ বিশ্বে বাংলাদেশের অবস্থান ছিল সপ্তম।

২০১৪ সালে ফ্রিল্যান্সিং এ বিশ্বে বাংলাদেশের অবস্থান ১৩তম।

কিন্তু ২০১৯ সালে ফ্রিল্যান্সিং এ বাংলাদেশের স্থান ২য় তে চলে আচ্ছে। দেশের প্রযুক্তিপ্রিয় তরুণ-তরুণীরা ভালো ইংরেজি ও নানামুখী কাজ শিক্ষার মাধ্যমে মেধা ধৈর্য্যরে সঙ্গে কাজ করতে পারলে দেশে বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান মাধ্যম হয়ে উঠবে আউটসোর্সিং।

ফ্রিল্যান্সাররাই হচ্ছেন আগামী দিনের উদ্যোক্তা। ফ্রিল্যান্সারদের এক প্ল্যাটফর্মে আনা গেলে ও নতুনদের সচেতন করলে নতুন কর্মসংস্থান তৈরি করা সম্ভব।

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ