২০১৯ সালের পূর্বে Youtube গুগল এ্যাডসেন্স এর মাধ্যমে আয় শুরু করার ক্ষেত্রে কোন ধরা বাধা
নিয়ম ছিল না। কিন্তু ইউটিউব পরে তাদের নতুন পলিসি অনুসারে ইউটিউব চ্যানেল মনিটাইজ করার
জন্য আপনার ইউটিউব চ্যানেলে ১০০০ সাবস্ক্রাইবার ও এক বছরে ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম থাকতে
হবে। অতএব Youtube এক বছরে মিনিমাম ১০০০ ঘন্টা ভিডিও ভিউ হওয়ার পর আপনি ইউটিউব
থেকে টাকা আয় করা শুরু করতে পারবেন।
পড়ুন:- আউটসোর্সিং: কি? কেন? এবং কিভাবে? আউটসোর্সিং এর A to Z গাইড লাইন।
Youtube কিভাবে টাকা দিয়ে থাকে:-
অনেকে মনে করে ভিডিও আপলোড করে ইউটিউব থেকে টাকা ইনকাম করার বিষয় একটি হাস্যকর ও
নিছক গল্প ছাড়া আর কিছুই না। কিন্তু এটা চরম সত্য যে, আপনি ঘরে বসে Youtube কাজ করে গুগল
এর কাছ থেকে ফরেন রেমিটেন্স নিয়ে আসতে পারবেন। আমার চেনা কয়েকজন বাংলাদেশী ইউটিউবার
রয়েছে যারা শুধুমাত্র Youtube টাকা ইনকাম করে তাদের পুরো পরিবারের সাংসারিক খরচ বহন করে
যাচ্ছে। সেই সাথে টাকা ইনকাম করার পাশাপাশি নিজের পড়ালেখা বা পেশাগত কাজও চালিয়ে যাচ্ছে।
আরো জানুন:- Fiverr সর্ম্পকে কিছু গুরুত্বর্পূণ টিপস কাজের অর্ডার পাওয়া জন্য।
সাধারণত Youtube যখন আপনার ইনকাম ১০ ডলার পূর্ণ হবে তখন গুগল এ্যাডসেন্স টিম আপনার
ঠিকানা, ব্যাংক একাউন্ট ও গুগল এ্যাডসেন্স একাউন্ট ভেরিফিকেশন করে নেওয়ার জন্য বলবে। আপনি Online Income Site
যখন এ্যাডসেন্স এর সেটিংস অপশন হতে আপনার ঠিকানা, ব্যাংক একাউন্ট ও এ্যাডসেন্স একাউন্ট
ভেরিফিকেশন করার জন্য আবেদন করবেন তখন গুগল আপনার স্থানীয় ঠিকানার পোস্ট অফিসে একটি
চিঠি পাঠাবে। সেই চিঠিতে গুগল এ্যাডসেন্স এর অফিসিয়াল সীলমোহর করা থাকবে। এ্যাডসেন্স এর
চিঠি খোলার পর আপনি একটি পিন নম্বর দেখতে পাবেন। উক্ত পিন নম্বরটি ব্যবহার করে আপনার
ঠিকানা, ব্যাংক একাউন্ট ও এ্যাডসেন্স একাউন্ট ভেরিফিকেশন করে নিতে পারবেন।
আরো জানুন:- Portfolio কি, এ সর্ম্পকে বিস্তারিত আলোচনা কর?
তখন থেকে আপনার এ্যাডসেন্স একাউন্টটি ভেরিফাইড শো করবে এবং ভেরিফাইড এ্যাডসেন্স
একাউন্টকে গুগল অনেক গুরুত্ব দিয়ে থাকে।
তারপর Youtube যখন আপনার ইনকাম ১০০ ডলার পূর্ণ হবে তখন আপনি সেই টাকা উত্তোলন করার
অপশন পাবেন। গুগল এ্যাডসেন্স একাউন্ট থেকে টাকা উত্তোলনের আবেদন করার পর গুগল আপনার
টাকা বাংলাদেশ ব্যাংকে পাঠিয়ে দেবে। বাংলাদেশ ব্যাংক সেই টাকা আপনার কাঙ্খিত ব্যাংক একাউন্টে
পাঠাবে। মূলত এইভাবে ইউটিউব আপনার উপার্জিত টাকা হাতে পৌছে দিয়ে থাকে।
How To Make Money With ” English Content”.(Review of 2021) “ইংরেজি বিষয়বস্তু” দিয়ে কীভাবে অর্থোপার্জন করবেন ?
Vitae.co: কিভাবে নতুন বন্ধু খুজে নিবেন এবং বৃদ্ধি করবেন?(Vitae.co: How to find and grow new friends?)
Vitae.co: কিভাবে Page এ্যাকাউন্ট খুলবেন?(Vitae.co: How to open a Page Account?)
Vitae.co: কিভাবে GROUPS এ্যাকাউন্ট খুলবেন?(Vitae.co: How to open a GROUPS account?)
Vitae.co: Upgrade Member এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা কর?(Discuss various aspects of Vitae.co: Upgrade Member? )
Vitae.co: Share বা Post সম্পর্কিত দিক নিয়ে আলোচনা কর?(Vitae.co: Discuss Share or Post? )
Vitae.co: Energy Points & Energy Boosts সম্পর্কিত দিক নিয়ে আলোচনা কর?(Vitae.co: Discuss aspects related to Energy Points & Energy Boosts? )
Vitae.co: Purpose ম্যাট্রিক্স সম্পর্কিত দিক নিয়ে আলোচনা কর?(Vitae.co: Discuss aspects related to Purpose Matrix? )
Subscribe বাড়লে কি টাকা দেয়:-
আপনি Youtube ভিডিও দেখাকালীন প্রায় সময় শুনে থাকেন যে, ইউটিউবাররা তাদের ভিডিও এর
শুরু ও শেষ অংশে বলে থাকে “আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি Subscribe করে
নিবেন বা Subscribe করে নিতে ভূলবেন না”। এই কথা শুনে আমরা মনেকরি ইউটিউব চ্যানেল
সাবস্ক্রার করলে ইউটিউব মনেহয় টাকা দিয়ে থাকে। আসলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করলে
ইউটিউব কোন টাকা দেয় না। এ কথা শুনার পর আপনার মনে প্রশ্ন আসতে পারে তাহলে সবাই চ্যানেল
সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য কেন বলছে? সাবস্ক্রাইব করে নেওয়ার অর্থ হচ্ছে আপনি যখন একটি
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিবেন তখন সেই চ্যানেলের নতুন ভিডিওগুলো সহজে আপনার কাছে
পৌছ যাবে। যখন ভিডিও আপনার আমার কাছে পৌছবে তখন অবশ্যই একবার হলেও ভিডিওটি
দেখব। মূলত ভিডিও এর ভিউ বাড়িয়ে নেওয়ার জন্য সাবস্ক্রাই করতে বলা হয়।
পিপল পার আওয়ারে কাজ করার আগে যে বিষয় সর্ম্পকে জানা দরকার।
পিপল পার আওয়ারে কাজ কিভাবে শুরু করবেন
ফ্রিল্যান্স কাজ পাওয়ার জন্য লেখকদের জন্য সেরা ওয়েবসাইট
লেখা গুলো পড়ে ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না । আপনার
সুচিন্তিত মতামত আমার একান্ত কাম্য। তাই এই বিষয়ে আপনার যদি কোন মতামত থেকে থাকে তাহলে
অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমি আনন্দের সহিত আপনার মতামত গুলো পর্যালোচনা করে
রেপ্লাই দেওয়ার চেষ্টা করবো।
ভাল থাকবেন।
Comments (No)