Youtube ভিউ বাড়ানোর সহজ উপায়

এখন অনেকেরই ইউটিউব চ্যানেল আছে। কিন্তু তেমন ভিউ না থাকায় উতসাহ হারাচ্ছেন। কিভাবে ইউটিউব ভিউ বাড়ানো যায় সে চেষ্টা করছেন নানা ভাবে। বন্ধু বান্ধবদের ইনবক্সে লিংক পাঠিয়ে পাঠিয়ে তাদের কাছে বিরক্তির পাত্র হচ্ছেন। এভাবে কিছু ভিউ হয়তো আসছে তবে আরো সহজ উপায়ে আপনি আপনার চ্যানেলের ভিউ যদি বাড়াতে চান তাহলে আপনার ভিডিও বুস্ট করতে হবে। হ্যা ভিডিও বুস্ট বা প্রমোট করলে সহজেই হাজার হাজার ভিউ পাবেন।

কিন্তু বুস্ট করার জন্য তো ডলার লাগবে সেই ডলার কোথায় পাবেন? সে তো অনেক অনেক টাকার ব্যাপার। না আপনার পকেট থেকে টাকা খরচ করে ডলার কিনে বুস্ট করতে হবেনা। আপনি ফ্রীতেই সেই ডলার পাবেন জীবনপাতায়।

খুব সহজ একটা ব্যাপার। Jibonpata.com এ লাইক কমেন্ট করে ফ্রী ডলার পাবেন সেই ডলার দিয়ে আপনার  ইউটিউব ভিডিও বুস্ট করে দিবেন। যখনই ডলার ফুরিয়ে যাবে আবার লাইক কমেন্ট করবেন। ব্যাস একাউন্টে আবার ডলার এড হয়ে যাবে।

জীবনপাতায় একাউন্ট করতে নিচের লিংকে ক্লিক করুন

Jibonpata Signup

কোন প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো।

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ