5 টি ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার5 টি ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার

হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভাল আছেন। বন্ধুরা আজকের দিনে ইউটিউব হচ্ছে এমন এক সফটওয়্যার বা ওয়েবসাইট যেখান থেকে আপনি সব ধরনের ভিডিও নিমিষেই পেতে পারেন যেমন গান, মুভি, কাটুন ভিটিও, নিউজ সব কিছু।

আমাদের অনেক সময় ইউটিউবে অনেক গান বা মুভি ভাল লাগে কিন্তু সময়ের কারণে দেখা হয় না বা পরে দেখার জন্য সেই ভিডিও খুঁজে পায়না। তাই আজ আমরা এই পোস্টে জনবো ইউটিউব থেকে ভিডিও কিভাবে ডাউনলোড করে।

5 টি সফটওয়্যার ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার 1

5 টি সফটওয়্যার ইউটিউব ভিডিও ডাউনলোড করার

এর আগে আপনাদের সাথে আমরা শেয়ার করে ছিলাম ইউটিউবে অফলাইনে ভিডিও কিভাবে দেখে আর ইউটিউব ভিডিওকে অডিওতে কিভাবে কনর্ভাট করে। আপনি যদি এখনো সেই পোস্ট না দেখে থাকেন তবে অবশ্যই দেখেনিনি।

ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার জন্য যদিও অনেক ওয়েবসাইট আপনি গুগোলে পেয়ে যাবেন কিন্তু সেখান থেকে ভিডিও ডাউনলোড করতে অনেক সমস্যা হয়। তাছাড়া ভিডিও লিংক অনেকে কপি পেস্ট করতে পারেন না।

এছাড়া এখনকার সময় সকলে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার জন্য সফটওয়্যার বেশি পছন্দ করেন। তাই এই পোস্টে আমরা জানবো ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার Top 10 এপস এর বিষয়ে।

  • TubeMate এপস দিয়ে মোবাইলে ইউটিউব ভিডিও ডাউনলোড

ইউটিউব ভিডিও ডাউনলোড করার জন্য এটা খুব ভাল একটা এপস। TubeMate অনেকটা ইন্টারনেট ব্রাউজারের মত দেখতে। এখান থেকে ইউটিউব ভিডিও ছাড়াও আপনি যেকোন ভিডিও শেয়ারিং ওয়েবসাইট থেকে খুব সহজেই ভিডিও ডাউনলোড করতে পারেন।

যেহেতু Tubemate ব্রাউজারের মত কাজ করে তাই যেকোন ভিডিও শেয়ারিং সাইট খুলতে আপনার কোন অসুবিধা হবেনা। Tubemate থেকে আপনি আপনার পছন্দ মত Video Quality সিলেক্ট করে ডাউনলোড করতে পারবেন। তবে এর একটা সমস্যা রয়েছে এই এপসে অনেক ফালতু add আপনি দেখতে পাবেন।

Tubemate এপস দিয়ে ভিডিও ডাউনলোড করলে সেটা অটোমেটিক আপনার ফোন মেমোরিতে save হয়ে যাবে। এই সফটওয়্যারটা আপনি Play Store এ পাবেন না তবে Apkpure সাইটে এই এপস পেয়ে যাবেন।

  • Tubemate এপস দিয়ে ইউটিউব ভিডিও কিভাবে ডাউনলোড করবেন?

1) প্রথমে Tubemate এপসটা খুলুন আর তাইতে YouTube ওপেন করুন।

2) এবার আপনার পছন্দ মত ইউটিউব ভিডিও সার্চ করে সিলেক্ট করুন আর তার পাশে Download button ক্লিক করুন।

3) এবার আপনি যেমন Quality ভিডিও ডাউনলোড করতে চান সেটা সিলেক্ট করে ডাউনলোড করেনিন।

4) ইউটিউব এপস থেকে লিংক শেয়ার ক্লিক করার পর কপি করেও আপনি Tupemate থেকে ইউটিউব ভিডিও ডাউনলোড করতে পারেন।

  • Keepvid সফটওয়্যার দিয়ে ইউটিউব ভিডিও ডাউনলোড

ভিডিও ডাউনলোড করার জন্য keepvid খুব সুন্দর একটা এপস। এর সব থেকে ভাল গুণ অন্যান্য ভিডিও ডাউনলোড সফটওয়্যারের তুলনায় এইতে অনেক দ্রুত ভিডিও ডাউনলোড হয়। এখান থেকে ইউটিউব ভিডিও ছাড়াও আপনি অনেক ভিডিও শেয়ারিং সাইট থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন।

Keepvid থেকে আপনি HD ভিডিও ডাউনলোড করার সাথে 4k resolution এর সুবিধা পাবেন। এছাড়াও keepvid আপনাকে ভিডিও ডাউনলোড করার পাশাপাশি অডিও ডাউনলোড করার সুবিধাও দিয়ে থাকে।

  • KeepVid সফটওয়্যার দিয়ে ইউটিউব ভিডিও কিভাবে ডাউনলোড করবো?

1) প্রথমে keepvid এপসটা খুলুন আর তাইতে আপনি যেই ওয়েবসাইট থেকে ভিডিও ডাউনলোড করতে চাইছেন সেই সইটে যান।

2) এবার আপনার পছন্দ মত ভিডিও সার্চ করে সিলেক্ট করুন আর তার পাশে Download bottom ক্লিক করুন।

3) এবার আপনি যেমন Quality ভিডিও বা অডিও ডাউনলোড করতে চান সেটা সিলেক্ট করার সাথে সাথে ডাউনলোড শুরু হয়ে যাবে।

  • InsTube ভিডিও ডাউনলোড করার apps

মোবাইলে ভিডিও ডাউনলোড করার জন্য InsTube দারুণ একটা সফটওয়্যার। এখান থেকে আপনি YouTube ভিডিও ডাউনলোড করার পাশাপাশি Facebook, Twitter, Instagram এর মত বড়বড় সোশ্যাল সাইট থেকেও ভিডিও ডাউনলোড করতে পারবেন।

InsTube এপস দিয়ে খুব তাড়াতাড়ি ভিডিও ডাউনলোড করা যায়। এছাড়াও আপনি Video quality সিলেক্ট করতে পারবেন এই এপস দিয়ে। InsTube আপনার Private Video গোপণ রাখার সুবিধা দেয়। এই এপস না পছন্দ করার কারণ এখানে অনেক Add দেখায়।

  • InsTube এপস দিয়ে কিভাবে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করবেন?

1) প্রথমে InsTube এপসটা খুলুন আর তাইতে আপনি যেই ওয়েবসাইট থেকে ভিডিও ডাউনলোড করতে চাইছেন সেই সইটে যান।

2) এবার আপনার পছন্দ মত ভিডিও সার্চ করে সিলেক্ট করুন আর তার পাশে লাল bottom ক্লিক করে ভিডিও Quality সিলেক্ট করুন।

3) এবার Fast download ক্লিক করার সাথে সাথে ডাউনলোড শুরু হয়ে যাবে।

  • SnapTube ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার এপস

প্রায় সমস্ত ভিডিও শেয়ারিং ওয়েবসাইট থেকে SnapTube এপস থেকে আপনি ভিডিও ডাউনলোড করতে পারবেন। SnapTube আপনাকে সরাসরি ইউটিউব ভিডিও সার্চ করার সুবিধা দেয়।

অন্যান্য ভিডিও ডাউনলোড এপসের মতো এখান থেকেও আপনি ভিডিও quality সিলেক্ট করতে পারবেন। এখান থেকে ভিডিও ডাউনলোড করলে ভিডিও সরাসরি আপনার mobile device এ save হবে যেটা আপনি পরে offline থাকলে দেখতে পারবেন।

SnapTube এপস দিয়ে কিভাবে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করবেন?

1) প্রথমে SnapTube এপসটা open করুণ।

2) এবার আপনার পছন্দ মত ভিডিও সার্চ করে সিলেক্ট করুন আর তার পাশে download bottom ক্লিক করুন।

3) download ক্লিক করার পরে আপনাকে video quality পছন্দ করতে হবে।

4) ভিডিও quality পছন্দ করার সাথে সাথে আপনার ভিডিও ডাউনলোড শুরু হয়ে যাবে।
বাবা মা-কে নিয়ে বাংলা ফেসবুক স্ট্যাটাস
ভালোবাসা কষ্টের ফেসবুক স্ট্যাটাস

  • VidMate ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার এপস

ইউটিউব ভিডিও ডাউনলোড করার জন্য vidmate খুব নামকরা সফটওয়্যার। এখান থেকে আপনি category অনুযায়ী ভিডিও সার্চ করতে পারবেন। vidmate আপনার গোপন ভিডিও Hide রাখার সুবিধাও দিয়ে থাকে।

vidmate এপস থেকে যেকোন ভিডিও খুব তাড়াতাড়ি ডাউনলোড করা যায়। ভিডিও ডাউনলোড করার পাশাপাশি এই এপস দিয়ে আপনি অডিও ও ডাউনলোড করতে পারবেন।

  • VidMate এপস দিয়ে কিভাবে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করবেন?

1) প্রথমে vidmate এপসটা open করুণ আর তাইতে youtube খুলুন।

2) এবার লাল download বটনে ক্লিক করুন আর video quality পছন্দ করুন।

3) ভিডিও quality পছন্দ করার সাথে সাথে আপনার ভিডিও ডাউনলোড শুরু হয়ে যাবে।

  • মোবাইলে ইউটিউব ভিডিও ডাউনলোড
  • ভিডিও ডাউনলোড করার apps
  • ইউটিউব ডাউনলোড সফটওয়্যার
  • ইউটিউব থেকে ডাউনলোড করার অ্যাপ
  • ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার এপস
  • ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার

Leave a Reply

You missed

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ