পিটিসি সাইট থেকে টাকা ইনকাম করার পদ্ধতি

ইন্টারনেট থেকে টাকা আয় করার অনেক উপায় রয়েছে। তার মধ্যে অনেকগুলো উপায় ইতোমধ্যেই আপনাদের সাথে শেয়ার করেছি। আজ আপনাদের বলব পিটিসি সাইট থেকে ইনকামের উপায়।

পিটিসি সাইট থেকে টাকা ইনকাম করার পদ্ধতি 1

তবে সব উপায় এর মধ্যে ব্লগ থেকে টাকা আয় এবং ইউটিউব থেকে টাকা আয় এই দুইটি হচ্ছে অনলাইনে ইনকাম করার সবচেয়ে সেরা পদ্ধতি।

এছাড়া যেগুলো আছে সেগুলো থেকেও টাকা ইনকাম করা যায় তবে উপরের দুটোই হচ্ছে সবচেয়ে ভালো উপায়।

আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পিটিসি ওয়েবসাইট থেকে অনলাইনে ইনকাম করা যায়।

আপনি কোন ধরনের দক্ষতা ছাড়াই পিটিসি সাইট থেকে আয় শুরু করতে পারবেন। তবে সেক্ষেত্রে ইন্টারনেট কিভাবে ব্যবহার করতে হয় সে সম্পর্কে বেসিক ধারণা থাকতে হবে। কারণ অনলাইনে ইনকাম বিষয়ক সকল কাজে ইন্টারনেটের সাথে জড়িত এবং ইন্টারনেট ব্যবহার করে আপনাকে সে কাজগুলো করতে হবে।

পিটিসি সাইট থেকে আয় করার ক্ষেত্রে শুরুর দিকে আপনার তেমন কোন ঝামেলা পোহাতে হবে না আপনি চাইলে প্রথম দিন থেকেই আয় করা শুরু করতে পারবেন। কারণ পিটিসি ওয়েবসাইটগুলো থেকে টাকা আয় করার জন্য আপনাকে শুধু কয়েকটি টাস্ক কমপ্লিট করতে হবে। এটি এত সহজ যে ইন্টারনেট এর সাধারণ জ্ঞান থাকলে যে কেউ এটা করে টাকা আয় করতে পারবে।

চাইলে মহিলারাও ঘরে বসে আয় করার ক্ষেত্রে এ ধরনের পিটিসি সাইটে কাজ করতে পারেন।

তো চলুন এবার আমরা জেনে নেই , পিটিসি সাইট কি এবং কিভাবে এ গুলো থেকে টাকা আয় করা যাবে?

এছাড়াও আমি এখানে কিছু ভালো পিটিসি সাইটের নাম বলব যেগুলো বর্তমানে অনেক বিশ্বস্ত এবং আপনাকে ভালো মানের টাকা দিতে পারে।

পিটিসি ওয়েবসাইট কি? (What is PTC Website)

পিটিসি সাইট মানে হল পেইড-টু-ক্লিক সাইট। এসব ওয়েবসাইট মূলত অনলাইন বিজ্ঞাপনের উপর নির্ভরশীল এবং একটি পিটিসি ওয়েবসাইট মুলত আপনাকে বিজ্ঞাপনে ক্লিক করার জন্য এবং বিজ্ঞাপন দেখার জন্য টাকা দিয়ে থাকে।

পিটিসি সাইট গুলো সাধারণত যারা অনলাইনে অ্যাডভার্টাইজ করে তাদের কাছ থেকে টাকা নিয়ে তাদের পণ্য বা সার্ভিস বা ওয়েবসাইট এর বিজ্ঞাপন নিজের ওয়েবসাইটে দেখায় এবং আপনার আমার মত মানুষ যখন সেই সাইটগুলোতে অ্যাকাউন্ট খুলে সেই এডভারটাইজ করা পণ্য বা সার্ভিসে ক্লিক করি বা দেখি তখন তার জন্য পিটিসি ওয়েবসাইট আমাদের কিছু টাকা দেয়। সেগুলোই হল আমাদের আয়।

এই নিয়ম ফলো করে আপনি চাইলে নিজের জিমেইল একাউন্ট দিয়ে পিটিসি ওয়েবসাইটে অ্যাকাউন্ট বানিয়ে কেবল এড দেখে আর অল্প কিছু কাজ করে ঘরে বসে সহজেই টাকা আয় করতে পারবেন।

পিটিসি সাইট থেকে টাকা ইনকাম করার পদ্ধতি 2

পিটিসি ওয়েবসাইট থেকে কিভাবে টাকা আয় করবেন ?

শুধু বিজ্ঞাপনে ক্লিক করা নয় এছাড়াও পিটিসি সাইট থেকে আয় করার অনেকগুলো উপায় আছে। উপায় গুলো নিচে বিস্তারিত বর্ণনা করা হলোঃ

  1. অনলাইন সার্ভে করেঃ পিটিসি সাইট গুলো আপনাকে বিভিন্ন সার্ভে করার কাজ দেবে। সার্ভে গুলো এমন হবে যে আপনাকে সেখানে কিছু প্রশ্ন করা হবে এবং আপনার সেগুলোর উত্তর দিতে হবে। সার্ভে পুরোপুরিভাবে কমপ্লিট করলে প্রত্যেক 5 থেকে 10 মিনিটের সার্ভের জন্য তারা সর্ববোচ্চ 2 ডলার পর্যন্ত দিয়ে থাকে।
  2. বন্ধুদের রেফার করার মাধ্যমেঃ এসব ওয়েবসাইটে সাধারণত রেফারিং সিস্টেম থাকে। অর্থাৎ আপনি চাইলে কাউকে ওয়েবসাইটে ঢোকার জন্য রেফার করতে পারেন। যদি কেউ আপনার রেফারেল থেকে ওয়েবসাইটে ঢুকে এবং একাউন্ট খুলে সে ক্ষেত্রে আপনি রেফারেল বোনাস পাবেন।
  3. বিভিন্ন টাস্ক কমপ্লিট করেঃ এসব পিটিসি সাইটে বিভিন্ন ধরনের অফার থাকে সেসব অফার থেকে আপনি গেম খেলে বিভিন্ন অ্যাপ ডাউনলোড করে এবং দৈনন্দিন কিছু টাস্ক কমপ্লিট করে আপনি আয় করতে পারবেন
  4. বিজ্ঞাপন দেখেঃ পিটিসি সাইট থেকে টাকা আয় করার আরেকটি সহজ মাধ্যম হলো বিজ্ঞাপন দেখা। শুধু বিজ্ঞাপন দেখেই আপনি টাকা আয় করা শুরু করতে পারবেন। তবে বিজ্ঞাপন দেখে আয় করা টাকার পরিমাণ অনেক কম হয়ে থাকে তাই যত বেশি বিজ্ঞাপন দেখবেন তত বেশি আপনার আয় হবে।

পিটিসি সাইট থেকে আয় করার ক্ষেত্রে আপনি উপরোক্ত কাজগুলো করতে পারেন। আপনার আয় করা টাকা তোলার জন্য পেপাল (PayPal), পেওনিয়ার, স্ক্রিল ইত্যাদি মাধ্যম রয়েছে। এগুলোতে ব্যবহার করে আপনি সহজেই আপনার আয় করা টাকা তুলতে পারবেন।

এখন আমি আপনাদের সেরা 5 টি পিটিসি সাইট সম্পর্কে বলব যেগুলো থেকে আপনি নির্ভরযোগ্যভাবে টাকায় করতে পারবেন।

সেরা এবং লাভজনক পিটিসি সাইট কোনগুলি ? (Top 5)

ইন্টারনেটে আপনি প্রচুর পরিমাণ পিটিসি সাইট পাবেন যেগুলো থেকে অনলাইনে ইনকাম করা যায়। তবে সবগুলো ওয়েবসাইটে কিন্তু আসল নয় এদের মধ্যে অনেক ওয়েবসাইট বউ হতে পারে। ভুয়া ওয়েবসাইটগুলো আপনাকে দিয়ে কাজ করিয়ে নেবে কিন্তু বিনিময়ে আপনি কোন টাকা পাবেন না।

এজন্য নিচে আমি আপনাদের এমন পাঁচটি বিশ্বাসযোগ্য এবং নির্ভরযোগ্য বিবিসি ওয়েবসাইট সম্পর্কে বলব যেগুলো ব্যবহার করে আপনি অনলাইনে ইনকাম করতে পারবেন।

১. NeoBux 

আপনি যদি পিটিসি সাইট থেকে টাকা আয় করার সিদ্ধান্ত নেন তবে আমি সবার উপরে যেতে রাখবো সেটি হচ্ছে নিওবাক্স। আপনি অনলাইনে ইনকামের ক্ষেত্রে নতুন হয়ে থাকলে এই ওয়েবসাইটটি ব্যবহার করুন কারণ এই ওয়েবসাইট থেকে টাকা তোলা অনেক সহজ এবং বিশ্বের অনেক মানুষই এই ওয়েবসাইট ব্যবহার করে টাকা আয় করে থাকে।

নিওবাক্স ওয়েবসাইটে রেজিস্টার করার সাথে সাথে আপনি টাকায় শুরু করতে পারবেন বিজ্ঞাপন দেখার মাধ্যমে। প্রতিটি বিজ্ঞাপন দেখার বদলে তারা আপনাকে 0.002 ডলার এর মত দিবে। আপনি যত বেশি অ্যাড দেখবেন আপনার ইনকাম তত বাড়বে।

এখান থেকে আয় করা টাকা আপনি সহজেই পেপালের মাধ্যমে নিজের ব্যাংক একাউন্টে ট্রান্সফার করে নিতে পারবেন। এখান থেকে আয় করা টাকার পেমেন্ট পাওয়ার জন্য আপনাকে কমপক্ষে দুই ডলার আয় করতে হবে। বাস্তব অর্থে যেটা অনেক কম। কেউ চাইলে কয়েকদিনেই 2 ডলার আয় করে ফেলতে পারবেন।

পিটিসি সাইটগুলোর মধ্যে নেওবুক্স অন্যতম এবং নির্ভরযোগ্য। রেফারেল সিস্টেম থাকার কারণে মানুষ এখান থেকে অনেক টাকা আয় করতে পারেন।

২. Ysense 

পিটিসি সাইট গলোর মধ্যে আরেকটি নির্ভরযোগ্য সাইট হল লাইসেন্স। পূর্বে এর নাম ছিল ক্লিকসেন্স। এটি অনেক পুরনো ওয়েবসাইট এবং বিশ্বাসযোগ্য। এখানেও আপনি বিজ্ঞাপন দেখে টাকা আয় করতে পারবেন।

ক্লিকসেন্স থেকে বেশি টাকা আয় করতে চাইলে আপনাকে বিভিন্ন সার্ভেতে অংশগ্রহণ করতে হবে এবং তাদের জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে এখানে সার্ভে পূরণ করার মাধ্যমে আপনি 0.2 ডলার থেকে 2 ডলার পর্যন্ত বা আরো বেশি টাকা আয় করতে পারবেন

উপরে আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকদিন তারা নতুন নতুন ছাড়বে দিয়ে থাকে। সার্ভে গুলো পূরণ করার মাধ্যমে আপনি কত টাকা পেতে পারেন তাও সেখানে লেখা থাকে। জেসার বেটা করলে বেশি টাকা পাওয়া যায় আপনি সব সময় সেটি করার চেষ্টা করবেন তাহলেই ইনকাম করা আরো সহজ হবে।

নিও বাক্সের মতো এখানেও আপনি রেফারেল ফিচারটা পাবেন। যত বেশি বন্ধুদেরকে এই ওয়েবসাইটে রেফার করবেন আপনি তত বেশি টাকা ইনকাম করতে পারবেন।

ওয়াই সেন্সে বিজ্ঞাপন দেখার মাধ্যমে আপনি 0.2 ডলার পেয়ে যাবেন। এই ওয়েবসাইটে মিনিমাম পে আউট হল 10 ডলার। অর্থাৎ আপনি যদি আপনার টাকা তুলতে চান তাহলে আপনাকে কমপক্ষে 10 ডলার আয় করতে হবে।

৩. Ojooo.com

আপনি যদি শুধু অনলাইনে অ্যাডভার্টাইজ দেখে টাকা আয় করতে চান তবে এই ওয়েবসাইটটি কিন্তু আপনার জন্য ভালো সমাধান। Ojooo.com আপনাকে প্রত্যেকটি বিজ্ঞাপন দেখার বদলে 0.005 ডলার দিবে। আশার কথা হলো এখানে আপনি ইচ্ছামত বিজ্ঞাপন দেখতে পারবেন কোন ধরনের রেস্ট্রিকশন নেই।

চাইলে আপনি শুধু মোবাইল দিয়েও বিজ্ঞাপন দেখে এই ওয়েবসাইট থেকে আস্তে আস্তে টাকা আয় করতে পারবেন।

অন্য ওয়েবসাইটগুলোর পাতা সাইটটিতেও আপনি রেফারেল ফিচারটি পাবেন। অন্যদের যত বেশি রেফার করবেন তত বেশি আয় করতে পারবেন।

এখানে আপনাকে পেমেন্ট নেওয়ার জন্য কমপক্ষে দুই ডলার আয় করতে হবে। আয় করা টাকা আপনি পেপাল বা পেয়ে যায় এর মাধ্যমে তুলে নিতে পারবেন।

৪. PaidVerts 

বিজ্ঞাপন দেখে আয় করার একটি ওয়েবসাইট হল পেইডভার্টস। এখান থেকে আপনি শুধু বিজ্ঞাপন দেখেই আয় করতে পারবেন।

এটি একটি সিম্পল পিটিসি সাইট। বিজ্ঞাপন দেখার বিনিময় এখানে টাকা দেওয়া হয়। মাত্র কয়েক সেকেন্ডের একটি ভিডিও দেখার জন্য আপনি 0.005 ডলার পর্যন্ত পেতে পারেন

পেট ভারত ওয়েবসাইটের পেট আর্ণার্স পেজে গিয়ে আপনি তাদের পেমেন্ট প্রুফ এবং বর্তমানে কে সবচেয়ে বেশি টাকা আয় করতেছে তা জানতে পারবেন।

৫. Inboxdollars

Inboxdollars হল আর একটি পিটিসি সাইট যেখানে আপনি বিভিন্ন রকমের সহজ কাজ করার মাধ্যমে টাকা আয় করতেে পারবেন। এখানেে আপনি অনলাইন টিভি দেখে অনলাইন সার্ভে করে ইমেইল পড়ার মাধ্যমে এবং আরও বিভিন্ন ধরনের কাজের জন্য টাকাা পেতে পারেন।

আশার কথা হল প্রথমবার অ্যাকাউন্ট তৈরি করার সাথে সাথে তারা আপনাকে 5 ডলার বোনাস দেবে।

আপনার আয় 30 ডলার হওয়ার পর আপনি সেখান থেকে পেমেন্ট নিতে পারবেন।

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ