এক্সেল এর কাজ করেই আয় করুন ঘরে বসে

Excel শব্দের আভিধানিক অর্থ শ্রেষ্ঠতর হওয়া। এই এপ্লিকেশনটি মূলত বাজারজাত করেন মাইক্রোসফট। উইন্ডোজ এর এই এপ্লিকেশনে টির সাহায্যে জটিল গাণিতিক সমস্যা এবং তথ্য ব্যবস্থাপনা এবং তথ্যকে সুন্দর ভাবে উপস্থাপনা করে নিখুঁত ভাবে চার্ট বা গ্রাফ তৈরী করা পারে এবং ছাড়াও আরও অনেক জটিল কাজকে সহজে সমাপন করা যায়। এভাবেই এক্সেল এর কাজ করেই আয় করুন ঘরে বসে।

এক্সেল এর কাজ করেই আয় করুন ঘরে বসে 1

এক্সেল (Excel) প্রোগ্রাম রান করার নিয়ম :

প্রথমে কম্পিউটারের সঠিক ভাবে power সংযোগ অাছে কিনা এবং operating system সঠিক ভাবে সেট অাপ করা আছে কিনা পরীক্ষা করে নিতে হবে। তারপর উইন্ডোজ টি চালু করতে হবে অতঃপর windows icon এ ক্লিক করে All Program এ ক্লিক করলে (হয়তো আপনাকে হাল্কা স্কোল করতে হতে পারে) বা সার্চ অপশনে লিখুন Ms Excel. তাহলেই আপনার কাঙ্ক্ষিত ms excel পেয়ে যাবেন। তারপর ms excel এর icon এ ক্লিক করতে হবে। এবার Spreadsheet ওপেন হবে। এছাড়াও কীবোর্ড কমান্ড তৈরী করে বা শটকাট মেনু থেকেও এক্সেল রান করানো যায়।

এক্সেল ((EXCEL)) এর Windows পরিচিতি:

Excel এর এপ্লিকেশনগত কিছু অপশন তারা ইউজার দের সুবিধার্থে দিয়ে থাকে। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে   স্কল বার, টাইটেল বার এবং মেনু বার এছাড়া ও অন্যান্য টুলস দেখা যায়। এই এপ্লিকেশন অপারেটিং করতে হলে ইউজারদের এই টুলস সম্পকে ভালো ধারনা থাকতে হবে। Excel 02 এপ্লিকেশনটি বাই ডিফল্ট ভাবে  সর্বমোট ৬৫,৫৩৬টি row এবং ২৫৬টি কলাম আছে। অন্য দিকে Excel 07 এপ্লিকেশনেটি তে  সর্বমোট ১০,৪৮,৫৭৬ টি row এবং ১৬,৩৮৪টি কলাম আছে। এবং 2007 Spreadsheet এপ্লিকেশনে সবমিলিয়ে 1,717,98,69,184 টি সেল রয়েছে।

রো কাকে বলে?
এক কথায় রো কে সারি বলা হয়। Excel এর এক একটি ভার্সনে এক এক সংখ্যাার রো বা সারি থাকতে পারে৷ সেটা অাপনি ওদের অফিসিয়াল ওয়েবসাইট গেলেই জানতে পারবেন।
এবং A,B,C ক্রমাগত২৫৬টি কলাম। Excel 02 এপ্লিকেশনেটি তে প্রতিটি Window তে আয়তক্ষেত্রের মতো সেল অাছে প্রতিটি কে একটি সেল বলে হয়।

এক্সেল (Excel) এর Spreadsheet কি ?

Spreadsheet এর আভিধানিক অর্থ খুঁজলে এর অর্থ দাঁড়ায় “ছড়ানো পাতা” অালাদা ভাবে স্প্রেড  শব্দের অর্থ হচ্ছে ছড়ানো। অন্যদিকে সিট শব্দের অর্থ হচ্ছে পাতা। একসঙ্গে Spreadsheet শব্দের অর্থ হচ্ছে ছড়ানো পাতা। গ্রাফ কাগজের ন্যায় এক্স  অক্ষ এবং y অক্ষ বরাবর ছোট ছোট ঘরের ন্যায় অনেক ঘরকে একত্রে সবগুলো কে স্প্রেডশীড বলে।

এক্সেল (Excel) এর Worksheet কি ?

এক্সেল এর যে পাতার কাজ  করা হয় তাকে Worksheet বলে। সহজ ভাষায়: স্প্রেডশীট কে-ই  Worksheet বলা হয়। বা এমন ভাবে ও বলা যায় যে একটি খাতা যেখানে অনেকগুলো পৃষ্ঠা থাকে।  এক্সেলেও এমন ভিন্ন ভিন্ন ওয়ার্কশীট থাকে সেগুলো কাজ করার জন্য ব্যাবহার করা হয়।

Work Book কি ?

এক্সেল এপ্লিকেশনে স্প্রেডশীটে অনেক তথ্য সংরক্ষণ করা হয় বা তা বিশ্লেষণ বা গণনার করা হয়ে থাকে। এবং কাজ করার পর সেগুলো পরবর্তীতে অাবার ব্যবহার করার ইউজারের ইচ্ছে মতো সংকেত বা নাম দিয়ে সেইভ করে রাখা যায়। অার এই সেইভ করা ফাইল বা ডকুমেন্ট কে বল হয় ওয়ার্ক বুক।

এখন কথা বলবো এক্সেল দিয়ে কিছু ব্যাসিক কাজ এর ব্যাপারে।

***সূত্রের সাহায্যে স্কুলের রেজাল্ট শীট তৈরী করতে পারবেন।
*** Tax নির্ণয় করতে পারবেন।
***কমিশন নির্ণয় করতে পারবেন।
***মজুরী নির্ণয় করতে পারবেন।
***বিদ্যুৎ বিল তৈরী করতে পারবেন।
***Salary Sheet তৈরী করতে পারবেন
***Data Table তৈরী করতে পারবেন।
*** বিভিন্ন ধরনের চার্ট তৈরি করতে পারবেন। (নিচে  অামার তৈরি করোনা ভাইরাসের month preview টা দেখতে পারেন। যাস্ট ২/৩ মিনিটে এই রকম চার্ট বানাতে পারবেন৷)
চাইলে অাপনি অনেক বড় বড় জটিল জটিল হিসেবে সহজেই করতে পারবেন।

এখন বলবো এক্সেল এর কিছু এডভান্স লেভেলের সূত্র  সম্পর্কে। এক্সেলে রক হতে হলে এইগুলো অবশ্যই শিখতে হবে। তবে এই ব্যাপারে বিগেনার অবস্থায় মাথা না ঘামালেই ভালো হবে কারন এইগুলো একটু ডিফিকাল্ট।

***Advanced Formulas (SUMIFS,SUMPRODUCT,VLOOKUP, Xlookup,INDEX + MATCH,Handling Formula Excel. etc..)
*** Data, Power Query, Tables & Formatting
***Conditional FormaChartin
***Advanced Charting
***Pivot Tables & Pivot Reporting
***VBA & Macros
***Data Tables, Simulations & Solver
***Integrating Excel with other tools & Optimizing Excel
অারো অনেক ধরনের advance কাজ করতে পারবেন সেটা সম্পুর্ন অাপনার জানার উপর ডিপেন্ড করে।
অামার ব্যাক্তিগত ভাবে macros এবং VBA নিয়ে কাজ করতে ভালো লাগে। VBA দিয়ে কাজ করতে হলে অবশ্যই অাপনাকে কোডিং জানতে হবে।

এই তো হলো মোটামুটি এক্সেল এর কাহিনী।

চাকরির ক্ষেত্রে এটা কি জরুরী  সেটা অাপনারা সবাই জানেন নতুন করে অার কিছু  বলতে চাই না।
তবে হ্যা অাপনি এক্সেল মোটামোটি সব পারেন কিন্তু চাকরি করছেন না বা সামনে করবেন। তো এই সময় এর ভিতর চলেন অামরা এক্সেল এর দক্ষতা কাজে লাগিয়ে ঘরে বসে ইন্টারনেট এর মাধ্যমে কিছু ডলার  ইনকাম করলে কেমন হয়?
এই ব্যাপারে বিস্তারিত জানার ইচ্ছে থাকলে কমেন্টে জানান।
এখন এক্সেল দিয়ে টাকা ইনকাম করতেছে অনেকেই।

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ