ইউটিউব মার্কেটিং কি? ব্যবসার প্রসারে এর ভূমিকা What is YouTube Marketing? Its role in Business expansion

ইউটিউব মার্কেটিং কি? ব্যবসার প্রসারে এর ভূমিকা What is YouTube Marketing? Its role in business expansion

YouTube মার্কেটিং কি? ব্যবসার প্রসারে এর ভূমিকা।

YouTube মার্কেটিং বলতে ভিডিও মার্কেটিংকে বুঝায়। ইউটিউব মার্কেট প্লেস এমন একটি মার্কেট প্লেস যেখানে ভিডিও তৈরি করার মাধ্যমে রয়্যালিটি ইনকাম করা সম্ভব। আজকাল সোস্যাল মিডিয়ার অন্যতম মাধ্যম ফেইজবুক থেকে ইউটিউব খুবই জনপ্রিয়। ডিজিটাল মার্কেট প্লেস এর এক উন্নত মাধ্যম হিসেবে কাজ করে আসছে। একাউন্ট করে নিন 100 টাকা প্রতি রেফারে 10 টাকা

Best Online Earning Site

ব্যবসার প্রসারে ভিডিও মার্কেটিং কেন গুরুত্বপূর্ণ :

১. এখন সাধারণত আর্টিকেল পড়ার ধৈর্য্য অনেকের নেই। সাধারণত এমন সব ক্রেতাদের লক্ষ্য করে ভিডিও মার্কেটিং করা হয়ে থাকে। ফলে দেখা যায় খুব সহজে ব্যবহারকারীরা না পড়েও ভিডিও দেখে পণ্য সম্পর্কে ধারণা পেতে পারেন। এতে করে একসঙ্গে অনেকের দৃষ্টি আকর্ষণ করা সহজ এবং প্রচারণা বৃদ্ধি পাবে।

 ২. আপনি চাইলে ভিডিওয়ের মাধ্যমে সহজে পণ্যের গুণাগুন সম্পর্কে জানাতে পারবেন। ফলে ব্যবহারকারীদের মধ্যে ভিডিও দেখার পণ্যের গুণমান সম্পর্কে দ্বিধা থাকে না। যার কারনে বর্তমানে মার্কেটপ্লেসে ভিডিওয়ের চাহিদা রয়েছে অনেক।

৩. ক্যামেরা দিয়ে ভিডিও তৈরি করা একটু ব্যয়বহুল হলেও মোবাইল ডিভাইস ব্যবহার করে তা সহজে করা যায় এবং এবং বিনামূল্যে YouTube পাবলিশ করতে পারবেন। যার ফলে নতুন উদ্যোক্তারা নিজের পণ্য সহজে প্রচারণা করতে পারে।

৪. সাধারণত ভিডিওয়ের ফলে গুগলের সার্চ ইঞ্জিনে ভালো প্রভাব বিস্তার করা যায়। এখন মার্কেটপ্লেসে ভিডিও মার্কেটিংয়ের প্রতিযোগীতা তুলনামূলকভাবে অনেক বেশি, কিন্ত ভাল মানের ভিডিও অনেক কমই আছে। আপনি যদি ভাল মানের ভিডিও করেন তা সহজে ফল পাবেন।

৫.আকর্ষণীয় ও শ্রুতিমধুর চ্যানেল নাম পছন্দ করুন। 

আপনার চ্যানেল এর নামটা আপনার জনপ্রিয়তার উপর নির্ভর করবে। কেননা আকর্ষণীয় আর শ্রুতিমধুর নাম আপনার চ্যানেল টাকে সহজে মনে রাখতে সাহায্য করবে। সাধারণত আপনার চ্যানেলের নামটি এমন হওয়া উচিত তার নাম শুনেই বুঝা যায় চ্যানেলটি কি বিষয়ে তৈরী করা হয়েছে। সাধারণত কি ধরনের ভিডিও এখানে পাওয়া যাবে? তবে চ্যানেলের নামটি যেন সহজে মনে রাখা যায় এবং তা অতিরিক্ত বড় না হয়ে ছোট হলেই ভাল । YouTube এর বর্ণনা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সাধারণত চ্যানেলের বর্ণনায় ব্যবহারকারী কি ধরনের ভিডিও পাবেন তার বর্ণনা দেওয়া থাকে । এর সাথে আপনি অবশ্যই প্রাসঙ্গিক কিওয়ার্ড নির্বাচন করুন। কিন্ত একটা কথা, কখনও বর্ণনার মধ্যে ট্যাগ ব্যবহার করতে যাবেন না।

৬.আপনাকেও ভিডিও তৈরি করতে হবে।ইউটিউব থেকে আপনি টিউটোরিয়াল শেখা হয়ে গেলে এবার আসুন ভিডিও তৈরি করতে। এতক্ষণ আমরা YouTube সম্পর্কে সব বিস্তারিত জানলাম।  এবার চলুন যে ভিডিওটি আপনি আপলোড করবেন তা তৈরি করি। এবং কিভাবে পোস্ট করবেন টা একটু দেখে নি।

  •  YouTube এর প্রথম কথা হল আপনাকে ইউনিক কিছু কাজ করতে হবে। অর্থাৎ আপনাকে নিজে কিছু করতে হবে। আপনি চাইলেই কারো তৈরি করা ভিডিও আপনার চ্যানেল এ আপ করতে পারবেন না। সাধারণত আমরা অনেকেই ক্যামেরা এবং লাইটিং এর ব্যবহার সর্ম্পকে ভালোভাবে জানি না। আমরা ক্যামেরা এবং লাইটিং এর উপরে সল্প সময়ে একটি ভাল কোর্স করে নিতে পারি। এটি আপনার পরবর্তী জীবনে অনেক কাজে দিবে। ভালো একটি ভিডিও তৈরি করার পিছনে অনেক সাধনা করতে হয়। আর সাধারণত লাইটিং সমন্ধে যদি আপনার ভালো ধারণা থাকে তাহলে আপনি ভালো একটি ভিডিও বানাতে পারবেন। তাই অবশ্যই ভালো একটি ভিডিও তৈরি করতে আপনাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে।
  • আপনি চাইলে বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও বানাতে পারেন। যেমন, আপনি কোথাও ট্যুর এ গেছেন। আপনি আপনার ট্যুর নিয়ে একটা ভিডিও বানিয়ে ফেলতে পারেন। এবার আপনি কোন কনসার্ট এ গেছেন, আপনার দেখা সব থেকে ভাল কিছু গান ভিডিও করে আপ করে দিন আপনার YouTube চ্যানেল এ।
  •   YouTube মার্কেটিং যারা করে তারা সাধারণত কোন একটা বিষয় নিয়েই সব সময় ভিডিও আপ করে থেকে। যেমন, ফান ভিডিও, ক্রিকেট ভিডিও, নাটক, শর্ট ফিল্ম, রহস্য অনুসন্ধান, খবর, ঐতিহাসিক ঘটনা এমন কিছু একটা নিস নিয়ে আপনি শুরু করতে পারেন।

৭.দ্রুত আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়িয়ে ফেলুন :

আপনি নিয়মিত আপনার চ্যানেল এ ভিডিও আপ করুন। কিছু দিন পর থেকে দেখতে পারবেন আপনার চ্যানেল এ সাবস্ক্রাইবার নিয়মিত বাড়ছে। এই জন্য আপনাকে নিয়মিত ভিডিও আপ করতে হবে আর ইউনিক ভিডিও আপ করতে হবে। তবে হ্যাঁ আপনি অবশ্যই একটা নির্দিষ্ট সময় করে ভিডিও আপ করবেন এবং নিয়মিত। সাধারণত আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন, সেগুলোর বর্ণনাতে অবশ্যই আপনার অন্য ভিডিওর লিংক যোগ করবেন। এছাড়া আপনার বর্ণনার মধ্যে অবশ্যই ভিউয়ার কে সাবস্ক্রাইব করতে অনুরোধ করবেন। যদি সম্ভব হয় তাহলে মজাদার জোকস বলে আপনার ভিউয়ার কে সাবস্ক্রাইব করতে বলতে পারেন। আবার অনেকেই মনে করেন চ্যানেলে অনেকগুলো ভিডিও থাকলে অনেক বেশি সাবস্ক্রাইবার পাওয়া যায়।

এটি আসলেই একটি ভুল ধারনা। আপনি যদি কয়েক শো ভিডিও আপ করেন যেগুলো যদি কোন কাজেরই না হয় বা কোন নিস থাকে না, তাহলে আপনি কোনদিনও সাবস্ক্রাইবার পাবেন না এমনকি ভিউ ও পাবেন না, বরং সাবস্ক্রাইবার হারাবেন। কারণ সাধারণত কেউই চায় না অন্যের ভিডিও দিয়ে তার ইফটিউব একাউন্ট ভরে থাক। আপনি সাধারণত যখনই সিডিউল মেইনটেনন করে আপনার ভিডিও আপলোড করবেন, তখন আপনার ভিডিওটি ইফটিউব তার সার্চ রেজাল্টে এক নাম্বারে নিয়ে আসবে এবং সবার কাছে শো করবে।

৮.আপনার ভিডিও আপলোড করার ক্ষেত্রে যেই সকল বিষয়ে অবশ্যই নজর রাখবেনঃ

  •  ভিডিও টি নিজের ক্যামেরা বা ফোন থেকে করা। অর্থাৎ ভিডিও টির মালিক আপনাকে হতে হবে।
  • সম্পূর্ন ইউনিক এবং কপিরাইট বিহীন এমন ভিডিও যেটি কেউ স্বত্বাধিকারী বা দাবীদার নয়।
  •  সব বয়সী লোকের কাছে গ্রহণযোগ্য এমন ভিডিও বানাতে হবে।
  •  সঠিক অডিও স্ট্রিম হতে হবে। অন্য কারো মিউজিক হলে হবে না।
  •  সঠিক ভিডিও বিট-রেট, ফ্রেম রেট, রেজুলেশন, অডিও বিট-রেট এগুলো সব সঠিক হতে হবে।

আপনাকে সফল YouTube হওয়ার ক্ষেত্রে উপরোক্ত বিষয়গুলি অনেক সহায়ক হবে। YouTube মার্কেটিং করাটা বর্তমানের প্রেক্ষিতে দারুণ একটা বুদ্ধিমানের কাজও বটে। দেশ এবং রাষ্ট্র বিরোধী ভিডিও বানানো থেকে বিরত থাকুন।ঘরে বসে চ্যানেল খুলার মাধ্যমে নিয়মিত ভিডিও আপলোড দিয়ে আপনিও সফল ক্যারিয়ার গড়ে তুলতে পারেন। 

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ